উপন্যাস - এক পশলা বৃষ্টি by sitansu100 - অধ্যায় ৯

🔗 Original Chapter Link: https://xossipy.com/thread-39231-post-3507977.html#pid3507977

🕰️ Posted on July 18, 2021 by ✍️ ddey333 (Profile)

🏷️ Tags:
📖 287 words / 1 min read

Parent
দীপঙ্কর তার কল্পনার জগতে ভাসতে ভাসতে যখন বিদ্যাসাগর পাঠাগারের সামনে এসে উপস্থিত হল তখনই সাইকেলের ঘন্টির ক্রিং ক্রিং ধাতব শব্দে কল্পলোক থেকে বাস্তবের কঠিন রুক্ষ জমিতে নেমে এল । পিছন ফিরে দেখল পোস্ট অফিসে দেখা সুন্দরী তার লাল রঙের সাইকেলে চেপে পাঠাগারের দিকে আসছে । সে আর দেরী না করে সাইকেলটা স্ট্যান্ড করে পাঠাগারের ভিতরে প্রবেশ করল । রিডিং রুমে ঢুকতেই চোখাচোখি লাইব্রেরিয়ান অবিনাশ পালের সঙ্গে । - অনেকদিন দেখিনি কেন ? খবর সব ভাল তো ? - হ্যাঁ । সব ঠিক আছে । সময়ের অভাবে আর আসা হয়ে ওঠেনি । আপনি আমাকে সমীরণ গুহর লেখা “ জীবনের পান্থশালায় ” বইটা দেবেন তো । অবিনাশদা ভেতরের র্যাক থেকে বইটা আনতে চলে গেলেন । দীপঙ্কর টেবিল থেকে সেদিনের পেপারটা তুলে নিয়ে হেড লাইনগুলো পড়তে লাগল । হঠাৎ পাঠাগারের নিঃস্তব্ধতাকে কে খান খান করে হিল তোলা জুতোর খটা খট্ শব্দ শুনে মুখ তুলে দেখে সেই নাম না জানা সুন্দরী অবিনাশদার টেবিলের দিকে এগিয়ে আসছে । এমন সময় অবিনাশদা ভিতর থেকে বইটা নিয়ে এসে দাঁড়ালেন । তাঁর টেবিলের সামনে সুন্দরী মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখে একেবারে বিগলিত হয়ে জিজ্ঞাসা করলেন - বলুন আপনার জন্য কী করতে পারি ? - আমি এই পাঠাগারের সদস্যপদ নিতে চাই । এরজন্য আমাকে কী করতে হবে ? - আপনাকে কিছুই করতে হবে না । আমি প্রয়োজনীয় কাগজ তৈরী করে দিচ্ছি । আপনি শুধু সই করে দেবেন । দীপঙ্কর দেখল অবিনাশদা আচ্ছা আলুবাজ লোক তো । সে আগে থেকে দাঁড়িয়ে আছে । অথচ তাকে বইটা না দিয়ে সুন্দরী মেয়েটির সঙ্গে লেপ্টে আছে । সে আর থাকতে না পেরে বলে উঠল - কী হল ? অবিনাশদা আমাকে বইটা দিন । - অবিনাশ তাড়াতাড়ি বই রেজিস্ট্রি করার খাতাটা দীপঙ্করের দিকে এগিয়ে দিয়ে বললেন - বইটা তুমি খাতায় তুলে দিয়ে নিয়ে যাও । আমি ততক্ষণে এনার মেম্বারশিপটা করে দিই ।
Parent