“মিনা-রাজু একটু বেশিই বড় হয়ে গিয়েছে” ----রিয়াজ আহসান---- - অধ্যায় ১২

🔗 Original Chapter Link: https://xossipy.com/thread-40493-post-3721656.html#pid3721656

🕰️ Posted on September 20, 2021 by ✍️ ddey333 (Profile)

🏷️ Tags:
📖 308 words / 1 min read

Parent
মিনা উঠানের এককোনে একটা চৌকিতে গালে হাত দিয়ে বসে আছে। আগামীকাল বাবা, মা, রাজু সবাই বুলু ফুফুর বিয়েতে দুদিনের জন্য জসীমপুর চলে যাবে। বিয়ের দিনই মিনার বার্ষিক পরীক্ষার শেষ পরীক্ষা বলে শুধু ওই যেতে পারবে না। মিনার মা উঠানে আচার শুকাতে দিচ্ছিলেন। মিনাকে এভাবে মন খারাপ করে বসে থাকতে দেখে আচার গুলো সাজিয়ে রেখে এগিয়ে এসে মিনার পাশে বসলেন। ‘কিরে মা, বুলু ফুফুর বিয়ের বিয়েতে যাইতে পারবি না বইলা মন খারাপ?’ মিনার মা ওকে জড়িয়ে ধরে বললেন। মিনা কিছু না বলে শুধু একটু মাথা ঝাকালো। ‘আরে মন খারাপ করার কি আছে, একটা দিনই তো, পরীক্ষার পরদিনই ভোরে তোর আব্বারে পাঠায় দিমু তোরে নিয়া যাইতে। তখন বৌভাতে গিয়া খুব মজা করিস। আর তোরে তো রিতাদের বাসায় রাইখা যাব, আপার সাথে রাইতে ইচ্ছে মত গল্প করতে পারবি’ রিতা আপার বাসায় থাকবে শুনে মিনার মুখ একটু উজ্জ্বল হয়ে উঠে। রিতা আপা ওকে অনেক আদর করে, আর যা মজার মজার গল্প বলতে পারে। পড়াশোনার চাপে অনেকদিন ধরে আপাকে দেখতে যাওয়া হয় না। মিনাকে নিয়ে ওর মা উঠে দাঁড়ায়। ‘যা আজ তোর আর কোন কাম করতে হইব না; কাইলকা পরীক্ষা, ঘরে গিয়া পড়’ বলে মিনার মা ওকে ওর ঘরের দিকে ঠেলে দেন। মিনা নিজের ঘরে গিয়ে বিছানায় বইখাতা খুলে বসল। বারবার ওর বুলু ফুফুর বিয়ের কথা মনে পড়ে যাচ্ছিল, তবুও ও বহু কষ্টে পড়ায় মন দিল। *** ‘পরীক্ষা শেষ কইরাই রিতা আপার বাড়িতে চইলা যাইস, ঠিক আছে?’ পরদিন রওনা দেয়ার আগে মিনার মা ওকে বলছিলেন। মিনা কিছু না বলে মাথা ঝাকাল; ওর এখনো মন খারাপ। ‘রাজু, মিনা রে কলেজের দিকে আগাইয়া দিয়া আয়’ মা রাজুকে ডেকে বললেন। ‘না মা লাগবনা, আমি একাই যাইতে পারব, তোমরা রওনা দিয়ে দেও’ বলে মিনা ওর ভারী ব্যাগটা উঠিয়ে নেয়, আগে থেকেই ওখানে কয়েকটা কাপড় ভরে রেখেছে ও। ‘আচ্ছা মা, সাবধানে যা, ভালো থাকিস’ বলে মিনার মা ওর কপালে একটা চুমু দিয়ে একটু দূরে দাঁড়িয়ে থাকা মিনার আব্বা আর রাজুর দিকে এগিয়ে যান। মিনাও কলেজের পথে পা বাড়ায়।
Parent