স্বাধীন মিত্রর "বড়মণিদের কৌতুক" --- onesickpuppy_2012 - অধ্যায় ১৫

🔗 Original Chapter Link: https://xossipy.com/thread-54376-post-5187651.html#pid5187651

🕰️ Posted on March 30, 2023 by ✍️ ddey333 (Profile)

🏷️ Tags: None
📖 135 words / 1 min read

Parent
নিজের ইচ্ছেশক্তি পরীক্ষার জন্যে এক ভদ্রলোক ঠিক করলেন, তিনমাস তিনি স্ত্রীর সাথে মিলিত হওয়া থেকে বিরত থাকবেন। এ ব্যাপারে তাঁর স্ত্রীর তেমন আগ্রহ না থাকলেও ভদ্রলোকের প্রস্তাবে রাজি হলেন তিনি। প্রথম কয়েক হপ্তা তেমন একটা সমস্যা হয়নি। দ্বিতীয় মাস থেকে শুরু হলো সমস্যা। ভদ্রমহিলা তখন বোরখা পরে আর রসুন চিবিয়ে ঘুমুতে গেলেন। বহুকষ্টে দ্বিতীয় মাস কাটানোর পর তৃতীয় মাস থেকে সত্যিই খুব কষ্ট হতে লাগলো। মহিলা বাধ্য হলেন ভদ্রলোককে ড্রয়িংরূমের সোফায় ঘুমুতে পাঠানোর জন্যে, আর রাতে নিজের ঘরের দরজায় খিল এঁটে রাখতে হলো তাঁকে। এমনি করে তিনমাস শেষ হলো। একদিন ভোরে শোবার ঘরের দরজায় টোকা পড়লো। ঠক ঠক ঠক। ‘বলো তো আমি কে?’ ওপাশ থেকে ভদ্রলোকের গলা ভেসে এলো। ‘আমি জানি তুমি কে!’ উৎফুল্ল গলায় বললেন মহিলা। ‘বলো তো আমি কী চাই?’ ‘আমি জানি তুমি কী চাও!’ ‘বলো তো আমি কী দিয়ে দরজায় নক করছি?’  
Parent