টুকরো টুকরো ভালোবাসার গল্প by romanticboy400 - অধ্যায় ৪৬

🔗 Original Chapter Link: https://xossipy.com/thread-38520-post-3509838.html#pid3509838

🕰️ Posted on July 19, 2021 by ✍️ ddey333 (Profile)

🏷️ Tags:
📖 444 words / 2 min read

Parent
নিবিড় আর নিঝুম মাঝে বেশ কয়েকবার একে অন্যের বাসায় যাওয়া আসা করেছে মা’দের সাথে। প্রতিবারই নিবিড় কিছু না কিছু পাগলামি করেছে নিঝুমের জন্য সবার চোখ এড়িয়ে। নিঝুম বাধা দিলেও একেবারেই ভাল লাগেনি, তা বলতে পারবে না। মান অভিমানের সময়টা সবচেয়ে সুন্দর ওদের মধ্যে। নিঝুম একটু চুপ করে গেলেও নিবিড় তা সহ্য করতে পারে না। যতক্ষণ নিঝুম সাড়া না দিচ্ছে, ল্যান্ডফোনে রহস্যময় মিসডকল আসতেই থাকে। নিবিড়ের এসব কাণ্ডে নিঝুম তাই রাগ হলেও না হেসে থাকতে পারে না। অনন্যার সাথে নিঝুমের এখনও কথা হয় না। নিবিড়ও কথা কমিয়ে দিয়েছে। শুধু জানিয়েছে ওদের সম্পর্কের কথা। তারপর অনন্যা ক্লাসে চিরকুট-মারফত অভিনন্দন জানিয়েছে নিঝুমকে। নিঝুমও প্রতিউত্তরে ধন্যবাদ দিয়েছে। সব মিলিয়ে সময় বেশ ভালই কাটতে থাকে নিবিড় আর নিঝুমের। দেখা খুব একটা না হলেও মনের টান কমে না। বরং এই বিরহ যেন প্রেম আরও বাড়িয়ে দেয়। কিন্তু প্রকৃতির নিয়ম বড় বিচিত্র। সব খারাপেরই যেমন শেষ আছে, ভালটাও হয়তো তেমন বেশিদিন থাকতে পারে না, খারাপকে তাঁর জায়গা ছেড়ে দিতে হয়ই। নিঝুমের জীবনেও ঝড় আসে হঠাৎ করেই। সময়টা ইন্টার পরীক্ষার আগে। অনন্যা আর নিঝুমের মা স্কুলজীবনের বান্ধবী। মেয়েদেরকে তাঁরা প্রশ্ন করেন কেন কথা বলে না। কেউই উত্তর দিতে পারে না। শুধু এড়িয়ে চলে। অবশেষে নিঝুম ঠিক করে যে না, থাক অনন্যার সাথে সব ঠিক করে ফেলবে আবার। একটা বিয়ের আসরে যেয়ে দেখা হলে নিজেই অনন্যার সাথে কথা বলে নিঝুম। অনেকদিন পরে কথা হওয়ায় দুজনেই প্রথমে একটু জড়তা ফিল করে। আস্তে আস্তে সহজ হয়। এ-কথা সে-কথার পর আসে নিবিড়ের সাথে নিঝুমের সম্পর্কের কথা। অনন্যা হঠাৎ করেই বলে বসে, “আমার যাকেই পছন্দ হয় তুমি তাকে নিয়ে নাও!” কথাটা ঠাট্টার ছলে বলা হলেও নিঝুমের বুঝতে অসুবিধা হয় না অনন্যা কী বলতে চেয়েছে। এ নিয়ে আর কিছু বলে না। বুকের ভেতর কোথায় যেন মুচড়ে ওঠে তাঁর। তবে কি নিবিড়ও অনন্যাকে…? নিজেকে খুব অপরাধী মনে হতে থাকে নিঝুমের। সে কি তবে অনন্যা আর নিবিড়ের মাঝে এসে পড়েছে? বাসায় ফিরে খুব আপসেট লাগতে থাকে তার। অনেক ভাবনার পর সিদ্ধান্ত নেয় নিবিড়ের জীবনে সে আর থাকবে না। আর কারো অধিকার কেড়ে নেবার কোন অধিকার তো তার নেই। মনে পরে, নিবিড়ও অনন্যার সাথে বেশ ফ্রী হয়ে গিয়েছিল পরিচয়ের পর থেকে, মজা করে ‘জানু’ বলে ডাকত একজন আরেকজনকে। সে যখন এটাকে সত্যি ভাবত, তখন নিবিড় তাকে বলত এটা শুধুই দুষ্টুমি। সম্পর্কের পর নিবিড় বলেছে অনন্যা জানত যে নিবিড় নিঝুমকে পছন্দ করে। তাহলে কেন অনন্যা আজ এ কথা বলল? পুরোটা রাত ঘুমাতে পারেনা নিঝুম। বারবার চোখের কোণে জল এসে যায়। পরদিনও সারাদিন নিবিড়ের সাথে কোন যোগাযোগ করে না সে। খুব কষ্ট হয়, কিন্তু চেপে রাখে সব নিজের ভেতরেই, বাবা মাকেও কিছু বুঝতে দেয় না। শুধু ভাবে, নিবিড়কে ছাড়া সে কীভাবে থাকবে? একবার মনে হয় নিবিড়কে জানান উচিত ছিল, কিন্তু পরক্ষনেই মনে হয় জানালে হয়তো ছেড়ে যাওয়াটা কষ্ট হবে। অনন্যার সাথে তো নিবিড়ের কথা হয়ই, অনন্যা হয়তো পারবে নিবিড়কে তার অভাব ভুলিয়ে দিতে…
Parent