সম্পর্কের মায়াজাল --- ami_keu_noi - অধ্যায় ৪

🔗 Original Chapter Link: https://xossipy.com/thread-50870-post-5011963.html#pid5011963

🕰️ Posted on November 2, 2022 by ✍️ ddey333 (Profile)

🏷️ Tags:
📖 226 words / 1 min read

Parent
(পর্ব-০৩) রিক্সা থেকে নেমে মাসুদদের বাসা পর্যন্ত রাস্তাটুকু কীভাবে পার হয়ে গেল আমি বুঝতেও পারলাম না। কেননা মাথা জুড়ে তখন শশী আর তনিমার চিন্তা! না হয় তনিমার বান্ধবীই হয় শশী, তাই বলে সব বিষয়ই শেয়ার করতে হবে এটা আবার কেমন কথা? মানুষের পার্সোনালিটি বলতে একটা বিষয়তো থাকা উচিত। তাও যদি সেটা শুধু শশীর একার ব্যাপার হত তাহলেও না হয় মানতে পারতাম, যা ইচ্ছা ওর ব্যাপারে ও করতে পারে। কিন্তু এখানেতো আমিও জড়িত, তো যে বিষয়ে আমি জড়িত সেই বিষয়টি কারও সাথে শেয়ার করার আগে আমাকে অন্তত একবার জিজ্ঞাসা করা উচিত! অন্যদিকে যে ঘটনা শেষ হয়ে গিয়েছে সেটা নিয়ে এতদিন পর তনিমাই বা এত আগ্রহী কেন? যখন শশী ওকে এসব কথা বলেছেই সাথে নিশ্চয়ই এও বলেছে যে আমাদের মধ্যে এখন আর কোন যোগাযোগ নেই। তারপরেও কেন তনিমার আগ্রহ হচ্ছে?! এসব সাত পাচ ভাবতে ভাবতে কখন যে মাসুদদের বাসার নিচে গিয়ে দড়িয়েছি বলতেই পারবোনা, হঠাত ওদের বাসার দাড়োয়ানের কথায় আমার চিন্তার বিচ্ছেদ ঘটে.. দাড়োয়াান - কাউরে খুঁজেন? আমি - কি? ও হ্যা। আমি উপরে যাবো, মাসুদদের বাসায়। দাড়োয়ান - তিন তলাত? আমি - সম্ভভত। আমি আসলে ওর নতুন শিক্ষক, আজই প্রথম এসেছি। দাড়োয়ান - আইচ্ছা যান। তিন তলায় উইঠা হাতের ডাইনে। বেল আছে। আমি ধন্যবাদ জানিয়ে সিঁড়ি বেয়ে উঠতে শুরু করলাম। মাথায় তনিমা-শশীতো ছিলোই এখন আবার নতুন একটা বাসায় ঢুকবো, জীবনের প্রথম টিউশনি.... সব মিলিয়ে মনের মাঝে তখন উল্টো-পাল্টা ঝড় বইছে, যে ঝড়ের সাথে আমি পরিচিত নই..। ------------
Parent