টুকরো টুকরো ভালোবাসার গল্প by romanticboy400 - অধ্যায় ১

🔗 Original Chapter Link: https://xossipy.com/thread-38520-post-3415694.html#pid3415694

🕰️ Posted on June 21, 2021 by ✍️ ddey333 (Profile)

🏷️ Tags:
📖 503 words / 2 min read

Parent
ভালোবাসার আষাড়ে গল্প তুই আমাকে এখনো ভালোবাসিস? – না। – কেন? – কেন আবার কি? – ভালোবাসিস না কেন? – যখন ভালোবেসে ছিলাম তখন তো মূল্য দিলি না। – তুই তো আমাকে বলিসনী কোন দিন! – তোর বোঝা উচিত ছিলো। – তুই না বললে কেমন করে বুঝবো?? – কেমন করে বলব? বলার আগেই তো তুই ওই ছেলেটাকে আমাদের মাঝে নিয়ে আসলি। – ও আমার জাষ্ট ফেন্ড ছিলো আর কিছু না। – আমি তো তোর বেষ্ট ফেন্ড ছিলাম। মাএ দুই দিনের একটা ছেলের জন্য তুই আমাকে ভুলে গেলি? – আমি তোকে ভুলিনী, তুই আমার কাছ থেকে দূরে চলে গেছিস। – কেন গেছি তু্ই জানিস না ? – না। – জানবি কেমন করে? আমি তো তোর কেউ ছিলাম না। – এমন ভাবে বলিস কেন? তু্ই তো জানিসই আমি একটু কম বুঝি। বললেই পারিস। – আমি তোর পাশে অন্য কাউকে সহ্য করতে পারি না। – একবার বললেই পারতি!! – কেন বলব ? তুই বুঝিতে পারিস না? – বুঝলে কি আর তোর থেকে দূরে থাকতাম। দুজনেই চুপ। কিছুটা সময় নিরবতার পর দিশা বলে উঠল, চুপ কেন? – এমনিই। – কাউকে ভালোবাসিস? – না। – ভালোবাসতি? – হ্যা। – সেদিন বলিসনী কেন? – বলার সাহস ছিলো না। – কেন ? – তোকে হারানোর ভয়ে। – কেন হারাবি আমায়? – তোকে বলার পর যদি তুই যদি “না” বলে দিস। যদি তুই চলে যাস আর আমাদের বন্ধুত্বটা নষ্ট করে দিস। – তুই কেমন করে ভাবলী “তোকে ছেড়ে আমি চলে যাবো?” – তাহলে এই দুই বছর কোথায় ছিলি? – ওটা তো……………….!!! থাক পুরানো কথা বাদ দে। – ok, দিলাম। আবারো নিরবতা দুজনের মাঝে। প্রকৃতিও কেমন যেন ওদের সাথে শান্ত হয়ে গেল। মনে হচ্ছে আকাশেরও বুঝি আজ মন খারাপ। এই বুঝি কান্না শুরু করবে। – কিছু বলবি? – কি বলবো? – যা ভাবছিস এখন। – তুই বলতে পারিস না? – না। – কেন? – তুই জানিস না, “মেয়েদের বুক ফাটে তোবুও মুখ ফোটে না”। – কেন ফোটে না? তোরা ফোটাতে চাসনা দেখেই ফোটে না। – হা……..হা……..হা……..হা……..!!! – তোর হাসিটা এখনো আগের মতোই সুন্দর। (দিশার দিকে তাকিয়ে বলল বিপলু) – যাক বাবা, আমার হাসির কারণে হলেও তুই একবারের জন্য আমার দিকে তাকালি। এতক্ষণ তো আমার মনে হয়েছিলো আমি কোন গাছের সাথে কথা বলছি। – (চুপ) – আচ্ছা আমি আসি (দিশা উঠতে যাবে ঠিক তখনি দিশার হাত ধরে ফেলল বিপলু) – বস। – কেন বসবো ? তুই তো কিছু বলবি না!! – বস বলছি। – বল, কি বলবি? – আমার হাতটা একটু শক্ত করে ধরবি? – হুম ধরলাম। – ছোটবেলায় তোকে হরলিক্স খাওয়ানী? – কেন ? (বিস্মিত হয়ে) – তোকে শক্ত করে ধরতে বলেছি, স্পর্শ করতে বলিনী। – ok বাবা, ধরলাম। এবার বল কি বলবি? – দিশা, আমি……. – হুম….!! – আমি…… – তারপর ? – তোকে… – হুম…..!! – তোকে… – তোকে কি …..?? – আমি একটু জল খাবো…। – (হাত ছেড়ে দিয়ে রাগান্বিত হয়ে) যা ওই দোকান থেকে খেয়ে আয়। – তোর কাছে নেই? – না। বিপলু উঠে জল খেতে চলে গেল। এমন ভাবে গেল মনে হয় কত বছরের তৃষ্ণার্ত। অপর দিকে দিশার মনটা খারাপ হয়ে গেল। আজ দুই বছর পর ওদের দেখা অথচ বিপলু ওর মনের কথাটা আজও বলতে পারলো না।
Parent