। রক্ত গোলাপ। by chakraabhijit - অধ্যায় ৯

🔗 Original Chapter Link: https://xossipy.com/thread-38991-post-3568851.html#pid3568851

🕰️ Posted on August 6, 2021 by ✍️ ddey333 (Profile)

🏷️ Tags:
📖 454 words / 2 min read

Parent
মহিলাটির নাম সিমরন, পাঞ্জাবের এক দরিদ্র চাষী পরিবারের মেয়ে. ঘটনা যখনকার তখন পাঞ্জাবের চাষীরা না খেতে পেয়ে আত্মহত্যা করতো. এর স্বামী সূর্যশেখর চৌধুরী, উত্তর প্রদেশের জাতীয়তাবাদী এক রাজনৈতিক দলের মাঝারি মাপের নেতা. সিমরনদের গ্রামে গিয়ে সিমরন কে দেখে পছন্দ হয়ে যায়. তারপর বাঙালি মতে মালাবদল করে বিয়ে আর বিয়ের দু বছরের মাথায় রাজ অর্থাত রাজশেখর চোধুরীর পৃথিবীতে আগমন. সূর্য চৌধুরী, নিজেকে জাতীয় স্তরের নেতাতে পরিনত করার আপ্রাণ চেষ্টা করে চলেছে, ছোটখাটো ইলেকশন জেতেন ঠিকই কিন্তু দল তাকে বড় দায়িত্ব দিতে নারাজ. সেখানে বয়েস অনুসারে এগোতে হবে. চোখে রিমলেস চশমার আড়ালে ক্ষুরধার দীপ্তিময় চোখ দুটো সুর্যবাবুর বিরাট অস্ত্র. সবসময় সাদা কুর্তা আর চুরিদার তার পরনে. দিনে তিন থেকে চারবার দাড়ি কাটেন, গালটাকে মসৃন মাখনের মতো পিছলা দেখায় তার যেন জল পড়লে জলের দাগ পরবেনা. তেল দেওয়া চুল সযত্নে ব্যাকব্রাশ করা. আর ছ ফুট লম্বা পুরুষালি চেহারা তার ব্যাক্তিত্বকে আরো বিক্রয়যোগ্য করে তুলেছে, যা রাজনিতির সঙ্কীর্ণ পথে বিরাট অস্ত্র। সকল বিকেল জনতার দরবার বসে তার প্রাসাদোপম বাড়িতে(নিন্দুকেরা বলে যে এই এতো সম্পত্তি বিভিন্ন জায়গার কাটমানির ফল). তারপর দলীয় কার্যালয়ে সারাদিন কাটে তার. সংসারে তার ছেলে বা বৌএর জন্য সময় খুব কম. সিমরনই একা হাতে চাকর বাকর, বাজার হাট সর্বপরি ছেলের স্কুল আর ছেলের বায়না সামলান. একমুহুর্তের জন্য মুখের হাসি যায়না. কেউ কোনদিন উনাকে রাগতে দেখেননি. বাঙালি সোসাইটিতে মিশতে মিশতে ভালো বাংলাও রপ্ত করে ফেলেছেন. ছেলেকেও বাংলাতেই সব কিছু শেখান. সূর্যবাবুর সময় খুব একটা ভালো যাচ্ছেনা. বিধানসভা নির্বাচন আর মাস ছয়েক পরে. অনেক তদ্বির করছেন টিকিটের জন্যে কিন্তু এবার দল উল্টো পথে হাটছে. ওর থেকে সামন্য বড় একজন অনভিজ্ঞ কাউকে দাড় করাতে চলেছে. সূর্য মন থেকে এই ব্যবস্থা কিছুতেই মেনে নিতে পারছেনা. চ্যালাচামুন্ডারা ঘৃতে অগ্নিহুতির মতো কানের কাছে সব সময় বলে চলেছে, দল এটা কি করছে, সুর্যবাবু থাকতে এই এলাকায় অন্য লোক! যে কিনা লোকজনকেই চেনেনা. ছি: ছি: এই ভাবে দল বাড়বে কি করে? কেউ একজন আবার খবর দিলো নতুন প্রার্থীর ধর্মীয় কানেকশন খুব ভালো, যেটা তুরুপের তাস উত্তর প্রদেশ নির্বাচনে. নানা মুনির নানা মতে সূর্য সঠিক সিধ্বান্তে আসতে পারছিল না. একবার ভাবছিল দল ছেড়ে দিয়ে নিজে নির্দল হয়ে দাড়াবে আরেকবার ভাবছিল, বিরোধী দলে যোগ দেবে. এতদিন দলের অনুগত সৈনিক হিসেবে কাজ করেছে আর আজকে এই দিন দেখালো দল. আজ না হলে আবার কবে হবে? আর কতদিন এরকম অপেখ্যা করতে হবে? রাতেও ঘুমোতে পারছেনা ঠিক মতো. সিমরন সেটা খেয়াল করে? কি হয়েছে তোমার? খুব চঞ্চল দেখছি তোমাকে, সূর্যর বুকের ওপর সোহাগ ভরে মাথা রেখে সে বলে. রাজ বাবা বাবা বলে দৌড়ে এলো তুমি দেখলেই না. কত কাঁদলো জানো? বহু কষ্টে ঘুম পারিয়েছি. সিমরন অভি হাম পরেশান হ্যায়, বাদ মে বাত করেঙ্গে তুম সো যাও. বক্ত আনে সে সব বাতায়েঙ্গে তুমকো. সিমরন সূর্যকে চেনে. এরকম অবস্থায় আরেকটা কথা মানে বিপজ্জনক তাই চুপ করে গেল. ও জানে সূর্য এই মুহুর্তে জটিল কোনো রাজনৈতিক কানাগলিতে ঘুরে বেড়াচ্ছে. তাই আর কথা বাড়ালোনা। সূর্য একবার নিজের মনে বলে উঠলো "শালা ধর্মীয় ভোট".
Parent