মহানগরের আলেয়া - অধ্যায় ৮১

🔗 Original Chapter Link: https://xossipy.com/thread-2176-post-82276.html#pid82276

🕰️ Posted on January 11, 2019 by ✍️ Nilpori (Profile)

🏷️ Tags: None
📖 336 words / 2 min read

Parent
চায়ের কাপের সাথে মহুয়ার নরম হাত নিজের হাতের মধ্যে নিয়ে জিজ্ঞেস করে, “তুমি কখন উঠেছ।” মহুয়া মিষ্টি হেসে উত্তর দেয়, “এই ত কিছু আগে।” মহুয়ার এহেন রূপ দেখে বিহ্বল হয়ে তাকিয়ে থাকে, ওর মনে হল আবার কেউ ওর বুকের দরজায় ঘা মারতে এসে গেছে। কিন্তু মহুয়া এক কোটিপতি আর দানা এখন কিছুই করে না। চা খেয়ে, হাত মুখ ধুয়ে দানা, জামা কাপড় পরে তৈরি হয়ে যায়। নতুন দিন নতুন সকাল ওকে বিদায়ের ক্ষণ জানিয়ে দেয়।  মহুয়া ওকে জামা কাপড় পরে তৈরি হতে দেখে জিজ্ঞেস করে, “কোথাও বের হচ্ছ নাকি? কখন আসবে?” দানা অবাক হয়ে মহুয়ার দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, “আমি কি বাড়ি যাবো না?” মহুয়ার চোয়াল শক্ত হয়ে ওঠে, ক্ষণিকের জন্য নাকের পাটা ফুলে ওঠে দুই চোখ জ্বালা জ্বালা করে ওঠে। বহু কষ্টে ছলকে ওঠা আবেগ সামলে ম্লান হেসে বলে, “অনেক কিছু বলার ছিল।” দানা ওর চোখে চোখ রেখে জিজ্ঞেস করে, “কি জিজ্ঞেস করতে চাও।” মহুয়া প্রশ্ন করে, “তুমি আজকাল কি কাজ করছ? মানে আমরা ...” মাথা নাড়িয়ে ম্লান হেসে বলে, “না থাক, তোমার জীবনে নতুন করে করাঘাত করব না আর।” মহুয়ার মনের উভয়সঙ্কট পরিস্থিতি দানার চোখ এড়ায় না, দাঁতে দাঁত পিষে নিজের মানসিক চাঞ্চল্য আয়ত্তে এনে ম্লান হেসে বলে, “অভিনেত্রী নয়না বোসের গাড়ি চালানোর কাজ পেয়েছি, ব্যাস আর কি।” মহুয়া ওর পাশ ঘেঁসে দাঁড়িয়ে ধরা কণ্ঠে বলে, “তুমি আবার কবে আসবে?” ওই ভাসা চোখের শিক্ত চাহনি দেখে দানার শরীর মুচড়ে ওঠে। কি হচ্ছে ওর জীবনে, এই এক মাসে মহুয়াকে বাঁচাতে গিয়ে দানা সত্যি সত্যি মহুয়াকে ভালোবেসে ফেলেছে। ভালোবাসা গলার কাছে দলা পাকিয়ে আবার নেমে যায়। ওর চোখের দিকে আর তাকাতে পারে না। মহুয়া জল ভরা উৎসুক নয়নে ওর দিকে তাকিয়ে থাকে উত্তরের আশায়।  দানা ওর হাত ধরে কাছে টেনে এনে বলে, “আমি দূরে কোথাও যাচ্ছি না মহুয়া, সর্বদা তোমার আশেপাশেই থাকব।” দানা আর দাঁড়ায় না, ওই কাজল কালো চোখের জল একবার ওর জীবনের অঙ্ক ভুন্ডুল করে দিয়েছিল। বারেবারে দানা কেন ইন্দ্রাণী আর মহুয়ার মতন সুন্দরীদের প্রেমে পরে? কেন এমন কোন নারীর সান্নিধ্য দানা পায় না যাকে নিজের করে নিতে পারবে? ত্রস্ত পায়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে মহানগরের ভিড়ে হারিয়ে যায় দানা।  ******পর্ব আট সমাপ্ত ******
Parent