প্রাগৈতিহাসিক ২.০ (আধুনিক সংস্করণ) --- jontrona - অধ্যায় ১১

🔗 Original Chapter Link: https://xossipy.com/thread-51901-post-5065521.html#pid5065521

🕰️ Posted on December 18, 2022 by ✍️ ddey333 (Profile)

🏷️ Tags:
📖 240 words / 1 min read

Parent
মবিন হাত তুলে চড় মারার অভিনয় করেও চড় মারে না আব্দুল চড় আসতে দেখে কাচু-মাচু হয়ে আবার কেঁদে দেয়। মবিন- ‘আরেকজন কোথায়? নাম কী’? আব্দুল- ‘অর নাম ভিখু’। মবিন তার পুলিশি অভিজ্ঞতায় প্রথমেই বুঝে যায় আব্দুল নির্দোষ। কিন্তু তার কিছু তথ্য দরকার। যা আব্দুল দিতে পারবে। মবিন- ‘তোর মোবাইল আছে’? আব্দুল- ‘হ স্যার’। মবিন- ‘দে মোবাইল দে’। মবিন আব্দুলের মোবাইল নিয়ে চেক করতে থাকে............ ‘তোর তো দেখি ফেইসবুক একাউন্ট আছে রে!’ মবিন- ‘বসিরের মোবাইল নম্বর দে আর ওর ফেইসবুক একাউন্ট কোনটা’? আব্দুল বসিরের মোবাইল নম্বর দেয় আর বসিরের একাউন্ট দেখিয়ে দেয়। মবিন বসিরের একাউন্টে ঢুকে এক মহিলার ছবি দেখিয়ে বলে এর নাম কী? আব্দুল- ‘ও-ই তো পাঁচী, বসিরের বউ’। মবিন ইন্টেলিজেন্সকে বসিরের মোবাইল নম্বর দিয়ে লোকেশন ট্রাক করতে বলে। আর IT এক্সপার্টঁদের বলে বসিরের একাউন্ট ঘেটে দেখতে। এই সময় বসিরের কাছে মেসেজ আসে খুন হয়েছে একজন পুরুষ। এবং দুর্ঘটনা স্থলে মোট ৩ জনের পায়ের ছাপ পাওয়া গেছে। এর কয়েক সেকেন্ড পরেই পাশের থানা থেকে খবর আসে নদীতে একটি ভাসমান লাশ পাওয়া গেছে। মবিন সাথে সাথে ফোন করে লাশের ছবি চায় এবং যত দ্রুত সম্ভব পোস্টমর্টেম করতে বলে। ২ মিনিট পর মবিনের মোবাইলে যে লাশের ছবি আসে আব্দুল তাকে বসির বলে চিহ্নিত করে। মবিন বসিরের একাউন্ট থেকে পাঁচীর কয়েকটি ছবি নয়ে আশে পাশের লঞ্চ ঘাট, এবং বাস স্টান্ডে পাঠিয়ে দেয়। কিন্তু কারো কাছ থেকে কোনো খবর আসে না। এরই মাঝে আরো একটি খবর পায়, আর তা হল বসিরের মোবাইল ১ ঘন্টা আগে সর্বশেষ বেতাগী ছিল। কিন্তু তারপর থেকে টোটালি সুইস অফ।
Parent