কিছু মনের সত্যি কথা - অধ্যায় ৯৩

🔗 Original Chapter Link: https://xossipy.com/thread-30209-post-3360789.html#pid3360789

🕰️ Posted on June 3, 2021 by ✍️ ddey333 (Profile)

🏷️ Tags: None
📖 100 words / 0 min read

Parent
জন্মের পরে জন্ম ভাঙছে, দিনেরা জমেছে ঋণে- ভালোবেসে কারা লাল হয়ে গেছে নিষিদ্ধ আলপিনে… অভিলাষ নয়, অভ্যেসে তাই- আরবার ফেরে পাখি, বোবা বাক্সতে কান্না জমাই, ফাঁকা হাতে হাত রাখি। যে মাটি ভীষণ প্রিয় ছিল তার, গন্ধ পড়ছে মনে- আমরা কজন বেঁচে আছি তবু নিষিদ্ধ ফাল্গুনে ।। গভীরতাতেই ফিরে গেছে প্রাণ শুকনো বিকেলগুলো গোলাপ গন্ধে হেরেছে ভীষণ, বোবা ‘কার্পাস’ তুলো অভিসম্পাতে অজস্র নদী গতিহারা হয় যেই, জন্ম নিখাদ মৃত্যুর সুরে চোরাবালি চেনাবেই… কাব্যের নয়, যাপনে স্বাধীন বাতাস চেয়েছে যারা- বাজারের আলো ঠিকরেছে যেই, ঘর ফিরে গেছে তারা। জন্মের পরে জন্ম ভাঙছে, দিনেরা জমছে ঋণে, ভালোবেসে কারা হেঁটে গেছে পথ অভ্যেসহীন জিনে।
Parent