আমাদের দুই পরিবারের এক হওয়ার গল্প - অধ্যায় ১৩

🔗 Original Chapter Link: https://xossipy.com/thread-69273-post-5971248.html#pid5971248

🕰️ Posted on June 25, 2025 by ✍️ familymember321 (Profile)

🏷️ Tags:
📖 1358 words / 6 min read

Parent
আঙ্কেল হ্যা সেইজন্যই আমাদের আসা, আমরা যা জেনেছি তোমাদের মত আছে তাই আর দেরী করতে চাইনা আমরা। তোমাদের মতামত জানাবে আজকে। বাবা সুজন তুমি আগে বলো। সুজন কেন তপন তুমিও বলো তোমাদের মতামত কি। তপন বলল আমি তোমাদের উপরে কোনদিন কথা বলেছি তোমরা যা ভালো বুঝবে তাই করবে আমার তাতে অমত নেই। আমি বললাম আমাদের আগে ওদের জিজ্ঞেস করুন ওরা কি বলে মানে দিদি আর তনুজা দি কি বলে। দিদি আর তনুজা আমার দিকে কটমট করে তাকালো। বাবা মা আঙ্কেল সবাই হেঁসে দিল হ্যা ঠিক বলেছে এবার তোমরা বল আমাদের মায়েরা তোমাদের কি মতামত। দিদি বলল আমাদের আবার কিসের মতামত বাবা মা যা ভালো বুঝবে তাই করবে। তনুজা আমার ভাইয়ের বউ হয়ে আসুক এটা আমি চাই। কিরে তনু হবি তো আমার ভাইয়ের বউ। তনুজা এক দৌড়ে ওখান থেকে রুমে চলে গেল। আমি তবে আর কি দিদি চলে যাবে তপনের সাথে এটাই হওয়া উচিৎ না। বাবা মায়ের মানে আমাদের বাবা মা এবং তপনের বাবা মা তো এটাই চাইছে তাইনা। আঙ্কেল বলল আচ্ছা ঠিক আছে তারমানে তোমাদের এতে অমত নেই তাই তো দাদা এবার আমরা দিন খন ঠিক করব। বাবা হ্যা শুভ দিন আছে শুক্রবার আমিও চাই ওই দিনে ওদের বিয়ে দিয়ে দেই। যাও তোমরা যাও আমরা সব ঠিক করে জানাবো। আমি বললাম এত তাড়াতাড়ি কি করে হবে অফিস ছুটি জোগার সব তো করতে হবে নাকি এই তপন পারবি তো। বাবা বলল তোমাদের কিছু ভাবতে হবেনা সব করব আমরা তোমরা শুধু ছুটি নেবে আর কোন কাজ নেই তোমাদের বাকি সব দ্বায়ীত্ব আমাদের। কি বেয়াই মশাই হলত আমারা তো আগেই সব করে রেখেছি তাইনা শুধু বিয়ে বাড়ি ডেকরেটর খাবার অর্ডার এই আমাদের কাজ সে হয়ে যাবে। মা ঘর থেকে মিস্টি এনে ওনার বেয়াই বেয়ান কে মিষ্টি দিল। দিদি আর তনুজা আগেই রুমে চলে গেছিল। আমি আর তপন চলে এলাম আমাদের রুমে। তপন ভাই সব শেষ বেঁধে দিল আমাদের। আর কিছু করার নেই আমাদের। গেল সব গেল আমাদের। পারবো আমারা সামলাতে যেমন আমার দিদি তেমন তোর দিদি ভয় করে জানিস তো। আমি কেন পারবোনা অচেনা তো কেউ ভালই হবে। যা হবার হবে। আমার ভয় নেই মনের মানুষ পেয়ে গেছি বুঝলি। তোর দিদিকে নিয়ে আমার কোন সমস্যা নেই।   তপন ওরে শালা একদিনে এতদুর হয়ে গেছে দিদি তোর হয়ে গেল তাইনা, তবে আমার তো কালকেই ফাইনাল হয়ে গেছে চলো এবার ছাদনা তলায় যাই বলে দুজনে শুয়ে পড়লাম। একটু পরে মা মিষ্টি নিয়ে এল সাথে দিদি আর তনুকে নিয়ে নাও তোমরা মিষ্টি খাও। কালকে অফিস গিয়ে ছুটির দরখাস্ত করবে। এই একটাই তোমাদের কাজ। মঙ্গল, বুধ বৃহস্পতি এই তিনদিন শুক্রবার তোমাদের বিয়ে। এক মণ্ডপে বিয়ে হবে। আর একই দিনে। এবার তোমরা তোমাদের অন্য কোন প্লান থাকলে তাই করে নাও। বলে মা বেড়িয়ে গেল। দিদি মিষ্টি পাত্র হাতে নিয়ে আমার মুখে দিয়ে নে ভাই মিষ্টি খা আমার ভাইয়ের বিয়ে বলে কথা। বৌদি খুব সুন্দর হবে আমার দেখেছিস তো পাত্রী কেমন লজ্জা পাচ্ছে। আমি কিরে শালা ভগ্নপোদ আমার দিদিকে পছন্দ তো পরে বলতে পারবি না। তপন আমার দিদির হাত ধরে চলো তোমার ঘরে যাই ওদের ডিস্টার্ব করে লাভ নেই। দিদি দাড়াও আমার বান্ধবীকে একটা মিষ্টি খাইয়ে দিয়ে যাই বলে হাতে মিষ্টি নিয়ে তনুর মুখে দিল। তনু একটা মিষ্টি নিয়ে ওর ভাইয়ের মুখে দিল নে ভাই খা। তারপর বউদি এস বলে দিদির মুখে একটা মিষ্টি দিল। দিদি এস এবার বলে দিদি আর তপন বেড়িয়ে গেল। আমি সাথে সাথে তনুজার হাত ধরে টেনে নিয়ে বসালাম আমার কাছে। হাত দুটো ধরে উঃ এত তাড়াতাড়ি এমন হবে ভাবী নাই।তোমার সাথে কথা বলতে আমার খুব ভয় করতে আড়াল থেকে অনেক দেখেছি তোমাকে কিন্তু কথা বলতে এত ভয় করত, কিছু বললে আবার কি বলবে সেই ভয়। তনুজা আমার হাতে হাত রেখে আমি কি ভেবছি নাকি। আমার দিকে ফিরে গাল ধরে বলল আমি বাঘ না ভাল্লুক যে এত ভয় লাগত। আমিও তো দেখতাম কেমন চোরের মতন গিয়ে ভাইয়ের ঘরে ঢুকতে। আমি ইস চোর বলনা আমি কিছু চুরি করিনি। তনুজা চুরি আবার করনি তুমি অনেক কিছু চুরি করেছ বন্ধুর দিদির মন চুরি করেছ, কালকে যে কি রাগ হচ্ছিল তোমার উপরে ওরা দুইজনে কত কথা বলছে আর আমি বোকার মতন বসে ছিলাম। আমি এক দৃষ্টে তনুর চোখের দিকে তাকিয়ে রইলাম। তনুজা কি হচ্ছে এসব হ্যা। আমি দেখছি তোমাকে। তুমি এত সুন্দরী আমার লক্ষ্মী সোনা তুমি। তনুজা বলল এই ভালো হবেনা বলছি বন্ধুর দিদির দিকে নজর তাইনা।এই বলে নিজেই আবার মুখ চেপে ধরল। একটু আগেও তো বললে তনুজা দি লজ্জা করে না তোমার। আমি একটানে বুকের সাথে জরিয়ে ধরে না একদম না, খুব ভালবেসে ফেলেছি তোমাকে। তনুজা আমাকে জরিয়ে ধরে সত্যি এভাবে সারাজীবন ভালো বাসবে তো। আমি হুম অনেক অনেক ভালবাসবো তোমাকে বলে মুখটা তুলে ঠোটে ঠোঁট দিতে খুব ইচ্ছে করছি তাকিয়ে আছি। তনুজা আর আমার দিকে তাকাতে পারলনা আবার আমার বুকে মুখ লুকালো। এরমধ্যে দিদি হঠাত আমাদের রুমে ঢুকল আর কাশি দিল। তনু আমাকে ছেরে সোজা হয়ে বসল আর বলল বল কি। দিদি না ডিস্ত্রাব করে ফেললাম তাইনা। ডাক পড়েছে এস তোমরা। খেতে দেবে আমাদের। রাতের খাবার খেয়ে এখান থেকে যাবে তোমরা। রাত কত হল হুশ আছে। ১০ শ টা বাজে। আমি ঘড়ি দেখে সত্যি তো। চলো বলে আমি তনু উঠে পড়লাম। সবাই মিলে খেতে বসলাম। মা বলল কালকে তপন আর তুমি ছুটির দরখাস্ত করবে শুক্রবার গোধুলী লগ্নে বিয়ে। তোমাদের কোন খরচা নেই সব আমাদের তোমরা হানিমুনের খরচা করবে। আর হ্যা বিয়ে ঠিক হয়েছে বলে ঢ্যাং ঢ্যাং করে ঘুরে বেরাবে সে কিন্তু হবেনা। বাড়ি আসবে যাবে কথা বলবে আগে বিয়ে হয়ে যাক তারপর তোমরা ফিরি। আন্টি বলল একদম ঠিক কথা, সুজন চলে যাবে আমাদের বাড়ি তবে কেনা কাঁটা করতে যেতে পারবে চারজনে মিলে। যদিও খরচা আমাদের আমরা সব কিনে দেবো, পছন্দ তোমাদের। আমরা সবাই মুখ বুজে সব শুনলাম। খাওয়া শেষ হতে আমি রুমে এলাম। আমার পেছন পেছন তপন দিদি এবং তনু এল চারজনে বসা। তপন বলল কি জামাইবাবু ঘরে বসে থাকলে হবে শালা এবং বউ, শাশুড়ি ও শ্বশুর মশাইকে এগিয়ে দিয়ে আসবেন না। রাত অনেক হল তো। আমি এই শালা ইয়ার্কি হচ্ছে আমাকে শালা ডাকতে ইচ্ছে করছে তাইনা ডাক না আমিও তো তোর শালাই। তাইনা দিদি, এই যে আমার উনি কি বলেন আপনি। দিদি বলল দেখলে কালকে ভয় পাচ্ছিল আর আজ আমার ভাই কেমন স্বাবলীল ভাবে কথা বলছে কিরে তনু কি যাদু করলি আমার ভাইকে। তনু কেন তুমি যে আমার ভাইকে কালকেই ভাগিয়ে নিয়ে গেলে মনে নেই। কি বলেছিলে মনে নেই, আমি ভাই পেয়ে গেছি এবার তোর পালা দেখ পাগলকে বাগে আনতে পারিস কিনা। আমি কি দিদি আমাকে পাগল বলেছিল তাইনা। দিদি কি বলবে ভয়তে মোবাইল বন্ধ করে রেখে দেয় ফোনে ঝারি খাওয়ার ভয়তে ভীতু কোথাকার। তপন এই দিদি বাবা মা কি করছে দেখতো বাড়ি যাবনা কালকে অফিস যেতে হবে। নাকি থাকার ইচ্ছে আছে তোর। দিদি বলল থেকে লাভ নেই করা শাসন আছে বুঝলে থাকলে বন্ধুর কাছেই থাকতে হবে। আমাদের মা তো না যেন সিসি ক্যামেরা বুঝলেন মশাই দরকার নেই বাড়ি যান আপনারা। সকালে সময় মতন অফিসে যাবেন আর ছুটির দরখাস্ত করে দেবেন। দুই বন্ধু মিলে। তপন বলল টিফিন কি কালকে পাবো। আমি পাবি ভাই পাবি আর আমিও পাবো কি গো তাইনা পাঠাবে তো ভাইয়ের কাছে। তনু আমার গাল ধরে হ্যা পাবে না দিলে খাবে কি দুপুরে। দিদি বাবা না আর থাকা যাবেনা এখানে এটা ওদের ঘর না আমরা বের হই এখন এই এস তো। বলে দিদি তপনের হাত ধরল। আর দুজনে বের হল। এরমধ্যে আমার হবু শ্বশুর মশাইয়ের ডাক এই কোথায় তোরা চল বাড়ি যাবো এখন রাত অনেক হয়ে গেছে। দিদি ডাক দিল এই ভাই তনুকে আসতে বল বাইরে। আমি সাথে সাথে উঠে তনুকে জরিয়ে ধরে একটা চুমু দিলাম গালে। তনু একদম হকচকিয়ে গেল। আমার দিকে ভুরু কুচকে তাকালো। তারপর আমাকে ছেরে চলে গেল বাইরে আর বলল হ্যা বাবা চলো বাড়ি যাই ও ভাই আছিস চলো মা অনেক রাত হয়ে গেছে। শ্বশুর বাবা উঠে হ্যা দাদা এখন যাই কালকে আমাদের কাজ শুরু করব আমি সময় মতন আসবো দিদি আসি এখন। মা বলল দুগা দুগা সাবধানে যাবেন এই মা তাড়াতাড়ি আমার ঘরে আসবি তুই বলে তনুজাকে ধরে বাহাতের আঙ্গুলে একটা কামোর দিল। তপ বলল ভাই আসি রে বলে ওরা বের হতে লাগল। এরপর বলল সকালে ষ্টেশনে দেখা হবে ছুটি পেলে হয়। মা বলল পাবে বাবা এই কারন বললে অবশ্যই ছুটি পাবে তোমরা। এই যা ওদের এগিয়ে দিয়ে আয় একা যাবে নাকি। আমি ওদের পেছনে বের হলাম। দিদিও আমার সাথে এল। আমরা বাইরে বেড়িয়ে ওদের টাটা করে দিলাম। কারন আঙ্কেল আগেই বলেছে না রাতে আর যেতে হবেনা এইটুকু তো আমরা চলে যাচ্ছি যাও তোমরা ঘরে যাও। তবুও আমি আর দিদি দাড়িয়ে রইলাম। বাবা মা আসেনি। ওরা যাচ্ছে আমরা দাড়িয়ে আছি। মোর ঘুরতে আর দেখতে পেলাম না। দিদি চল ওরা এতখনে ঘরে চলে গেছে, গিয়ে তো ঘুমিয়ে পড়বে তাইনা।
Parent