কিছু মনের সত্যি কথা - অধ্যায় ৭২

🔗 Original Chapter Link: https://xossipy.com/thread-30209-post-3100652.html#pid3100652

🕰️ Posted on March 25, 2021 by ✍️ ddey333 (Profile)

🏷️ Tags: None
📖 513 words / 2 min read

Parent
মেয়েদের গল্প (আমার সব বান্ধবী দের উৎসর্গ) বিয়ের পরে মেয়েরা তাদের মেয়েলি স্বভাবটা আর ধরে রাখতে পারে না। তাকে এখন আর আট দশটা মেয়েদের মতো ন্যাকামো করা মানায় না। বিয়ের দিন থেকেই মেয়েগুলো আর মেয়ে থাকে না। তারা মা হয়ে যায়। আদর করে তাদের বৌ মা বলে ডাকা হয়। সে ইচ্ছে করলেই আর আগের মতো আর দশটা বারোটা পর্যন্ত ঘুমাতে পারে না। তাকে খুব সকালে উঠতে হবে। বুড়ো বুড়ো সন্তানদের ঘুম ভেঙ্গেছে কিনা খোজ নিতে হবে। তাদের ঘরে গরম চায়ের কাপ পৌছে দিতে হবে। প্রথম দু তিনদিন চায়ের জন্য প্রশংসা পেলেও কয়েকদিন পর থেকে কপালে আর প্রসংসাও জোটে না। সেটা তার কর্তব্যের খাতায় পড়ে যায়। তারপর একদিন সকালে সে জ্ঞান ফিরে দেখতে পারে তার পাশে ফুটফুটে একটা নতুন অতিথি কাঁদছে। সেদিন সেই নতুন মানুষটার কান্না থামাতে থামাতেই তার কান্নাও শুরু হয়ে যায়। তার দায়িত্ব এখন কয়েকশো গুন বেড়ে গেছে। সে এখন দুটো মা হয়ে গেছে। " বৌ মা " আর " মা "। মা এর এখন ফেসবুক করে সময় নষ্ট করা মানায় না। তিনবেলার খাবার , ঘর গুছানো, কাপড় চোপড় ধোয়া, বাচ্চাদের কলেজে পাঠানো, তাদের হোমওয়ার্ক করে দেওয়া, শ্বশুর শাশুড়ির যত্ন নেওয়া, স্বামীর কাজ করা, এতোসব সামলাতে সামলাতেই তার কালো চুলের দু একটা সাদা হয়ে যায়। তোমার যাকে ভালোলাগতো সে ছিল ঘন কালো কেশী একটা সুন্দরী রমনী। পরিবারের চাপ সামলাতে সামলাতে সে এখন চুল সামলানোর সময় পায় না। সদ্যযুবতি দের মতো সেজে গুঁজে তোমার সাথে রোমান্স করার সুযোগ পায় না। ফ্যামিলি নামক " ইরেজারটা " তার সমস্ত সৌন্দর্য ডলে ডলে মুছে দিয়েছে। একটু পরেই তাকে চুলোর পাশে দাঁড়াতে হবে। বাবুদের পেটে টান পড়লেই ডাকাডাকি শুরু করে দেবে। চুলোর কালিতে মাখমাখি হয়ে তোমার সামনে যে পেত্নিটা হাজির হবে তাকে তোমার ভালো লাগে না। তার কাছে তোমার অনেক চাওয়া পাওয়া থাকতেই পারে। কিন্তু একটা মেশিন কিভাবে তোমার সব চাওয়া পাওয়া পূরণ করতে পারে? মেশিনের মধ্য থেকে " অতিমাত্রার আবেগ " সরিয়ে অতিমাত্রায় "লজিকের " সার্কিট বসিয়ে দেওয়া হয়েছে। আউটপুট হিসেবে তার শুধু ঘুরতেই হবে। এই একটা কারনেই তার প্রতি তুমি নতুন করে মুগ্ধ হতে পারবে না। ইচ্ছেও করবে না তার প্রতি আর নতুন করে মুগ্ধ হতে। তার সাথে সামান্য সামান্য কারনেই ঝগড়া বাধবে। প্রথম প্রথম খুব খারাপ লাগলেও পরে এটা নিত্যদিনের বাজারের লিস্টের মতো স্বাভাবিক হয়ে যাবে। সে পারবে না কাউকে খুলে বলতে। না তোমাকে, না সন্তানকে, না তার বাবা মা'কে। বাবা মা এগুলো শুনলেই হার্ট অ্যাটাক করবে। দশটা না পাচটা না একটামাত্র মেয়ে। মেয়েটা কখনোই চাইবে না তার জন্য তার বাবা মার রাতের ঘুম নষ্ট হয়ে যাক। এখন সে আর তাদের সেই উড়নচণ্ডী মেয়ে নেই যে মেয়ের জন্য বাবা মা'র ঘুম হারাম হয়ে যাবে। এখন সে দুই সন্তানের মা হয়ে গেছে। সব কিছু বুঝতে শিখেছে সে। সে জানে মায়েদের দুর্বল জায়গাটা আসলে কোথায়... অনেক তো তাদের সাথে রেসলিং খেললে। অনেক তো হলো। এবার না হয় একটু রেস্ট নাও। রান্নাঘরে চায়ের লিকার আছে। কাপে দু চামচ চিনি ঢেলে চামচ দিয়ে নেড়ে যাই হোক তাই নিয়েই বালিশের পাশে বসো। কাচা পাকা চুলে হাত বুলিয়ে সকালের ঘুমটা না হয় আজ তুমিই ভাঙ্গাও। মাত্র একদিনের জন্য বদলে দেখো। মাত্র একদিন। পরেরটুকু আর লিখলাম না। তুমিই একদিন নাহয় বাকি গল্পটা পড়ে শোনাইয়ো। পৃথিবীর সব চুল পাকা মায়েরাই একদিন সুন্দরী মেয়ে ছিল। তোমাদের জন্যই এই পরিবর্তন। শুধু তোমাদের জন্যই। .
Parent