সীমন্তিনী BY SS_SEXY - অধ্যায় ৪

🔗 Original Chapter Link: https://xossipy.com/thread-22390-post-1641722.html#pid1641722

🕰️ Posted on February 22, 2020 by ✍️ riank55 (Profile)

🏷️ Tags: None
📖 349 words / 2 min read

Parent
(Update No. 4) একটা ধাবা খোলা আছে দেখতে পেয়ে সেখানে গাড়ি থামিয়েছিলাম। আপনাদের সকলের মত সেদিন আমারও সারাদিনে পেটে কিছু পড়েনি। ধাবায় তড়কা রুটি খেয়ে বেরিয়ে এসে যখন আবার গাড়িতে উঠতে যাব, ঠিক তখনই একটা বাচ্চা ছেলে এসে আমাকে দিদির এ ছবিটা দিয়েছিল। অত রাতে ওই ছবিটা দেখে আমার মধ্যে কী যেন একটা হয়ে গিয়েছিল। আমি ..................”  অজিত গাড়ি চালাতে চালাতে একনাগাড়ে অনেক কথা বলে যাচ্ছিল। কিন্তু সে বোধহয় বুঝতেই পারছিল না যে তার গাড়ির যাত্রীদের কারো কানেই তার একটা কথাও ঢুকছিল না। অজিতের কথাগুলো শুনতে শুনতেই পেছনে বসা স্বামী-স্ত্রী, আর তাদের সঙ্গের বয়স্কা মহিলাটিও যেন অতীতের স্মৃতিতে ডুবে গেল। তাদের সকলের চোখই তখন জলে ঝাপসা। চোখে কিছু দেখতে না পেলেও তাদের সকলের মনের আয়নায় তখন অতীতের বিভিন্ন সময়ের নানা ঘটণা ছবির মত ভেসে উঠছে। আর তারা মনের চোখেই সে’সব দেখে যাচ্ছিল বিভোর হয়ে। প্রায় পঞ্চাশ মিনিটের মাথাতেই বাড়ির সামনে গাড়ি থামতেই বাড়ির ভেতর থেকে তিন চারজন বয়স্কা মহিলা আর একটা পনের ষোল বছরের কিশোরী মেয়ে আনন্দোল্লাস করতে করতে বেরিয়ে এল। যাত্রীরা গাড়ি থেকে নামতেই সবচেয়ে বয়স্কা মহিলাটি যুবকের স্ত্রীকে বুকে জড়িয়ে ধরে তার কপালে আদর করে চুমু খেয়ে বললেন, “দেখি দেখি আমার ছোট্ট দিদিমণিটাকে আগে দেখি”। রতীশের স্ত্রী আগের মহিলাটির কোলে নিজের মেয়েটাকে তুলে দিতেই কিশোরী মেয়েটি তাকে জড়িয়ে ধরে আদুরে গলায় বলে উঠল, “বৌমণি-ই-ই-ই”। রতীশের স্ত্রী মেয়েটাকে বুকে জড়িয়ে ধরে তার গালে কপালে চুমু খেতে খেতে বলল, “চন্দু সোনা! কেমন আছ বোন। ইশ, কত্ত বড় হয়ে গেছ গো তুমি”।  চন্দু, যার ভাল নাম চন্দ্রিকা, সে তার বৌমণির কথার জবাবে তাকে জড়িয়ে ধরে হেসে বলল, “আমাকে কি তোমরা চিরদিন সেই ছোট্টটিই বানিয়ে রাখতে চাও বৌমণি? আর তিন চার মাস বাদেই আমি মাধ্যমিক দিতে চলেছি, সেটা কি ভুলে গেছ তোমরা”? রতীশের স্ত্রী দু’হাতে চন্দ্রিকার দুটো গাল চেপে ধরে তার নাকে নিজের নাক ঘসতে ঘসতে বলল, “কিচ্ছু ভুলিনিগো সোনা আমার, কিচ্ছু ভুলিনি। কিন্তু একটু ছাড়ো বোন, আগে মা-দের প্রণামটা সেরে নিই”।  আরেকজন এসে রতীশের ছেলেটাকে কোলে তুলে নিয়ে আদর করতে লাগল। রতীশ আর তার স্ত্রী একে একে তিন বয়স্কা মহিলার পায়ে হাত দিয়ে প্রণাম করল। তার স্ত্রী আগের মহিলাটির কোলে নিজের মেয়েটাকে হাসতে দেখে বলল, “দেখেছ মামনি? এতক্ষণ কিন্তু ঘুমোচ্ছিল। তোমার গলা শুনেই কেমন জেগে উঠেছে দেখ দুষ্টুটা”। ___________________________________________________________________________ ss_sexy
Parent