। রক্ত গোলাপ। by chakraabhijit - অধ্যায় ১৮

🔗 Original Chapter Link: https://xossipy.com/thread-38991-post-3636531.html#pid3636531

🕰️ Posted on August 26, 2021 by ✍️ ddey333 (Profile)

🏷️ Tags:
📖 427 words / 2 min read

Parent
সূর্যশেখর চৌধুরী, এখন ক্ষমতার গন্ধে বিভোর হয়ে আছে. বারান্দার নিচের বাগানে এক ডানাকাঁটা পরি আর এক দেবশিশু আপন মনে বিহার করছে আর তারা যে সূর্যর আপনজন, সেদিকে ওর কোনো খেয়াল নেই. এই মাত্র ভুতোকে ফোনে ধরেছিলো, ব্যস্ত আছে এখন গোপন কথা বলা যাবেনা অজুহাতে লাইন কেটে দিলো. সূর্যো জানে যে ভুতো অকারণে দাম বাড়ানোর চেষ্টা করছে. তবু আপাতত ওই ভরসা. দুধ দিলে তো একটু লাথি খেতেই হবে. ওর সাথে আলাপ আলোচনা বাড়িতে থেকেই করে নিতে হবে. একবার বেরিয়ে গেলে আর সবার সামনে এসব কথা আলোচনা করা যাবেনা.ঘন্টা খানেক পরে আবার ও ভুতোকে ফোন করলো. এবার ও বলল “আমিই তোকে করছি, একটু সময় দে” আরো আধঘন্টা পরে বাড়ির ফোন বেজে উঠলো. সিমরন নিচ থেকে সূর্যর দিকে তাকালো. সূর্য ওর দিকে হাত নাড়িয়ে ইশারা করলো যে ও ধরছে. কর্ডলেস ফোনটা কানে নিয়ে হ্যালো করতেই ভুতোর গলা ভেসে এলো ওপাড় থেকে. “হ্যা বল, কি বলছিলি.” তোকে বললাম যে ইলেকসনের জন্য কিছু ফান্ড দরকার, ভাবলি কিছু? তুই এত মাথা ঘামাচ্চিস কেন? তুই তো সিট পাসনি তাহলে? যদি আমি পাই, তাহলে তুই দিবি এখনো তো ফাইনাল কিছু হয়নি. তুই যদি পাস? যদি না পাস? ধর টাকাটা যদি পাই তাহলে সিটও পাব? ওরে শালা, সিটও ঘুষ দিয়ে পাওয়া যায় নাকি? সব হয়. আহা: সেই জন্যে তোর আমাকে মনে পরলো. না মানে তুইও ব্যস্ত থাকিস, আমিও .... ঠিক ঠিক একদম ঠিক. যাকগে বেশি সময় নেই বল কি এক্সপেক্ট করিস? ফোনে বলা ঠিক হবে? দিনকাল ভালো না. আরে বলবি তো কোটিতে না লাখে না হাজারে? ধর কোটিতে. দ্যাখ আমি ব্যবসায়ী সঠিক ডিল হলে টাকা আমার কাছে কোনো ব্যাপার না, তোদের আশির্বাদে আজ আমি সফল শিল্পপতি। বোস ইণ্ডাসট্রীজ আজকে কোথায় নেই? স্টিল, পাওয়ার, পেট্রকেম, পেপার, ফিল্ম কোথায় না। আস্তে আস্তে বিদেশের বাজারে আমার ব্র্যান্ড চালু হচ্ছে. তো তোকে নির্দিষ্ট ভাবে বলতে হবে কি কি সুবিধে তোর থেকে আমি পেতে পারি, তোর ক্ষমতার মধ্যে কি কি প্রজেক্ট আমি করতে পারি ভবিষ্যতে. সেই জন্যেই বলছিলাম যে যদি মিট করে এসব কথা আলোচনা হতো. কোথায় আসতে পারবি তুই বল? তুই বল। আচ্ছা পরশু আমার দিল্লিতে একটা মিটিং আছে আমার। তোর কাছাকাছি। তাহলে দিল্লি চলে আয়। সেটায় ভালো হবে। আমিও দিনে দিনে ফিরে আসতে পারবো। হ্যা চল তাহলে এই কথা রইল। ওকে। বাকিটা আমি কোন হোটেলে থাকবো, তোকে ফোন করে জানিয়ে দেব। ওকে বাই তাহলে। বাই। ফোন রেখে সূর্য যেন হাফ ছেরে বাঁচল। আর ভুপতি বসু ফোন রেখে বলল “আব আয়া উট পাহাড় কে নিচে, খেল আব শুরু হোনেওয়ালা হ্যায়।“ সূর্য তরিঘড়ি তৈরি হয়ে পার্টি অফিসে চলে গেল, এখন থেকেই কাজ শুরু করতে হবে। আগে পয়েণ্ট আউট করতে হবে ওর বিপক্ষ লবিতে কে কে আছে, তাদের ডানা ছাটার কাজ শুরু করতে হবে। আর সবাই জানে যে সূর্য এই ব্যাপারে সিদ্ধহস্ত।
Parent