কিছু মনের সত্যি কথা - অধ্যায় ৮৮

🔗 Original Chapter Link: https://xossipy.com/thread-30209-post-3244436.html#pid3244436

🕰️ Posted on May 2, 2021 by ✍️ ddey333 (Profile)

🏷️ Tags: None
📖 213 words / 1 min read

Parent
আমার হয়ে তোমাকে একটা কথা বলার ছিল... একটা নতুন ইমেল আইডি তৈরি করেছি... এবার থেকে মেল গুলো নতুন আইডি তেই করো... না না, আগের অ্যাকাউন্ট হ্যাক হয়নি... পাসওয়ার্ড ও আছে মনে.. আসলে... ওই মেলবক্সে তোমার পাঠানো হাজারো মেল, কমেন্ট, চ্যাট... আদর আর আশ্লেষ... গুড মর্নিং আর মিস ইউ মেসেজ... এই কাদা কাদা কালো কালো মেলগুলো ওই মেলবাক্সে নাহয় না ই ঢুকল! এই তো, সেদিনই পড়ছিলাম একটা চ্যাট... সেই দু হাজার আটের! তুমি লিখেছিলে 'আজ বিকেলে শাড়ি পরে আসবে তো? আমার দেওয়া নীল শাড়িতে? অফিস থেকে তাড়াতাড়ি বেরিও কিন্তু... মিসিং ইউ...' আরেকটা মেল পেলাম... আমাদের বিয়ের কার্ডের নকশার... লাল বেনারসির ওপর সোনালি জরির কাজ যেন! সাথে তোমার ছেলেমানুষি বায়না 'প্রুফটা দেখে দাও ঠিক মতো! আমার বাংলা বানান অনেক সময় ভুল হয়! লোকে তোমার বরকেই অশিক্ষিত ভাববে!' আর ওই মেলটা? আমাদের হানিমুনের ই -টিকিট? আর...তোমার লেখা... 'এই করব, সেই করব' প্ল্যান... ধ্যাত, ছাড়ো...ওসব এখন ভাবতে নেই... ওটা তো এক আলোকবর্ষ দূরের চিঠি... অন্য এক মানুষের... যাকে আমি চিনতাম। জানতাম। বুঝতাম। আগলে রাখতাম। ভালবাসতাম। তুমি সে নও মোটেও। তাই, প্লিজ... আমাকে এই নতুন আইডিতে মেল করো... অ্যালুমনি, কাস্টডি...সবকিছু... শুধু এই নতুন আইডিতে... নতুন পরিচয়ে... পুরোনোকে পিছনে ফেলে... নতুন আইডিতে...কেমন? পুরোনো টা থাক আমার - পেঁজা তুলোর মেঘে ভরা আকাশ হয়ে... নোনাজলের সমুদ্দুর হয়ে... পাহাড়ের বাঁক হয়ে... ছেলেমানুষি হাসি আর... ভালবাসার জোয়ার হয়ে... আমার হয়ে... আমার হয়ে...।।
Parent