সত্যি কি প্রেম ছিল by Aarushi - অধ্যায় ৭

🔗 Original Chapter Link: https://xossipy.com/thread-33523-post-2776270.html#pid2776270

🕰️ Posted on December 28, 2020 by ✍️ Mr Fantastic (Profile)

🏷️ Tags:
📖 515 words / 2 min read

Parent
রেগে বলি---"কুত্তা কাল তাহলে আমি আসবোনা কলেজে।" ঠোঁট বেঁকিয়ে বলে---"বয়ে গেছে, তোকে ফোন করতে। রাতে ফোন করলে কাকু যদি ফোন ধরে তাহলে আমার আর তোর, দু জনের চামড়া গুটিয়ে ডুগডুগি বাজাবে, সেটা জানিস।" আমি রেগে মেগে মাথা নেড়ে ক্লাস থেকে বেরিয়ে যাই। যেতে যেতে ওর দিকে অগ্নি ঝরান চোখে তাকিয়ে বলি---"ফোন অর নো ফোন, আই এম গইং টু ওয়েট। নাউ দ্যাট দিপেন্দস আপঅন ইউ।" ---"উ মা, মেয়ের রাগ দেখো।"  ও সত্যি কথা টাই বলেছিল, আমাকে কোন ছেলে যদি মাঝ রাত্রে ফোন করে আর যদি আমার বাবা জানতে পারে তাহলে আমার চামড়া গুটিয়ে দেবে বাবা। আমি ও বেশ ভয় ভয় ছিলাম। কি যে করবে সেটা ও আর ভাগবানই জানেন।  রাত্রের খাওয়া দাওয়া শেষ। আমি আমার ঘরে ঢুকে পরি। একটা উপন্যাস নিয়ে বসে পড়ি। এক এক করে, মাঝ রাত এগিয়ে আসে। এমন সময় ট্রিং ট্রিং, ট্রিং ট্রিং, ফোনের রিং বাজে। আমি পা টিপে টিপে ফোনের দিকে যেতে থাকি, রিং টা বন্দ হয়ে যায়। আবার কিছুক্ষণ পরে বেজে উঠে কেটে যায়। আমি ঠিক বুঝতে পারি যে আমার জন্মদিনের প্রথম শুভেচ্ছা পাওনাটা হয়ে গেছে।  হাত দুটি মুটি করে মাথার উপরে ছুঁড়ে দিয়ে একটা ছোটো লাফ মারি "ইপি।" খুসি তে যেন বাণ ডেকে দেয়।  সকাল থেকে অন্য সব বন্ধু বান্ধবীদের ফোন আসতে থাকে। অনেক দিন পরে আমার কেন যেন মনে হল আমার জন্মদিন, বেশ খুশির দিন। ঠিক বাবা বেরিয়ে যেতেই ফোন আসে শুভ্রর। ---"কিরে ডার্লিং, কাল রাতে ফোন করিনি বলে রেগে আছিস আমার ওপরে।" আমি ওর কথা শুনে হেসে উরিয়ে দেই---" বাহ রে ছেলে, দুটি রিং করে ছেড়ে দিলি আর আমাকে বলছিস যে ফোন করিস নি। আমি ঠিক জানতাম যে তুই কিছু না কিছু করে ত উইশ করবি আমাকে।" ধরা পরে যাবার একটা খুশির হাসি হেসে আমায় জিজ্ঞেস করে---"ঠিক জানিস যে আমি ফোন করেছিলাম?" ---"তা ছাড়া আমায় কোন পাগল মাঝ রাত্রে ফোন করবে রে শুয়োর।" ---"তোকে ফোন করার জন্য তো লাইন লাগিয়ে দাঁড়িয়ে আছে রে।" ---"আর ঢঙ্গ করিসনা, আমি কি তোর সুরপনাখার মতন যে মাছি ভন ভন করবে আমার চারদিকে।" পেট চেপে আমার যেমন হাসি পায়, ও দিকে শুভ্র ও হাসতে হাসতে গড়াগড়ি খায়---"বেড়ে বলেছিস, সূর্পনাখা, হা হা হা......... তো আজ তো পার্টি হওয়া উচিৎ, কোথায় দিচ্ছিস আমাদের পার্টি?" আমি তো শুনে থ---"আমি আর পার্টি? কি যে বলিস?" ---"কেন সকাল থেকে ফোন আসেনি?" আমি অবাক ওর কথা শুনে---"তুই কি করে জানলি, যে সকাল থেকে ফোনের বন্যা বয়ে গেছে?" হাসতে থাকে অ---"বাসবি... দ্যা সুইট ড্রিম ফেয়ারি। ওকে জিজ্ঞেস কর। প্লান টা ব্যাসিকালি বাসবির।" একের পর এক যেন চমকপ্রদ ঘটনা ঘটে চলেছে আমার চার দিকে। আমি ওকে জিজ্ঞেস করি---"তোরা চুপি চুপি এতো কি জল্পনা করেছিস রে?" "আছে আছে আরও আছে। একটু পরেই একটা আরও সারপ্রাইসে আছে। আমি ফোন রাখছি।" বলে ফোন কেটে দেয়। এমন সময় মা আমাকে এসে বলে---"বাসবি এসেছে। তোরা কি কোথাও যাবি নাকি রে?" আমি অবাক হয়ে দেখি মায়ের দিকে, পেছনে দেখি বাসবি। একটা খুব সুন্দর কচি কলাপাতা রঙের সাড়ী পরে। খুব মিষ্টি দেখাচ্ছে ওকে। আমার দিকে তাকিয়ে মিটি মিটি হেসে বলে---"তৈরি হসনি এখনো? তারা তারি তৈরি হ।" আমি কি বলব বুঝে পেলাম না---"কি ব্যাপার বলত তোদের?" হেসে উরিয়ে দেয় আমার কথা---"কি আর আজ তোর জন্মদিন আবার কি।" "কিন্তু আগে তো কোনদিন এই রকম করিস নি।"---আমি অবাক চোখে ওকে জিজ্ঞেস করি। ---"ব্যাস মন হল তাই করলাম। শুভ্র কি ফোন করেছিলো?"
Parent