নীলা by Kalidash - অধ্যায় ৪২

🔗 Original Chapter Link: https://xossipy.com/thread-39301-post-3595480.html#pid3595480

🕰️ Posted on August 14, 2021 by ✍️ ddey333 (Profile)

🏷️ Tags:
📖 485 words / 2 min read

Parent
নীলাকে হোটেলে রেখে আমি বেরিয়ে পড়লাম শহরে। একজন সরকারী কাজীকে খুজতে লাগলাম। পেয়েও গেলাম। সব শুনে কাজী সাহেব যা বললেন তাহল এই রকম—ছেলের বয়স পঁচিশ আর মেয়ের বয়স আঠার না হলে বিয়ে আইন সিদ্ধ হবে না। বিয়ে পড়ালে তারও জেল হবার সম্ভবনা। আমি অবাক হলাম। বার বার বললাম আমরা প্রাপ্ত বয়স্ক। কাজীসাহেব তত মুখ ঘুরিয়ে বলতে লাগলেন না কোন মতে আইনের বাইরে কিছু করা যাবে না।তোমারও আমার জেল খাটতে হবে। আমার পাঁচশত টাকার চকচকে নোট কাজী সাহেবের মনে কোন লোভ ধরাতে পারলনা। জেল খানার লোহার শিখ তার চোখে ভেসে উঠল। আমি হতাশ হয়ে হোটেলে ফিরলাম। ফিরে এসে দেখলাম এর মধ্যে আমার সোনারানী একটা শাড়ী পরে জমকালো সেজেছে। চুলগুলো পিঠের উপর ঢেউ খেলানো। কপালে ছোট করে একটা টিপ, কানে মার্বেল সাইজের লাল- নীল পাথরের দুটো দুল, হাতে চুরি, চোখে কাজল, মুখে জরি ছড়ানো। আমাকে দেখে ভুবন ভোলানো একটা হাসি দিল। মনে হল মাধবকুন্ড দু’শোফুট উচু থেকে ঝরে পড়া ঝর্ণা। আমি বললাম, এমন করে সাজলে কেন? ও বলল জানিনা, যে ভাবে পিছনে পুলিশ ছুটছে যে কোন সময় হয়ত ধরা পড়ে যাব। যদি আর সময় না পাই। আমি কিছুটা শান্ত হয়ে গেলাম, দাড়িয়ে থাকলাম কিছুক্ষণ। ও আবার বলল, কি দাড়িয়ে থাকবে? আমি কিছু বললাম না। আমার একটা হাত ধরে বিছানায় নিয়ে এসে আমার কাধের উপর মাথা রেখে বলল, ওগো আমাকে একটু দেখবে না? দেখনা আমি কেমন সেজেছি। আমি ওর মুখটা উচু করে চোখের সামনে মেলে ধরলাম। সত্যিই অপূর্ব। আলোয় ঝলমল করছে ওর রূপ। ও সুন্দরী শ্রেষ্ঠা। ওর মত স্ন্দুরী অতীতে কোনদিন কোন নারী ছিলনা, আজও নেই, ভবিষ্যতেও হবে না। আমি অবাক দৃষ্টিতে ওকে দেখলাম।আস্তে আস্তে বুকের মধ্যে টেনে নিলাম। কিছুক্ষণ ঘোরের মধ্যে কাটল। এক সময় ও বলল, ওগো বিয়েটা সেরে নাও্ আর সময় পাবে না। চার দিকে শত্র“, আমি আর পারছিনা। আমি ওর মাথায় হাত বুলিয়ে দিলাম। কাজী সাহেবের কথা বলতে পারলাম না।বললম, কালই একটা ব্যবস্থা করব সোনা। এখন কি একটু ঘুমাবে? ও মাথা নাচিয়ে সায় দিল। বেশ কিছু সময় আদর যতœ করার পর আমার পরীসোনা ঘুমিয়ে পড়ল। রাতে আমি পালানোর জন্য এক পরিকল্পনা একে ফেললাম। পরিকল্পনাটি ছিল এমন- প্রথমে সাতক্ষীরা যাব। বাবার সাথে একটু দেখা করব।্ কোন দালাল ধরে পড়ার ক্রস করব।কলকাতা হয়ে দিল্লী যাব। সেখানে লোকে সিলিগুড়ি অথবা ঘুম পৌছাব। হাই হিলে সানরাইজ দেখব। আকাশ ভাল থাকলে হয়ত কাঞ্চন জঙ্ঘও দেখা যেতে পারে। ওখান থেকে ওয়ায়চুং হয়ে নেপাল সীমান্তে তাপলং পৌছাব। প্রফেসর সাহেব যে যায়গায়র কথা বলেছিলেন ম্যাপ দেখে এই রকমই একটা পথের কথা ভেবে নিলাম। তবে দালালের কথাটা আবরও ভাবলাম। ওরা যদি বিশ্বস্ত না হয়? আমি যদি ওদের খপ্পরে পড়ি? ওরাতো পাচারও করে দিতে পারে? তখন আমার কিছুই করার থাকবে না। বিকল্প আর একটা পথের সন্ধান পেলাম, সেটা হল এমন জাফলং সীমান্ত অতিক্রম করে মেঘালয় রাজ্যে প্রবেশ করে বার্মায় যেতে হবে। সেখানে কিছু দিন বৌদ্ধ মন্দিরে মন্দিরে ঘুরে বেড়াতে হবে। কিছুদিন থাকার পর চীনে ঢুকলে কোন সমস্যা হবে না। পাহাড় পর্বতে গহীন জঙ্গলে গুহার যে কোন একটা নিরাপদ আশ্রয় আমরা খুজে নেব। যেখানে বাংলাদেশের পুলিশ আর খুজতে যাবে না। দুটো পরিকল্পনাই আমার পছন্দ হল। কোনটা বেচে নেব, নীলা জেগে উঠলে দুজনে আলোচনা করে ঠিক করব।
Parent