Wanted!! গেঁজো দাঁতের মেয়ে by রাখাল হাকিম - অধ্যায় ১৮

🔗 Original Chapter Link: https://xossipy.com/thread-38414-post-3406589.html#pid3406589

🕰️ Posted on June 18, 2021 by ✍️ ddey333 (Profile)

🏷️ Tags:
📖 272 words / 1 min read

Parent
সেদিন স্কুল থেকে একটু তাড়াহুড়া করেই ফিরছিলাম। উদ্দেশ্য একটাই, যদি সেই গেঁজো দাঁতের মেয়েটিকে আবারো দেখতে পাই। আমি মনে মনে অনেক পরিকল্পনাও করতে থাকলাম। মেয়েটিকে যদি দেখি, তাহলে কিভাবে কাছে ডাকলে মেয়েটিও আমার কাছাকাছি আসবে। মেয়েটিকে দেখলেই বলবো, তুমি খুব সুন্দর! নাহ, এমন বললে, মেয়েটি গর্বিত হয়ে আর কাছেই আসবে না। মেয়েটির সাথে ঝগড়ার সূত্রপাতই করতে হবে। ঝগড়া করতে চাইলেই সবাই ঝগড়া করার জন্যে কাছাকাছি আসে। কি নিয়ে ঝগড়া করবো? পরিচয়ই তো হলো না। তাহলে বলবো, এই মেয়ে, তোমার দাঁত গেঁজো কেনো? আমি আনমনেই ভাবছিলাম। হঠাৎই মেয়েলী একটা কন্ঠ কানে এলো। খুবই শান্ত গলা, এই শোনো? আমি পেছন ফিরে তাঁকালাম। দেখলাম, সেই মেয়েটি! যে সদ্য কোথা থেকে ট্রান্সফার হয়ে এসে আমাদের স্কুলে ক্লাশ নাইনে ভর্তি হয়েছে। সায়েন্সে পড়ে, তাই প্রতি ক্লাশেই দেখা হয়। মেয়েটির দাঁতও গেঁজো। খুবই মায়াবী অপরূপ চেহারা। এ ধরনের মেয়েদের সামনে আমি খুব সহজে কথা বলতে পারি না। আমি ইতস্ততঃ করেই বললাম, আমাকে ডাকছো? মেয়েটি বললো, কালকে রসায়ন ক্লাশটা দেখিয়ে দেয়ার জন্যে ধন্যবাদ। তোমার ডাক নাম বুঝি খোকা? আমার ডাক নাম সাথী। আমি আসলে জেলে পাড়ায় যাবার জন্যেই তাড়া করছিলাম। শুকনো গলাতেই বললাম, ও, সাথী? ধন্যবাদ এর কি দরকার? তুমি নুতন এসেছো, তাই অনেক কিছু না জানাই থাকার কথা। আসি হ্যা? সাথী পোলটার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে বললো, বাবা সরকারী অফিসার। প্রতি তিন বছর পর পর ট্রান্সফার হয়। এবার এখানে আসতে হলো। এই এলাকাটা খুবই সুন্দর! সমুদ্রের কাছাকাছি। জানো, কখনো সমুদ্র দেখিনি। আমি বললাম, সমুদ্র দেখার কি আছে? শুধু পানি আর পানি। জেলেরা মাছ ধরে জীবীকা নির্বাহ করে। সাথী বললো, তোমাকে যতটা রোমান্টিক ভেবেছিলাম, ততটা রোমান্টিক মনে হচ্ছে না। বোধ হয় অনেক দিন ধরে সমুদ্রের কাছাকাছি আছো। জানো, যারা কখনো সমুদ্র দেখেনি, তারা সমুদ্র দেখলে কি আনন্দটাই না পায়!
Parent