প্রাগৈতিহাসিক ২.০ (আধুনিক সংস্করণ) --- jontrona - অধ্যায় ৬৭

🔗 Original Chapter Link: https://xossipy.com/thread-51901-post-5081786.html#pid5081786

🕰️ Posted on December 30, 2022 by ✍️ ddey333 (Profile)

🏷️ Tags:
📖 256 words / 1 min read

Parent
এর ২ দিন পর ভিখু তার বডিগার্ডদের নিয়ে সন্ধ্যার একটু পরে ট্রলার ঘাট থেকে বাসায় ফিরছিল। একটি চিপা গলির ভিতর দিয়ে হাটার সময় তাদের সামনে হঠাৎ কিছু একটা চিক করে উঠে আর তার ডান দিকের বডিগার্ড সাথে সাথে তাকে বামের দিকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। ধাক্কা খাওয়ার একটু পরেই ভিখু তার নষ্ট ডান হাতে চিনচিন ব্যাথা অনুভব করে। এমন সময় বাম দিকের বডিগার্ড অন্য আরেকজন হামালাকারীকে থামানোর জন্য তার সামনে গিয়ে দাঁড়ায়। হঠাৎ করে উদয় হয় তৃতীয় হামলাকারীর। তার হাতে একটা চাইনিজ কুড়াল দেখা যায়। সে ভিখুর বুক লক্ষ্য করে কোপ দেয়, ভিখু পিছনে সড়ে গিয়ে কুড়ালের হাত থেকে নিজেকে রক্ষা করে।শুরু হয় তিনজন বনাম তিনজনের প্রাণপণ লড়াই। তিন মিনিট পর লাঠি সোটা নিয়ে স্থানীয় অনেক লোকজন হামলাকারিদের উপর চড়াও হলে লড়াই শেষ হয়ে যায়। লড়াইয়ের ফলাফল হামলাকারীদের ২ জন নিহত- অন্যজন জনগণের হাতে আটক, ভিখুর বডিগার্ড একজন নিহত ১ জন আহত আর ভিখুর ডান হাতে চাপাতির কোপ- সেলাই লেগেছে ৬ টি। ভিখু আর তার আহত সঙ্গীকে পুলিশ হাসপাতালে ভর্তি করে দেয়। পরদিন বিকালে ভিখু খবর পায় মহেশখালীর একমাত্র মহাজন তার দোকানপাট, ব্যাবসা-বানিজ্য, ট্রলার, মাছের আড়ৎ সব ছেড়ে পালিয়েছে। ভিখু বাবুলকে বলে ‘প্রদীপ ব্যাপারটা ভালোই হইল তাইনা? আমি এখন মহেশখালীর মাছ ব্যাবসার সম্রাট’। ভিখুর সাম্রাজ্য শুরু হওার আগেই শেষ হয়ে যায়! পরদিন ভোর বেলায় পুলিশ হাসপাতালে আসে। এসে ভিখু এবং তার সঙ্গীকে গ্রেফতার করে। ভিখু জিজ্ঞাসা করে ‘স্যার গ্রেফতার করলেন কেন?’ পুলিশ- ‘তরফদার বাড়িতে জোড়া মার্ডার, বসির খুন, এর আগে তোর নামে ২৮ টা ডাকাতি, ১৬টি ;., আর আরো ১০টি খুনের মামলা! আবার জিজ্ঞাসা করস গ্রেফতার করলাম কেন?’ ভিখু- ‘না এর আগে কোনোদিন গ্রেফতার হইনাই তো’!!!
Parent