Wanted!! গেঁজো দাঁতের মেয়ে by রাখাল হাকিম - অধ্যায় ৪৬

🔗 Original Chapter Link: https://xossipy.com/thread-38414-post-3753293.html#pid3753293

🕰️ Posted on September 28, 2021 by ✍️ ddey333 (Profile)

🏷️ Tags:
📖 206 words / 1 min read

Parent
বাজারটার উপর দিয়ে আনমনেই বাড়ী ফিরছিলাম। হঠাৎই ফলের দোকানটার দিক থেকেই মেয়েলী কন্ঠ শুনতে পেলাম, খোকা ভাই! আমি ঘুরে তাঁকালাম। শরমিন, আমাদের এক ক্লাশ জুনিয়র। আমার প্রথম প্রেম উর্মির খুব ঘনিষ্ঠ বান্ধবী। কারন, উর্মির ছোট বোন শর্মির নামের সাথে মিল আছে বলেই, শরমিনকে উর্মি তার খুব আপন বন্ধু করেই নিয়েছিলো। উর্মির সাথে আমার প্রেমের কথা, স্কুলে শুধুমাত্র শরমিনই জানে। উর্মি স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে বলে, মাঝে মাঝে উর্মির খোঁজ খবর আমার কাছ থেকেই নিয়ে থাকে। তাই শরমিনকে আমি কখনোই এড়িয়ে যেতে পারি না। আমি শরমিন এর দিকে এগিয়ে গিয়ে বললাম, কি ফল কিনছো নাকি? শরমিন বললো, এই সামান্য আর কি। এই বাজারে কি আর ভালো ফল পাওয়া যায়? শরমিন আহলাদী গলাতেই বললো, একটু দাম দরটা করে দিন না। আমি ফলের দাম ভালো বুঝিনা। আমি বললাম, দাম দর না জেনেই ফল কিনতে চলে এলে? শরমিন বললো, কি করবো? মায়ের জন্যে ফল খুব জরুরী। আমি বললাম, কি হয়েছে তোমার মায়ের? শরমিন বললো, তেমন কিছু না, জণ্ডিস। কিছুই মুখে দিতে পারে না। আমি বললাম, ও আচ্ছা, তো কি কিনবে? শরমিন বললো, তেমন কিছুই তো নেই। এক টুকরি আম দেখছি। বলছে একশ টাকা। আম এত দাম হয় নাকি? আমি তো মাত্র পঞ্চাশ টাকা নিয়ে এসেছি। আমি বললাম, আস্তে বলো, পঁচিশ টাকাতেই তোমাকে কিনে দেবো। তুমি একটু দূরে গিয়ে দাঁড়াও।
Parent