সীমন্তিনী BY SS_SEXY - অধ্যায় ২

🔗 Original Chapter Link: https://xossipy.com/thread-22390-post-1641694.html#pid1641694

🕰️ Posted on February 22, 2020 by ✍️ riank55 (Profile)

🏷️ Tags: None
📖 363 words / 2 min read

Parent
(Update No. 2) রতীশ খানিকটা হতভম্ব হয়েই সকলকে নিয়ে ছেলেটাকে অনুসরণ করতে শুরু করল। তার স্ত্রী রচনা একটু পা চালিয়ে হেঁটে তার কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, “ছেলেটা কে গো? ওর কথা শুনে তো মনে হচ্ছে আমাদের আর আমাদের বাড়ির লোকজনদেরও ও চেনে। তিন মায়ের কথা বলল। চন্দুর কথা বলল। চিনতে পেরেছ তুমি? না কোনও চিটিং বাজের পাল্লায় পড়তে চলেছি আমরা”? রতীশ চাপা গলায় বলল, “দাঁড়াও, অতো ভেবো না। দেখছি কী ব্যাপার। তবে লক্ষ্মীদিকে বলে দাও খোকার হাতটা যেন শক্ত করে ধরে থাকে। আর তোমরা সব সময় আমার সঙ্গে সঙ্গে থেকো”। এমন সময়ে ছেলেটা আগে আগে যেতে যেতেই জিজ্ঞেস করল, “তা বড়দা, পরশু দিনই তো কাজ। পরিতোষ স্যাররা আসছেন না”? রতীশ আরেকবার অবাক চোখে তার স্ত্রীর দিকে দেখে ছেলেটার কথার জবাবে বলল, “ওনারা আজ সন্ধ্যায় উত্তরবঙ্গ ধরবেন। কাল সকালে এসে পৌঁছবেন শিলিগুড়ি”। ছেলেটা রতীশের কথা শুনে মনে হল বেশ আশ্বস্ত হল। বলল, “ভালই হবে। কাল তাহলে রাজগঞ্জ যাবার সময় আমিই তাদের নিয়ে যেতে পারব। তা বড়দা, শুনেছিলাম পরিতোষ স্যারেরা ছাড়াও আরও নাকি দু’ তিনজন আসবেন”। রতীশ তার কথার জবাবে বলল, “সেটা আজ দুপুর বা বিকেল নাগাদই সঠিক জানা যাবে। কিন্তু ভাই, কিছু মনে করো না। তোমাকে কিন্তু আমরা এখনও ঠিক চিনতে পারছি না। আর তোমার গাড়ির ভাড়া কত দিতে হবে সেটাও তো তুমি এখনও বললে না”। ছেলেটা তখন ট্রলিটা এক জায়গায় থামিয়ে দিয়ে ব্যাগগুলো হাতে নিতে নিতে বলল, “ভাড়া তো বড়দা আপনার কাছ থেকে নেব না আমি। মেজমাই ভাড়া দেবেন বলেছেন। আপনারা ভাববেন না। আমি কোন চিটিং বাজ নই। আপনারা যে কেউ আমায় চিনতে পারছেন না, তাতে আপনাদের কোনও দোষ নেই বড়দা। তবে বছর খানেক আগেও আমি আপনাদের চারজনকে মানে আপনাকে, বড়বৌদিকে, পরিতোষ স্যার আর তার স্ত্রীকে, এখান থেকেই রাজগঞ্জ নিয়ে গিয়েছিলাম। সেদিন আপনারা সবাই যে পরিস্থিতিতে ছিলেন তাতে করে আমার কথা মনে না থাকাই স্বাভাবিক” বলে দু’হাতে চারটে লাগেজ তুলে নিয়ে একটা গাড়ির দিকে এগোতে এগোতে বলল, “আসুন বড়দা। ওই যে আমার গাড়ি”। গাড়ির ডিকিতে লাগেজগুলো খুব ভালভাবে গুছিয়ে রাখতে রাখতে ছেলেটা বলল, “আপনারা মনে কোনও রকম দুশ্চিন্তা রাখবেন না বড়দা। আমার নাম অজিত। অজিত সূত্রধর। আমি শিলিগুড়ির মাটিগাড়াতে থাকি। আগে অন্যের ট্যাক্সিতে ড্রাইভারি করতাম। আজ দিদির আশীর্বাদে আজ আমি পাঁচ পাঁচখানা ট্যাক্সির মালিক। এক বছর আগে যেদিন আপনারা আমার গাড়িতে চেপে রাজগঞ্জ গিয়েছিলেন, সেদিনের পর থেকেই আমার _________________________________________________________________________________________ ss_sexy
Parent