নীলা by Kalidash - অধ্যায় ৪১

🔗 Original Chapter Link: https://xossipy.com/thread-39301-post-3595478.html#pid3595478

🕰️ Posted on August 14, 2021 by ✍️ ddey333 (Profile)

🏷️ Tags:
📖 263 words / 1 min read

Parent
আমি চমৎকার দীর্ঘ ঘুমের সুযোগ পেলাম। পরের দিন খুব দেরী করে নীলার ঘুম ভাঙ্গল। মিষ্টি করে হাসল। হাসিতে একটু আদর করলাম। ওর শরীরে ওম ধরানো একটা বিদ্যুৎ প্রবাহ ছড়িয়ে দিলাম। বললাম, বেড়াতে যাবেনা? ও প্রায় নেচে উঠল।প্রাকৃতিক সৌন্দর্যর লীলাভুমি মাধবকুন্ড জলপ্রাপাতের উদ্দেশ্য রওনা দিলাম আমরা। প্রায় চার ঘন্টা লেগে গেল। পাহাড়, বন আর জলপ্রাপাত। দুধের মত সাদা স্রোতের মত ঝর্ণা ঝরছে অবিরাম। প্রায় দু’শ ফূট উচু থেকে পাহাড়ের বুক চিরে অবিশ্রান্ত ধারায় নেমে আসছে সাদা জলবাশি। আমি দেখছি নীলা ছুটো ছুটি করছে।বার বার উচু থেকে পড়া জলরাশী ছুতে যাচ্ছে। আমি বাধা দিচ্ছি। সৌন্দার্য দেখতে দেখতে মুগ্ধ হচ্ছি। শত শত মানুষের মাঝে নীলার চাল চলন বেশী মাত্রায় চঞ্চল। সবাই খেয়াল করছে আমাদের। কেউ কেউ আমার সোনারানীর চঞ্চলতা দেখছে, হাসছে। আমি এদিক ওদিক তাকাচ্ছি। হঠাৎ লক্ষ্য করলাম সেই মানুষটি আমাদের লক্ষ করছে, গাড়িতে নীলার সাথে যে মানুষটি কথা বলেছিল। আমার শিরদাড়া ঠান্ডা হয়ে গেল। আমি নিশ্চিত হলাম সে পুলিশের লোক। মাথায় কদম ছাট চুল। দ্রুত নীলাকে ডেকে নিলাম। চা বাগান, পাহাড়, বন, ঝর্ণা মুহুর্তে ফিকে হয়ে গেল। আমিও সতর্ক হয়ে গেলাম। নীলাকে সমস্ত ঘটনা খুলে বললাম। নীলাও লোকটাকে চিনতে পারল। একবার ভাবলাম পাহাড়ের মধ্যে হারিয়ে যাই। পারলাম না। মানুষের ভীড়ে লোকটার চোখ এড়িয়ে দ্রুত গাড়িতে উঠলাম। প্রায় চার ঘন্টা পর সিলেট শহরে পৌছলাম, কিছু খেলাম, সরাসরি হোটেলে উঠলাম না। শহরের প্রান কেন্দ্র হযরত শাহজালাল (র) এর দরগা শরীফে গেলাম। অসংখ্যা মানুষ। তার মাঝে নিজেদের আড়াল করে রাখলাম। মাজার শরীফ জিয়ারত করলাম।আল্লাহর কাচে প্রান ভিক্ষা চাইলাম। ভাবলাম মাজারের খাদেমকে ধরে বিয়ে করে ফেলি আজই, পারলাম না। সন্ধ্যার পর হোটেলে ফিরলাম। ম্যানেজার কৌতুহলি দৃষ্টিতে আমাদের দেখলেন। মনে মনে ভাবলাম আমরা ধরা পড়ে গেছি। তবুও সাহস হারালাম না।
Parent