নীলা by Kalidash - অধ্যায় ৩৮

🔗 Original Chapter Link: https://xossipy.com/thread-39301-post-3592085.html#pid3592085

🕰️ Posted on August 13, 2021 by ✍️ ddey333 (Profile)

🏷️ Tags:
📖 359 words / 2 min read

Parent
সেদিন অনেক রাত পর্যন্ত আর আমাদের ঘুম হল না। আমরা আগামী দিন গুলোতে কি করব, কোথায় কোথায় ঘুরব, তাপল্যাং কি ভাবে যাব তাই নিয়ে ভাবতে লাগলাম।সিলেটে দেখার জায়গার বর্ণনা শুনে ও আনন্দিত হয়ে উঠল। চা বাগান, জাফলাং মাধবকুন্ড জলপ্রপাতের নাম শুনে ও ছোট সোনা পরীদের মত ডানা মেলে উড়ে বেড়ানোর স্বপ্ন দেখতে লাগল। ঐ সময় ও যেন এ্রকটা খুশির গানও গুন গুন করে গাইতে শুরু করল। আমি বললাম, এক্ষুনিই বেরুবে নাকি? মিষ্টি করে হেসে বলল, জান, আমি যেন চা বাগান চোখে দেখতে পাচ্ছি। কি সবুজ! কি চমৎকার সবুজ দৃশ্য।ওহ কখন যে সকাল হবে? আমি বললাম সোনা, আগে ঠিক কর কোথায় প্রথমে বেড়াতে যাবে? চা বাগানের চমৎকার দৃশ্য দেখতে হলে শ্রীমঙ্গল যেতে হবে। শ্রীমঙ্গলকে চায়ের দেশ বলা হয়। আমি এমন ভাবে কথাটা বললাম, যাতে মনে হয় শ্রীমঙ্গল অনেক অনেকদূর, যাওয়াও কষ্ট সাধ্য ব্যাপার। কারণ আমি আগে যেতে চেয়েছিলাম জাফলং। নীলা বলল, ঠিক আছে, তুমিই ঠিক কর প্রথমে কোথায় যাবে? আমি বললাম , আগে জাফলং চল, বই থেকে জেনেছি, সিলেটের যত সৌন্দার্য আছে তার মধ্যে শ্রেষ্ট সৌন্দার্যময় স্থান হল জাফলং। তার পর মাধবকুন্ড জলপ্রপাত ।ও বলল ঠিক আছে, তুমি যেটা চাইবে সেটাই হবে। আমি হেসে বললাম, এই তো আমার সোনা ভাল বুঝেছে। একটু আদর করতে গেলে নীলা বলল, থাক প্লিজ, এখন আর না। বড্ড ঘুম আসছে। একটু ঘুমাব।আমার সোনারানী সেদিন রাত প্রায় দুইটা বার মিনিটে ঘুমিয়ে পড়ল একটা নাইট গাউনপরে। আমি ঘুমাতে পারলাম না। ঘুমান্ত সোনারানীর দিকে তাকিয়ে থাকলাম বহুসময়। সাংঘাতিক রূপবতি নীলা নাইট গাউন পরে আরও সরল রূপবতীতে পরিণত হয়েছে।মাথায় একরাশ কালচুল বালিশের উপর ছড়ানো। বাম দিকে কাত হয়ে শুয়েছে। পা ভাজ করা। দুটো বালিশই মাথায় দিয়েছে। আমি কিসে মাথা রাখব তা ভাবেনি আমার সোনা।ওর অপুর্ব সুন্দর মুখ খানা মুহুর্তেই আমার কাছে দুঃখী মনে হলো। আমি আস্তে আস্তে নীলার মাথার কাছে বসলাম, ওর চোখে মুখে, মাথায় হাত বুলিয়ে দিলাম।ভাবতে লাগলাম, এই তো সেই মেয়ে যে তার আদর্শ বোধ থেকে বিচ্যুত হয়নি।ভালবাসার মুল্য দিতে সে সাগরে ঝাপ দিয়েছে। সে জানে না তার তীর কোথায়—॥ সাথেসাথে নিজেকে সামলে নিলাম। উঠে এসে ঝুলান্ত বারান্দায় বেতের চেয়ার পেতে বসলাম। চার দিকে নিস্তব্দ। গভীর রাতে বৈদ্যুতিক আলোকেও অনেকটা ক্লান্ত মনেহল। এই সময় আমার মনটা একটু দুর্বল হয়ে গেল। বাবা-মা চাচীর কথা মনে পড়ল। আর ভাবতে পারলাম না। প্রায় সাড়ে তিনটার দিকে বিছানায় এসে ঘুমিয়ে পড়লাম॥
Parent