টুকরো টুকরো ভালোবাসার গল্প by romanticboy400 - অধ্যায় ৫০

🔗 Original Chapter Link: https://xossipy.com/thread-38520-post-3516420.html#pid3516420

🕰️ Posted on July 21, 2021 by ✍️ ddey333 (Profile)

🏷️ Tags:
📖 297 words / 1 min read

Parent
পরদিন নিবিড়কে অনেকবার মিসডকল দিয়েও কোন রিপ্লাই পায়না সে। রাতের আগে মেসেজও দিতে পারেনা কোন। কিন্তু সেই একই অবস্থা, উত্তর আসে না মেসেজের। নিঝুমের মন খুব খারাপ হয়ে যায়। হঠাৎই অনুভব করে, নিবিড়কে মিস করছে সে, খুব মিস করছে। তার পরদিনও সারাদিন কোন খোঁজ না পেয়ে নিঝুম মা-কে ম্যানেজ করে নিবিড়ের বাসায় চলে যায়। গেট নিবিড়ই খোলে। মা-র পেছন থেকে উঁকি দিয়ে নিবিড়কে দেখে মনটা খুশিতে ভরে যায় নিঝুমের। যদিও মুখে প্রকাশ করে না কিছু। কিন্তু সেই সময় খেয়াল করে নিঝুমের মুখের দিকে তাকালে সেই অনির্বচনীয় আনন্দের আভা চোখ এড়ানোর কথা নয়। হালকা গোলাপি গালে আলোছায়ার খেলা। গালটা গোলাপি ছিল না আসলে, মাত্রই হয়েছে নিবিড়ের সাথে চোখাচোখির ফলে। কিন্তু নিবিড়ের দৃষ্টি খুব কঠিন দেখায় নিঝুমের কাছে। সিঁড়ি দিয়ে ওপরে উঠতে উঠতে একবার পেছন ফিরে নিবিড়কে দেখে নেয়। নিবিড়ের মা এমন আচমকা বান্ধবীকে দেখে ভীষণ খুশি হয়ে যান। আজ সারাদিনই তাঁর মনে হচ্ছিল নিঝুমের মা’র কথা। আর কোনদিকে যেন খেয়াল করার সময় নেই দুজনের। শূন্য ড্রয়িংরুমে ছেলেমেয়ে দুটোকে রেখে ভেতরে চলে যান দুজন। অস্বস্তিকর নীরবতা। কেটে যায় প্রায় পাঁচ মিনিট। নিঝুম উঠে যেয়ে ভেতর থেকে ঘুরে আসে একবার। ইশিতা বাড়িতে নেই। আনটিকে জিগ্যেস করে জানতে পারে এখনও ফেরেনি ভার্সিটি থেকে। আবার ড্রয়িংরুমে ফিরে আসে। নিবিড় টি ভি দেখছে। আস্তে করে যেয়ে পাশে বসে নিঝুম। জিগ্যেস করে, “কী হয়েছে?” । টিভির পর্দা থেকে চোখ না সরিয়েই আরেকজন উত্তর দেয়, “কই কিছু না তো। কী হবে?” -“তাহলে?” -“কী তাহলে নিঝুম? বিরক্ত করিস না তো, টি ভি দেখতে দে।” অভিমানে ছেয়ে যায় নিঝুমের মনের আকাশ এ কথার পর। চোখ মেলে তাকিয়ে থাকে নিবিড়ের দিকে কিছুক্ষণ, তারপর উঠে চলে যায় ড্রয়িংরুম ছেড়ে। এদিক সেদিক ঘোরাঘুরি করে এসে ঢোকে নিবিড়ের রুমে। ঢুকে সোজা এগিয়ে যায় জানালার কাছে। এই ঘর তার পরিচিত। কোথাও যেতে বাধা নেই তার এখানে, কারো বাধা শুনবে এমন গ্যারান্টিও নেই অবশ্য। জানালা দিয়ে বাইরের নিঃসীম অন্ধকারের দিকে তাকিয়ে থাকে চুপচাপ।  
Parent