মহানগরের আলেয়া - অধ্যায় ৩৪

🔗 Original Chapter Link: https://xossipy.com/thread-2176-post-76469.html#pid76469

🕰️ Posted on January 8, 2019 by ✍️ Nilpori (Profile)

🏷️ Tags: None
📖 1914 words / 9 min read

Parent
পর্ব পাঁচ – অন-অর্থের হাতছানি (#5) নাস্রিন ওর কথা শুনে মিটিমিটি হেসে বলে, “দানা, এখন থেকে তুমি যে ট্যাক্সি ড্রাইভার সেটা ভুলে যাও। কত পাও ট্যাক্সি চালিয়ে, চারশো না পাঁচশো? আমাদের সাথে হাত মেলাও দিনে অন্তত পাঁচ থেকে ছয় হাজার টাকা আয় করতে পারবে আর যদি কোন পার্টি হয় তাহলে কথা নেই একরাতে পনেরো কুড়ি হাজার। দেখ দানা সব কিছু তোমার ওপরে নির্ভর করছে তুমি কি চাও। ইন্দ্রাণীর সাথে থাকলে ওই ট্যাক্সি ড্রাইভার থাকবে আর আমাদের সাথে হাত মেলালে এক মাসে লাখ টাকার বেশি কামাবে।” ইন্দ্রাণীর নাম শুনতেই আবার ওর গা জ্বলে ওঠে, এইখান থেকে বেড়িয়ে সোজা ইন্দ্রাণীর বাড়িতে যাবে আর গিয়ে শেষ বারের মতন বোঝাপড়া করবে, কেন ইন্দ্রাণী ওর সাথে ছলনা করল। সেটা পরের কথা কিন্তু সামনে এত বিশাল অঙ্কের হাতছানি দেখে দানা নিজেকে সামলাতে পারে না। ইন্দ্রাণীর প্রতি এই প্রচন্ড প্রতিহিংসা ওকে টলিয়ে দেয়, মাথা নাড়িয়ে জানিয়ে দেয় যে কঙ্কনা নাস্রিনের সাথে হাত মেলাতে রাজি। নাস্রিন আর কঙ্কনা মুখ চাওয়াচায়ি করে মিচকি হেসে দেয় আর কঙ্কনা ওকে বলে, “টাকা নিয়ে একদম চিন্তা করবে না। সব কিছু আমাদের ওপরে ছেড়ে দাও। আমরা তোমাকে ইন্দ্রাণীর মতন মিথ্যে প্রেমের ছলনা করে ঠকাবো না, এইটুকু বিশ্বাস করতে পারো।” দানার চোয়াল কঠিন হয়ে ওঠে, কাকে বিশ্বাস করবে, ইন্দ্রাণীকেও বিশ্বাস করেছিল কিন্তু তার ফল কি হল, তবে এইবারে হাতে হাতে কাঁচা টাকা পাবে। কঙ্কনা ওর দিকে একটা সাদা খাম বাড়িয়ে দিয়ে বলে, “এতে পাঁচ হাজার টাকা আছে, এটা আগামী দিনের শুভেচ্ছা। ট্যাক্সি চালানো ছেড়ে দাও, ভালো করে খাওয়া দাওয়া করো আর এই রকম ভালো পোশাক আশাক পর। তোমার যা ক্ষমতা তাতে তুমি অনেক অনেক টাকা রোজগার করতে পারবে। তুমি সবে পঁচিশ, এত বউভাত খাওয়াব যে বিয়ে করার কথা ভুলে যাবে দানা। কাল আমার ফোনের জন্য অপেক্ষা কর, কালকের মধ্যে তোমার ডায়রির পাতা ভরিয়ে দেব।” খিলখিল করে হেসে ফেলে কঙ্কনা। নাস্রিন কঙ্কনাকে জিজ্ঞেস করে, “এই বছরের রেড এন্ড ব্লু ক্লাবের এনুয়াল মিট (বার্ষিক অনুষ্ঠান) কবে হচ্ছে রে?” কঙ্কনা একটু ভেবে নাস্রিনকে উত্তর দেয়, “ভালো কথা মনে করিয়েছিস। প্রতিবারের মতন আগামী ডিসেম্বরে হবে।” দানার হাতে হাত রেখে চোখ টিপে মিচকি হেসে বলে, “রেড এন্ড ব্লু ক্লাবে নিয়ে যাবো তোমাকে, এক রাতে এক লাখ টাকা। রেড এন্ড ব্লু ক্লাব দারুন জায়গা, সাঙ্ঘাতিক পার্টি হয়। সময় হোক সব কিছু তোমাকে জানিয়ে দেব।” দানা শুধু এই টুকু বুঝতে পারল যে ট্যাক্সি চালানোর চেয়ে এই ধনী মহিলাদের সাথে সহবাস করলে বেশি আয় হবে। সাদা খাম হাতে নিয়ে বেড়িয়ে পরে দানা, লিফটে নামতে নামতে ভাবে কি থেকে কি হয়ে গেল। নিচে নেমে দেখে যে সূর্য অনেক আগেই পশ্চিম দিকে ঢলে গেছে। ওর সূর্য কি পশ্চিমে ঢলেছে না কাল সকালে নতুন দিনের সূর্য পূর্ব দিক থেকে ওর জন্যে টাকার ডানা মেলে উদয় হবে। পকেটে রাখা সাদা খাম বের করে দেখে ওর মধ্যে কড়কড়ে দশ খানা পাঁচশো টাকার নোট। বুক ভরে শ্বাস নিয়ে ওই কড়কড়ে টাকার বান্ডিলের গন্ধ শোঁকে, নতুন নোটের গন্ধ বড় মাদকতাময়, টাকার নেশা বিশ্বের সব থেকে বড় নেশা।  আকাশে কমলা রঙ ধরেছে, সেই সাথে সাদা সাদা মেঘের ভেলা ভেসে বেড়াচ্ছে। লোকজন বাড়ি ফেরার পথ ধরেছে, ওর আজকে আর বিশেষ তাড়া নেই। এই দুনিয়ায় ওর জন্যে কেউ আর অপেক্ষা করে নেই। আপনমনে ভারাক্রান্ত কণ্ঠে গুনগুন করে ওঠে, “জড়িয়ে ধরেছি যারে সে আমার নয়, কখন বুঝিনি আমি কে আমার নয়...” একবার কি ইন্দ্রাণীর বাড়ি যাবে? মনে মনে হেসে ফেলে দানা, সামান্য একটা ট্যাক্সি চালক এই ওর পরিচয়। ও যদি চেঁচিয়ে ওঠে ইন্দ্রাণীর বাড়ির সামনে গিয়ে তাহলে ওকে পুলিসে দিয়ে দেবে কিম্বা লোক দিয়ে মার খাওয়াবে। ওই পথে এখুনি হাঁটতে চায় না দানা, একটু দেখা যাক এই জল কোথায় গড়ায়। একদিন এই কাল চক্র ওর হাতে আসবে আর সেইদিন ইন্দ্রাণীর সাথে বোঝাপড়া করবে। ওকে বড়লোক হতে হবে অনেক টাকা রোজগার করে একদিন ওই ইন্দ্রাণীকে নিজের বিছানায় ফেলবে আর ওর ওপরে টাকা ছড়িয়ে সারা রাত ধরে, না না সহবাস আর ওর সাথে করবে না, ওকে বিছানার সাথে আস্টেপিস্টে বেঁধে ;., করবে। এইসব ভাবতে ভাবতে বাসে ওঠে, কি বাস কোথায় যাবে কিছুর যেন ঠিক নেই। বাসের কন্ডাকটর টিকিট চাইলে ওকে বলে “একটা গোল বাগান” কেন বলেছে নিজেই জানে না। সম্মোহিতের মতন ইন্দ্রাণীর বাড়ি যেন ওকে তীব্র ভাবে আকর্ষণ করে। নির্দিষ্ট বাস স্টপেজে নেমে সম্মোহিতের মতন ইন্দ্রাণীর ফ্লাটের সামনে গিয়ে দাঁড়িয়ে পরে। মাথা উঠিয়ে ওর দুতলার ফ্লাটের বারান্দার দিকে তাকিয়ে দেখে ওইখানে কি ইন্দ্রাণী ওর জন্যে দাঁড়িয়ে আছে? না ওই ফ্লাট অন্ধকার, ওর মাথা কিছুতেই কাজ করছে না, ওর কিছুই ভাবতে ইচ্ছে করছে না। সেই দিন সকালে ওই বারান্দায় জল ভরা চোখে দাঁড়িয়ে ছিল এক নারী মূর্তি। কে সেই নারী মূর্তি ওর “পাখী” না ছলনাময়ী ইন্দ্রাণী হালদার?  বাড়ি ফিরতে একটুকু ইচ্ছে করে না ওর, কিন্তু এই রাতে কোথায় যাবে। ধিরে ধিরে রাত বাড়তে শুরু করে আর দানা এই বিশাল মহানগরের রাস্তায় এলোমেলো ভাবে হেঁটে চলে। একসময়ে একটা বাসে চেপে পাল বাগান আসে। পাল বাগানের উলটো দিকেই ওর বস্তি। রাস্তার ওপারে দাঁড়িয়ে কালী পাড়ার বস্তির দিকে একভাবে তাকিয়ে থাকে। নোংরা পুতিময় এলোমেলো বস্তি দেখে মাথা গরম হয়ে যায়। একদিকে কয়েকটা কুকুরের জটলা, ওইখানে দুটো গরু দাঁড়িয়ে। গলির মধ্যে দড়ি টাঙ্গিয়ে কাপড় মেলে রাখা, গরমের জন্য অনেকেই গলির মধ্যে মাদুর পেতে বসে গেছে অথবা মোড়া পেতে বসে গল্প করছে। কচিকাঁচারা হইচই করে চলেছে, ওদের যেন রোজ রাতে উৎসব লাগে। কেউ সাথে থাকলে বড় ভালো হত কিন্তু কেষ্ট ব্যাটা শ্বশুর বাড়ি গেছে বউকে আনতে। বুড়ো দুলালের সাথে গল্প করতে বসলে সেই দুঃখের কথা নিয়ে বসে পড়বে, আর বরুনের ঘরে যেতে একটুকু ইচ্ছে নেই, কেননা সুনিতা বৌদির সামনে দাঁড়ানোর মতন ক্ষমতা আর নেই ওর শরীরে। নিজের ঘরে যাবে, কিন্তু সেই যে আবার মশা মাছির ভনভন। ওর পকেটে কড়কড়ে দশ খানা পাঁচশো টাকার নোট, চাইলে মিনিতি বউদির গুমটি চলে যেতে পারে কিন্তু শরীরে মনে আর সেই শক্তি নেই, মদ খেতেও আর ইচ্ছে করছে না। মদনের দোকানে গিয়ে বসলে কেমন হয়? না একবার ওই চারতলার ফ্লাটে যাবে সেই রাজকন্যেকে দেখতে। ওকে দেখে আর কি হবে, এবার থেকে রোজদিন ধনী সুন্দরী নারীর সাথে চুটিয়ে সহবাস করতে পারবে, উল্টে ওই নারীদের সাথে সহবাস করার জন্য টাকা পাবে এর চেয়ে বড় সুখের কাজ আর কি হতে পারে এই জগতে। মানুষে টাকা দিয়ে নারীসুখ কেনে উল্টে দানা ধনী নারীর মিষ্টি যোনি বিনা পয়সায় সম্ভোগ করতে পারবে। ওর বুক অট্টহাসিতে ফেটে পরে, সত্যি ইন্দ্রাণী ওকে ভালো রাস্তাই দেখিয়ে গেছে। এই ট্যাক্সি চালিয়ে কত টাকা রোজগার করতে পারত? এইবারে নিজের জন্য একটা ছোট ফ্লাট কিনতে পারবে। এখন পঁচিশ, ব্যায়াম করে জিম করে নিজের যৌবন আরো অনেক বছর ধরে রাখতে পারবে। এই বিশাল মহানগর ওকে হাতছানি দিয়ে কাছে ডাকে আর দানা সেই আলেয়ার হাতছানিতে ধরা দেয়। সাতপাঁচ ভাবতে ভাবতে দানা শেষ পর্যন্ত নিজের ঘরের দিকে পা বাড়ায়। এমন সময়ে ফোন আসে ওর কাছে, ফোন তুলে দেখে যে নাস্রিনের ফোন। নাস্রিন জানায় যে পরের দিন বেলা এগারটা নাগাদ তৈরি হয়ে দাসুবাড়ি চলে আসতে, ওকে নিয়ে এক জায়গায় যাবে। জিজ্ঞেস করাতে নাস্রিন জানায় যে ওকে একটু মালিশ করা শিখতে হবে এই সামান্য তেল মালিশ করা তার চেয়ে বেশি কিছু নয়। আসলে কয়েক জন আছেন যারা একটু মালিশ ভালোবাসে। দানা মনে মনে হেসে নাস্রিনকে জানিয়ে দেয় যে সময় মতন ঠিক জায়গায় পৌঁছে যাবে। মোবাইলে বিদেশী সঙ্গমরত ছবিতে বহুবার দেখেছে কি ভাবে ছেলেরা মেয়েদের গা হাত পা টিপে আরাম দেয় আর তারপরে সেই মেয়েদের সাথে কি ভাবে সহবাস করে। কিন্তু দানা কোনোদিন কাউকে ওই ভাবে মালিশ করে দেয়নি, এমন কি ইন্দ্রাণীকেও না। মালিশ শিখবে ভেবেই দানার শরীর চনমনিয়ে ওঠে।  নিজের ঘরে ঢুকে একবার চারদিকে দেখে, সেই এক কোনায় ভাঙ্গা তক্তপোষ আর ছেঁড়া কাঁথা, মাথার ওপরে ফ্যানটা এইবারে বদলে ফেলতে হবে, টিভিতে ওই বৌমা শ্বশুরির মারামারি ছাড়া কিছুই চলে না তবে ইদানিং ওই বৌমা শ্বাশুরির মারামারি ছেড়ে এর বউ তার সাথে, তার স্বামী অন্যের বউয়ের সাথে এমন সব সিরিয়াল শুরু হয়েছে।  ভোরের বেলা উঠে নিজের কাজ সেরে, স্নান সেরে ভালো পোশাক পড়ে নেয়। সব ভালো পোশাক আশাক ইন্দ্রাণীর দেওয়া, নিজেকে বড় ছোট বলে মনে হয় কিন্তু গতকাল ওর জীবনে যা ঘটে গেছে সেখান থেকে পিছিয়ে আসতে চায় না। কতবার এই বুক ওই প্রেমের প্রতারনা সহ্য করতে পারে। দানা ঠিক করে নিয়েছে যে আর কাউকে প্রেম করবে না। এইবারে নারীর সাথে চুটিয়ে সহবাস করবে আর টাকা কামাবে। মানুষ টাকা চেনে, কেউ না জানলেই হল ওর আসল পেশা কি। একবার অধির বাবুর বাড়ি যেতে হবে, রাতেই ঠিক করে নিয়েছিল যাবে কিন্তু অধির বাবুর সাথে এই কথা বলার মতন মানসিকতা ছিল না তাই আর যায় নি। বস্তি থেকে বের হতেই অনেকের চোখ ওর ওপরে পরে, সবার জিজ্ঞাস্য দানা কি কোন নতুন চাকরি পেয়েছে? উত্তরে দানা মিচকি হেসে জানিয়ে দেয় যে ভালো একটা চাকরি পেয়েছে আর ট্যাক্সি চালানো ছেড়ে দেবে এইবার থেকে। কারুর মুখ দেখে তেমন খুশি বলে মনে হল না কিন্তু বরুন আর সুনিতা বৌদি খুব খুশি ওর নতুন চাকরির ব্যাপারে। সুনিতা বৌদির সামনে মাথা তুলে দাঁড়াতে পারেনি ওর পায়ের দিকে তাকিয়েই এই খবর দিয়েছিল। দানা যেতে চায়নি ওদের বাড়িতে কিন্তু বস্তি থেকে বের হতে হলে বরুনের বাড়ি পরে আর সেইখানে সুনিতা বৌদির সাথে দেখা হয়ে যায়। অধির বাবুর বাড়িতে গিয়ে জানিয়ে দেয় যে দানা আর ট্যাক্সি চালাবে না, একটা নতুন চাকরি পেয়েছে। কি চাকরি কোথায় অফিস ইত্যাদি জিজ্ঞেস করাতে দানা উল্টোপাল্টা একটা নাম বলে অধির বাবুর প্রশ্ন বান থেকে নিজেকে মুক্ত করে।  ওর হাতে অঢেল সময় কিন্তু কিছুই করার নেই এখন, কি করে কি করে এই ভাবতে ভাবতে একবার ইন্দ্রাণীকে ফোন করে। বারেবারে ইন্দ্রাণীর ফোন বেজে যায় কিন্তু কেউ উঠায় না। এই সুন্দর সকাল ইন্দ্রাণীর কথা ভেবে নষ্ট করতে চায় না, ওর সামনে টাকা উপার্জন করার এক নতুন দিগন্ত খুলে গেছে। এদিকে ওদিকে ঘুরে ফিরে শেষ পর্যন্ত মদনার চায়ের দোকানে ঢোকে। এত সকালে কেউ মদ খেতে আসেনা সবাই চা খেতেই আসে।  মদনা ওকে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করে, “কি রে একদম বাবু সেজে কোথায় যাচ্ছিস?” মদনার হাত থেকে চা নিয়ে দানা উত্তর দেয়, “একটা নতুন চাকরি পেয়েছি ওই নোনাঝিলে।” এইখানেও মিথ্যে কথা।  মদনা খুশি হয়ে বলে, “বাঃ ভালো খুব ভালো।” দানা ওর মোবাইল চেয়ে আবার ইন্দ্রাণীকে একটা ফোন লাগায়, প্রথমে ভেবেছিল যে ইন্দ্রাণী হয়ত ফোনে ওর নাম্বার দেখে উঠাতে চাইছে না কিন্তু অন্য নাম্বার থেকে ফোন করা সত্তেও যখন ইন্দ্রাণী ফোন উঠালো না তখন দানা বুঝতে পারল যে কঙ্কনার কথা ঠিক ইন্দ্রাণী ওর ফোন হয়ত আর উঠাতে চায় না।  ঠিক এগারোটা নাগাদ নাস্রিনের কথা অনুযায়ী দাসুবাড়ি পৌঁছে যায়। ঠিক সেই সময়ে নাস্রিনের ফোন আসে ওর কাছে। ওকে বলে যে সামনে একটা সাদা রঙের হোন্ডা একরড গাড়ি দেখতে পাবে সোজা গাড়ির কাছে গিয়ে দরজা খুলে যেন ড্রাইভারের সিটে বসে পরে। দানা বাস স্টান্ডে দাঁড়িয়ে এদিক ওদিক দেখে একটা সাদা হোন্ডা একরড গাড়ি দেখতে পায়। দানা বুক ঠুকে ওই সাদা গাড়ির দিকে এগিয়ে যায় আর দরজা খুলে চালকের আসনে বসে পরে। গাড়ির ভেতরে পেছনের সিটে নাস্রিন বসে, দুইজনে হেসে কুশল আদান প্রদান করে। গত কালের সুন্দরী কামুকী নাস্রিনের বদলে এক সংযত মার্জিত নারীকে দেখে দানা একটু সংযত হয়ে যায়। গত কালের নাস্রিন প্রচন্ড যৌন উদ্রেককারী পোশাক পড়েছিল আর পেছনের সিটে বসা নাস্রিনের পরনে একটা কালো জিন্স আর হাল্কা নীল রঙের জামা, গলায় একটা স্কার্ফ বাঁধা। চোখের ভাষা ঠিক ভাবে পড়া গেল না কারন দু’চোখ, বড় কালো রঙের সানগ্লাসে ঢাকা। নাস্রিন দানাকে সোজা বি সি রয় রোডে নিয়ে যেতে বলে। ওকে বলে যে বি সি রায় রোডে “মৌচাক” নামে একটা নামী ম্যাসাজ পার্লার আছে, সেখানে নিয়ে যেতে। ওর হাতে একটা কার্ড ধরিয়ে দিয়ে বলে পার্লারে গিয়ে মৌমিতার খোঁজ করতে, এই কার্ড যেন শুধু মৌমিতার হাতেই দেয় আর অন্য কেউ কিছু জিজ্ঞেস করলে ওকে বলতে হবে যে মৌমিতার সাথে দেখা করতে চায়। ওর কাছ থেকে ভালো ভাবে এই মালিশ কলা শিখতে হবে। দানা মাথা নাড়িয়ে জানিয়ে দেয় যে, নাস্রিনের কথা অক্ষরে অক্ষরে পালন করবে।  দানা গাড়ি নিয়ে সোজা বি সি রয় রোডে চলে আসে। গাড়ি থেকে নেমে যেতেই একজন সাদা উর্দি পরা ড্রাইভার ওর সিটে এসে বসে যায়। দেখে মনে হল যেন ওই বি সি রয় রোডে ওদের গাড়ির জন্য অপেক্ষা করছিল নাস্রিনের গাড়ির চালক। গাড়িটা চলে যাওয়ার পরে এদিক ওদিকে দেখে দানা, বি সি রয় রোড বেশ সম্ভ্রান্ত বড় লোক এলাকা, এই রকম এলাকায় এমন ভাবে বেশ্যা বৃত্তি ভাবা যায় না, কিন্তু এটাও ঠিক যে কারপেটের তলায় সবসময়ে ধুলো জমে। দানা মনে মনে হেসে দেয় সামনের বিশাল সাইন বোর্ড দেখে। একদিকে এক নারীর লাস্যময়ী হাসির ছবি, নিচে লেখা “মৌচাক ম্যাসাজ পার্লার” এইখানে মানুষ আরাম খুঁজে পাবে। কিসের আরাম পাবে সেটা দানার অজানা নয়। 
Parent