মহানগরের আলেয়া - অধ্যায় ৭৯

🔗 Original Chapter Link: https://xossipy.com/thread-2176-post-82274.html#pid82274

🕰️ Posted on January 11, 2019 by ✍️ Nilpori (Profile)

🏷️ Tags: None
📖 370 words / 2 min read

Parent
মহুয়া রাতের প্রসাধনীর জন্য ড্রেসিং টেবিলের সামনে বসে পরে। দানা ছোট্ট রুহির অন্য পাশে শুয়ে শুয়ে ভাবে, কি থেকে কি হয়ে গেল। এক সময়ে ভেবেছিল ইন্দ্রাণীকে দুর থেকে দেখেই সারা জীবন কাটিয়ে দেবে। জীবনটা কেমন যেন সব তালগোল পাকিয়ে গেল হটাত করে, কঙ্কনার সাথে দেখা না করলে এক সমান্তরাল রেখায় ওর জীবন নদী বয়ে চলত। অবশ্য তাহলে মহুয়ার মতন এক মিষ্টি নারীর দেখা পেত না, জানতে পারত না এই মহানগরের ঝকমকে অন্ধকারের আড়ালে কত রকমের মানুষের বাস। সিমোনের মতন চটুল নারীর পেত না, মহেন্দ্র বাবুর মতন এক জ্ঞানী ব্যাক্তির সাথে দেখা হত না, ফারহান শঙ্কর ফারহান রামিজের মতন বন্ধুর দেখা পেত না, নাফিসা জারিনার মতন সুন্দরী লাস্যময়ী নারীর সাথে দেখা হত না। জীবনে অনেক কিছুই দেখা হত না তাহলে। অচেনা সেই রাজকন্যের মতন কিছু আলেয়া অধরা থাকা ভালো, না হলে মানুষ বাঁচবে কি নিয়ে। ঘাড় ঘুরিয়ে মহুয়ার দিকে তাকিয়ে দেখে, হাতের মধ্যে ক্রিম ঢেলে দুই হাতে দুই পায়ে মাখিয়ে নিয়ে চকচক করে তুলছে নিজের ত্বক। শোয়ার ঘরের মৃদু হলদে আলো, মসৃণ ঊরু জোড়ার ওপরে পিছলে যায় বারেবারে।  আয়নায় দানার প্রতিফলন দেখে মহুয়া মিচকি হেসে ভুরু নাচিয়ে জিজ্ঞেস করে, “ওই ভাবে কি দেখছ আবার?” দানা মাথা দুলিয়ে উত্তর দেয়, “না না কিছু না।” প্রতিফলনে মহুয়া নয় ওর চোখের চাহনি আয়না ভেদ করে ইন্দ্রাণীকে খুঁজে বেড়ায়।  চোখের তারার উদাসীনতা টের পেয়ে যায় মহুয়া, তাই ওকে প্রশ্ন করে, “বারেবারে কোথাও একটা হারিয়ে যাচ্ছ, কি হল বল না।” দানা মাথা নাড়িয়ে উত্তর দেয়, “না কিছু না, তোমাকে দেখছি মহুয়া।” প্রসাধনী শেষ করে দানার পাশে বসে ওর চুলের মধ্যে বিলি কেটে জিজ্ঞেস করে, “আমি তোমার সামনে খোলা বই, তাই না।” দানা মাথা নাড়ায়, “হ্যাঁ।” মহুয়া ওর বুকের ওপরে আঁকিবুঁকি কেটে বলে, “একটা প্রশ্নের উত্তর দেবে আমাকে?” দানা ওর চোখের দিকে তাকিয়ে থাকে, কি জিজ্ঞেস করতে চায় মহুয়া। মহুয়া বড় শ্বাস নিয়ে ওকে জিজ্ঞেস করে, “তোমার মতন বড় হৃদয়ের এক মানুষ এই পেশায় এলে কি করে? প্রেমে ধাক্কা খেয়েছ তাই নারী জাতির প্রতি প্রতিহিংসা পরায়ন হয়ে এই পেশায় যোগ দিয়েছ।” দানা চমকে ওঠে, কে এই নারী, ওর চোখ কি সত্যি এত কথা বলে দিয়েছে না মহুয়া কারুর কাছ থেকে ওর ব্যাপারে শুনেছে। মহুয়া কি কঙ্কনা নাস্রিনের বান্ধবী, এও কি নিজের জালে দানাকে ফাঁসাতে চায়?  উত্তর না পেয়ে মহুয়া জিজ্ঞেস করে, “কি হল উত্তর দিচ্ছ না কেন? আমাদের মাঝে কি এরপরেও কোন ব্যাক্তিগত গোপনীয়তা থাকতে পারে দানা?”
Parent