মায়ের হিল্লায় বিয়ে - অধ্যায় ১১০

🔗 Original Chapter Link: https://xossipy.com/thread-34152-post-2879634.html#pid2879634

🕰️ Posted on January 27, 2021 by ✍️ Rimon N (Profile)

🏷️ Tags: None
📖 266 words / 1 min read

Parent
আমি একা বসে ভাবছি।মেইন গেট খোলার শব্দ পায় আমি। বেল বেজে ওঠে।আমি দরজা খুলতে দেখে শিলা।--কিরে এত দেরী কেন আজ তোর? শিলা চারপাশ দেখে নিয়ে ঢুকে পড়েই আমার হাত দুটো ধরে হাউমাউ করে ওঠে।আমি শিলার এমন আচরণে চমকে ওঠে।জিজ্ঞেস করে--কি হল তোর?এমন করছিস কেন? শিলা আমার কথা বেদবাক্যের মত শুনে জলটা ঢকঢক করে খেয়ে নেয়।আঁচল দিয়ে মুখটা মুছে বলে---বৌদি সে তোমার নাম লিছে।তুমি নাকি তার রাখে...রক্ষিতা।কি নোংরা লোক ভাবো? আমি হেসে বলি-শিলা তুই একদিন বলেছিলি না তোর নাগর তোকে ভালোবাসে?তোর নাগির যদি তোকে ভালোবাসে সে কি তোকে ছেড়ে যাবে? ---না বৌদি সে বলছে সে ছেড়ে যাবে।ওর বন্ধু কবির কে দিবে ফিট করে। ---তাতে অসুবিধে কি যদি তোর নাগর টা তোর মত ভালো হয়। ---কি বলছ বৌদি?আমি কবির সাথে করব? ৷৷ তোর নাগরের রক্ষিতা আমি। শিলা এ যাবৎ এত চমক কখনো খায়নি।স্তব্ধ হয়ে বসে থাকে। আমি নীরবতার পর বললাম--দেখ শিলা তোর রিয়াজ তোকে খুব ভালোবাসে এটা ওর সাথে মাত্র কয়েকদিনের সম্পর্কে বুঝেছি।অথচ আমি হলাম একজন অভাগী যে সেটা থেকে বঞ্চিত থাকলাম।তোর রিয়াজ আমাকে ভালোবাসে কিনা জানিনা।কিন্তু আমি ওকে ভালোবেসে ফেলেছি।হয়তো তুই অবাক হচ্ছিস--আমাদের স্ট্যাটাসের সাথে তোদের স্ট্যাটাস মেলেনা।কিন্তু শিলা আমি কখনো স্ট্যাটাস,ধনী,গরীব নিয়ে ভাবিনি।আমি একজন মানুষকে ভালোবাসি।কামালের সাথে আমার সম্পর্ক কিছুই নেই।রিয়াজ সুদর্শন হ্যান্ডসাম পুরুষ নয়।ও খেটে খাওয়া,মজবুত চেহারার একজন পরিশ্রমী সাধারণ লোক।আমিও ওকেই ভালোবেসে ফেল্লাম।হয়তো আমি ওকে বিয়ের প্রস্তাব দিইনি।ওই নিজের থেকে ভেবে তোকে বলেছে।কিন্তু বিয়ে না হোক ওর সঙ্গে তো আমার সম্পর্ক আছে এই সত্যটা তোকে জানানো দরকার ছিল।কারন তোকে আমি সবসময় নিজের বোনের মত স্নেহ করি।তাহলে হয়তো আমরা দুজনেই ঠকাতাম তোকে।তোকে বলেছিলাম না আমি কিছু চেয়ে নেব।তোর রিয়াজ তোর কাছেই থাক।কেবল আমাকে রিয়াজের রক্ষিতা হয়ে থাকতে দে।আমার জীবনে একমাত্র নতুনত্ব রিয়াজ এনেছে। ৷..... চলবে
Parent