কিছু মনের সত্যি কথা - অধ্যায় ৭৪

🔗 Original Chapter Link: https://xossipy.com/thread-30209-post-3112219.html#pid3112219

🕰️ Posted on March 28, 2021 by ✍️ ddey333 (Profile)

🏷️ Tags: None
📖 259 words / 1 min read

Parent
কপাল পোড়া জন্ম সুখী      আমার মা প্রতিবেশিনী মাসীমার সাথে  গল্প করতো প্রতিদিন  কোনো বিষয় থাকতো না  সবকিছুই থেকে যেত সাবলীল হাসিতে  মা আমার , দুঃখের কথাও  বলে ফেলে হাসতো ,  বলতো , "আমার পোড়া কপাল " বলেই আবার চলেযেত ইঁচড়ের রান্নার বিস্তারে ,  বাবা রাগ করে বলতো ,  "কী এত কথা তোমাদের, বুঝি না "  আমি তো সময় পাই না " মা বলতো , তুমি অনেক কিছু বোঝ  তাই বয়ে যেতে জান না ,  আমরা কয়ে যাই , বয়ে যাই , গল্পেই রয়ে যাই ..... বুঝতে পারার জন্যে তুমি অনেক সময় দাও তাই না বোঝার আনন্দ অসময় হয়ে যায় ,  বলেই সেই লাজুক হাসি ..... বাবা বিরক্ত হয়ে বলেছিল , "কী যে ছাই বল , না আছে মাথা না কিছু "     মায়ের শিয়রে ছিলাম  যখন একঘন্টা পরেই মা চলে যাবে , "আয় আয় "করে মা ডাকছিল , বোধহয় মৃত্যুকে  নাকী পাশের বাড়ির মাসীমাকে , মৃত্যু কী বলেছিল , আর একটু বাঁচবি না , কচুর ঘন্টে ?  কলমী শাকে আর লাউয়ের চোচার চচ্চড়িতে ? মা শেষ হাসি ঠোঁট পেতে নিয়েছিল আর নিতে গিয়ে থরথর কেঁপেছিল  সম্ভবত বলেছিল , আমার পোড়া কপাল !   আমার কপাল বেশ ভাল স্বল্প বুদ্ধিতেই বাড়ি গাড়ি বিদেশ ভ্রমন  এখন সব শেষ , তবু ঠোঁট দুটো ম্যমি হয়ে থাকে  রোজ জেগে উঠে মন খারাপের দেশ  নটে শাক , বকুল ফুলের ভাজা  আবিরেও নেই  পলাশের হাসির সেই রেশ ,  "আয় আয় " বলে আমিও ডাকি  মৃত্যু অথবা গ্যালাক্সি বন্ধুকে , কেউই আসে না , অভিমানে , হতাশায় আরও বিব্রত করি প্রিয়জন পরিজন  ঠোঁটের ইমন ঠাটে চিলতে হাসির আকাল , না বলাই রয়ে যায় ,  "আমার পোড়া কপাল "!!!!!
Parent