স্যান্ডউইচ by mandarbose - অধ্যায় ১৯

🔗 Original Chapter Link: https://xossipy.com/thread-12372-post-653558.html#pid653558

🕰️ Posted on July 15, 2019 by ✍️ pcirma (Profile)

🏷️ Tags:
📖 220 words / 1 min read

Parent
পরের দিন সকালে অফিসে কাজ করছি দেখলাম বকুল ফোন করেছে। আমি ধরব না ভেবেও ফোনটা ধরলাম - স্যার এখনো রাগ করে আছেন ? - না - আমি কি করব বলুন ? ওই ছবিটা দেখেই ভদ্রমহিলার মুখ চোখ লাল হয়ে গেল । বলল ' আমি পারব না ' । সকাল থেকে উঠে দেখছি মুখ ভার করে বসে আছে । আমাকে দেখে বলল ' কেও বোঝে না বকুল আমাকে ' । কিছুক্ষণ পর দেখছি রান্না করছে আর কাঁদছে । - এগুলো আমাকে বলছ কেন বকুল ? - স্যার আপনি জানেন । আমাদের পাড়ার একটা ডাক্টার কাকু আছে । বুড়ো ধাড়ি । কথায় কথায় এখন বাড়ি চলে আসে । খালি কারণে অকারণে হেলথ চেক করার নামে মায়ের শরীরের এখানে ওখানে হাত দেয় । আর মা টাও এত বোকা কিচ্ছু বোঝে না । একদিন ব্লাউজের দুটো বোতাম খুলে স্টেথো দিয়ে বুকে পরীক্ষা করছিল । মা একটু লজ্জা পেয়ে গাই গুই করছিল বলে , মাকে এক জোরে ধমক দিল , মা ঠান্ডা হয়ে গেছিল ভয়ে । আর একটাও ট্যা ফো করেনি । বলে না যে ঘী যে আঙ্গুলে ওঠে । - বকুল তুই বলতে কি চাইছিস ? - স্যার আমি জানি সবদিকে থেকে আপনি আমাদের সত্যিকারের খেয়াল রাখেন । আপনি নিজের জিনিষ সামনে রাখুন । স্যার একটা রিকোয়েস্ট করব । আপনি হোলির দিন চলে আসুন । খুব রং খেলা হবে । অনেক মজা হবে ।
Parent