নীলা by Kalidash - অধ্যায় ৪৫

🔗 Original Chapter Link: https://xossipy.com/thread-39301-post-3602724.html#pid3602724

🕰️ Posted on August 16, 2021 by ✍️ ddey333 (Profile)

🏷️ Tags:
📖 411 words / 2 min read

Parent
আমি ওর চোখের পানি মুছে দিলাম। মুখটা শুকনা হয়ে গেছ্ েআমার সোনার। আস্তে করে বললাম, নীলা মায়ের কথা মনে পড়ছে? ও বলল না। বললাম তবে কাঁদছ যে? ও বলল চাচাকে দেখতে ভীষণ ইচ্ছা হচ্ছে। আমি বললাম নীলা একটা কথা বলব? ও বলল বল!বললাম নীলা চল বাড়ি ফিরে যাই। কেউ কিছু জানবে না। ভাববে বেড়াতে গিয়েছিলাম।নীলা বলল না সোনাগো তা আর হয় না। তোমাকে ছাড়া আমি একটা দিনও বাচতে চাইনা।আমিও বহু দেখেছি, বুঝলাম তোমাকে ছাড়া আমার জীবন নিরর্থক। আমার সমস্ত দিন, রাত আমার চঞ্চলতা সবই তোমার জন্য। তুমি আমাকে ফেলে দিও না সোনা। বললাম তোমার কি মনে হচ্ছে আমি ছেড়ে যা্িচছ! ও বলল স্বপ্নে দেখলাম যে- আর বলতে পারলনা। ঝর ঝর করে কেদে ফেলল, আমি ওর কান্না থামানোর চেষ্টা কররাম, বুকের মধ্যে ওর মাথা তুলে নিলাম। আদর করলাম, ভালবাসলাম। আমরা ভালবাসার গরমে ওর কান্না কমে এল। চুম্বকের মত আমাকে জড়িয়ে ধরল। ওর শরীরের উঞ্চতা স্পর্স আমাকে জালিয়ে পুড়িয়ে খাক করে দিল। আস্তে আস্তে ওর শরীরে ঝড় কমে এল, বাহুমুক্ত হলাম আমরা। আমি উঠে গেলাম ঝুলন্ত বারান্দায় ও আয়নার সামনে দাড়িয়ে নিজেকে সাজাল। পরে ও বলল, স্বপ্নে দেখছে আমি নাকি জোর করে ওকে ওর বাবার কাছে তুলে দিযে চলে যাচ্ছি। মানে হয় এরকম একটা স্ব্েপ্নর? পর দিন আর সিলেট থাকা নিরাপদ মনে কররাম না। রাতে যে প্লান করে ছিলাম।তার জন্য আমার সোনা আমাকে চমৎকার সব বিশেষণ দিল নামের সাথে। ও জাফলং হয়ে ভারত যাওয়ার পরিকল্পনাটা পছন্দ করল। আমরা সেই মত খুব ভোরে ব্যাগ-ট্যাগ গুছিয়ে বেরিয়ে জাফলং পৌছলাম। খুব সস্তা ধরনের কিছু খাবার খেলাম। জাফলং নতুনকরে ভাল লাগতে লাগল। ওর হৃদয় নেচে উঠল। ঐ তো নদী, ওর পর পাহাড় আর বন, ওটা পেরুতে পারলেই বিপদ মুক্ত। দ্রুত একটা নৌকা ঠিক করলাম। আরো কজন আমাদের সাথে উঠতে চাইলো , কিন্তু নিলাম না। হঠাৎ একজন চওড়া কাদ, কদম ছাট টাইপ চুলওয়ালা একজন বলে উঠলেন প্লিজ আমাকে একটু নিন না। সেই লোকটি। নিশ্চিত হলাম শালা ব্যাটা পুলিশ। মুচকি হাসল, বলল দেখ সোজা নৌকা থেকে নেমে এস, কোন ঝামেলা করতে ০চাইলে গুলি করে এই নীল পানি লালকরে দেব। মুখে মুচকি হাসি, কিন্তু কথা গুলো বেশ কটমট করে বললেন। তিনি আবার বললেন, শোন নীলা আর সঞ্জু তোমাদের এক্ষুনি ঢাকায় ফিরতে হবে। যদি সহজে না যেতে চাও তাহলে- বলে- তিনি পকেট থেকে একটা পিস্তল বের করলেন। দেখিয়ে বললেন এর সব কটা গুলিই বেরিয়ে যাবে নির্দয় ভাবে। আমি কথা বাড়ানোর কোন প্রয়জন বোধ করলাম না। নীলা ভয়ে পাংসু হয়ে গেল। আমাকে জড়িয়ে ধরল্ বলল ওগো বরং চল গুলি খেয়ে মরি। তবুও ঢাকায় বাবার কাছে ফিরে যাব না। লোকটা কড়া একটা ধমক দিলেন- চুপ বেয়াদপ মেয়ে। এতটুকু মেয়্ে এত সাহস, নেমে এস!
Parent