নীলা by Kalidash - অধ্যায় ২৭

🔗 Original Chapter Link: https://xossipy.com/thread-39301-post-3582455.html#pid3582455

🕰️ Posted on August 10, 2021 by ✍️ ddey333 (Profile)

🏷️ Tags:
📖 292 words / 1 min read

Parent
পিয় পাঠক, আমার চাচার সাথে বুঝাপড়ার তিন দিনের মাথায় আমার সোনাকে নিয়ে পালিয়ে গেলাম। আমি বহু চেষ্ট করেছিলাম, যাতে সমস্ত ঘটনা তিনি সহজ ভাবে মেনে নেন। তাতে তার সব কিছুই বজায় থাকত। তিনি তার ধারের কাছেও গেলেন না। বাবা পর্যন্ত টেলিফোনে সব কথা শুনে তাকে অনুরোধ করলেন। তিনি কারো চোখের পানি, অনুরোধ কিছুই শুনলেন না। তার সিদ্ধান্তে অটল থাকলেন। আমিও আমার সিদ্ধান্তে অটল ছিলাম। প্রিয় পাঠক, আর একটু ধৈর্য ধরুন। অধির হবেন না। আমাকে গালা গালি করবেননা। আমার এই লেখা পড়ে হয়তো বুদ্ধিজীবি ধাড়ী পাকা চুল ওয়ালা অভিভাবকরা বলবেন, হারামজাদাকে জুতিয়ে গালের সব ক’টি দাঁত ফেলে দেওয়া দরকার। কিন্তু আপনারাই বলুন, সামাজিক রীতিনীতি আর বড়দের হুমকি ধামকিতে প্রেম কি কখনও চাপা পড়ে? আপনারা হয়তো আপনাদের জীবনের প্রেমকে অস্বীকার করে মহৎ হয়েছেন।কিন্তু আমি আমার প্রেমকে স্বীকার করেই মহৎ হতে চাই– তাই তো আমি আমার নীলাসোনাকে নিয়ে পালিয়ে গেলাম। রাজরানী নীলা সোনাকে নিয়ে পালানো পর যে সময় আমাদের কাটল, যে সমস্যায় আমি নিপতিত হয়েছিলাম সে এক বিচিত্র অভিজ্ঞতা। এ অভিজ্ঞতার কথা আমাকে বলতে হবে।আজ না বলতে পারলে আমি আর কোন দিনই বলতে পারবো না। কারণ আমার হোস্টেলে পুলিশ রেড এলার্ট জারি করেছে। কোন কোন রুমে তল্লাশি চালানো হচ্ছে। সবই শুনতে পাচ্ছি। হয়তো একটু পরে আমি পালিয়ে যাব, নয়তো গুলি খেয়ে মারা যাব, নতুবা আমি পুলিশের হাতে ধরা পড়ব। তখন পুলিশের লাঠির গুতো খেয়ে সব ভূলে যাব।এই ছাদে এখন আর কেউ নেই। উপরে আকাশ, তার, ছোট ছোট পাখি মাঝে মাঝে উড়েযাচ্ছে মাথার উপর দিয়ে। পাশে অনেক বড় বিল। ধান গাছ বাতাসে দুলে দুলে উঠছে, অন্ধকারে ঢেউয়ের মত লাগছে। একটা মোমবাতির যে আলো তাও আবার আমি আড়াল করে রেখেছি যাতে বেশি দুর হতে বোঝা না যায়। হ্যঁ, আমার সেই অভিজ্ঞতা বড়ই বিচিত্র , বড়ই করুন। সোনা রানীর সাথে পালিয়ে দিন কাটানো ঘটনাকে লিখতে আমার হাত কাপছে। চোখের পানিতে ভিজে যাচ্ছে হাতের কব্জি। তবুও–তবুও– আমাকে লিখতে হবে।
Parent