নীলা by Kalidash - অধ্যায় ৩৫

🔗 Original Chapter Link: https://xossipy.com/thread-39301-post-3592078.html#pid3592078

🕰️ Posted on August 13, 2021 by ✍️ ddey333 (Profile)

🏷️ Tags:
📖 175 words / 1 min read

Parent
তালা খুলে ঘরে ঢুকলাম। ডবল বেড মাঝারী আয়না। পাশে বাথরুমের দরজা। দরজায় আয়না লাগানো। কাচের জানালা, নীল রঙের পর্দা টাঙ্গানো। দুটো চেয়ার। বেতের তৈরী, কাচ লাগানো টেবিল, মেঝেতে সুন্দর কার্পেট, চিনা মাটির তৈরী লাইটল্যাম্প পিছনের দিকে ঝুলন্ত বারান্দা। কাঠের তৈরী। বিচিত্র প্রজাতির ফুলের টব দিয়ে সাজানো। আমার সোনা ঘরে ঢুকেই আয়নার সামনে দাড়াল। নিজেকে দেখছে।কাঁচা হলদে রঙের পোশাকে নিজের রূপে নিজেই মুগ্ধ হচ্ছে। রূপসুধা পান করছে।আমি ডাকলাম নীলা, ও মুখ তুলে আমার দিকে তাকাল। হাসল। আমি বললাম- রেষ্ট নাও।সারাদিন গাড়িতে জার্ণি করে এসেছ, খিদেও পেয়েছে গোসল করে ফ্রেশ হয়ে নাও। আমি ঘামে ভেজা চট চটে শার্ট প্যান্ট খুলে বাথরুমে ঢুকলাম। গোসল করলাম।ফ্রেশ হয়ে বাইরে বেরিয়ে গেলাম। প্রথমে ম্যানেজারের সাথে ভাব জমালাম। কোথায়কি দেখার আছে , কি ভাবে যেতে হবে ভাড়া টাড়া কেমন, লোকজন ভদ্র কিনা, বখাটে ছেলেদের উৎপাত আছে কিনা! এরকম সমস্যায় পড়লে জরুরী টেলিফোন নাম্বর, ভদ্রলোক সব তথ্য দিলেন। বললেন, জাফলং, মাধবকুন্ড, হযরত শাহজালাল (র) মাজার খুবই আকর্ষনীয়। প্রতিদিন হাজার হাজার মানুষ বেড়াতে আসে এখানে। হাচান রাজার বাড়িও দেখে আসতে পারেন। খুব মরমী গান লিখেছেন তিনি। নামকরা লোক। ম্যানেজারকে একটা ধন্যবাদ দিয়ে রুমে ঢুকলেন।  
Parent