আমাদের দুই পরিবারের এক হওয়ার গল্প - অধ্যায় ১৪
আমি ঘোরার ডিম ঘুমাবে কালকে তো রাত আড়াইটা পর্যন্ত গল্প করেছিস আজকে করবি না।
দিদি আজকে তুমি বুঝি বসে থাকবে তাইনা। তোমার চরকায় তুমি তেল দাও আমাকে নিয়ে তোমার ভাবতে হবেনা।
আমি বাব্বা দিদি আমার বন্ধু এখন আমার থেকেও তোর আপন হয়ে গেল তাইনা।
দিদি আমি তখন না গেলে তো তুমি জরিয়ে ধরেছিলে তাইনা। কি চুমু টুমু দিয়েছ নাকি আমার সুন্দরী বান্ধবীকে।
আমি কি কোথায় না না সে হয়নি, তবে আমি কিন্তু একবারো তোদের ডিস্টার্ব করিনি দিদি যা তুমি করেছ আমাকে। ভাইকে জিজ্ঞেস করছ আর তুমি কি করেছ তপন কিন্তু আমার বন্ধু সব আমাকে বলবে।
দিদি তোরা দুটই পাগল সব আলোচনা করে। আগে যা হয়েছে এখন তো সব সম্পর্ক পালটে যাচ্ছে তাইনা। কি হচ্ছে বলতো তোর জামাইবাবু ভুলে যাচ্ছিস।
আমি দিদি আমার বন্ধু শুধু বিয়ে করছে না আমিও করছি আমি কি বাচ্চা নাকি বুঝিনা। আমার হবু বউকে আমি জরিয়ে ধরতেই পারি তবে তুমি বললে কেন।
দিদি ভাই ভুল হয়ে গেছে আর হবেনা চল এবার ঘরে যাই। তবে অন্য কাউকে বিয়ে করলে না হয় তোরা আলোচনা করতে পারতি আমাদের সম্পর্ক দেখতে হবে না। যদিও কালকে তুই যা বাবা মাকে বললি তোর কিছু আটকাবেনা জানি। তোরা দুই বন্ধু যে কি দিয়ে তৈরি বোঝা কষ্ট। তবে ভুলে যেওনা তনুজা কিন্তু আমার বান্ধবী সেও আমাকে বলবে।
আমি আচ্ছা তবে এবার চলেন আমার শালাবউ। তুই তো আমার শালাবউ হবি তাইনা। একটু ইয়ার্কি কড়াই যায় তোর সাথে। যেহেতু শালি নেই তাইনা।
দিদি পাজি একটা চল ঘরে চল শালাবউ বলে হেঁসে দিল। তার আগে আমি তোর দিদি সেটা কি ভুলে যাবি। তবে তো তুই আমার ননদ জামাই আমিও ইয়ার্কি করতে পারি।
আমি দিদি মনবিদ ডাক্তার বলে হাসলে হৃদ রোগ হয়না।
দিদি ভাই আমার অনেক বোঝে দেখছি কিরে ঘরে জাবিনা।
আমি হ্যা চল গিয়েই তো ফোন করবি তাইনা।
দিদি কেন করব না আমার হবু স্বামীর সাথে কথা বলব না তো কার সাথে কথা বলব। এই কয়দিন তো চুটিয়ে প্রেম করে নেই তারপর তো কাছেই থাকবে তাইনা। ফোনে কথা হবে কি একমাত্র অফিস গেলে কথা হবে।
আমি হুম সে তো আমারো তাইনা তবে আমি বাকি থাকবো কেন।
দিদি ঘরের দিকে যেতে যেতে বলল কালকে ফোন বন্ধ করেছ বলে কি রেগে গেছিলো আজকে ণা বোল্লে তোঁমাকে কালকে দেবে। যাও গিয়ে কথা বলো।
আমি হুম চল বলে দুজনে ঘরে ঢুকে দরজা বন্ধ করে উপরে গেলাম। বাবা মা বসা
মা বলল একদম বাড়ি দিয়ে এসেছিস নাকি এত সময় লাগল।
দিদি না না বাইরে দাড়িয়ে ছিলাম। ওরা চলে গেছে নাও এবার তোমরা ঘুমিয়ে পরো। ভাই সকালে অফিস যাবে তো। বলে দিদি রুমে চলে গেল।
বাবা বলল যাও তুমিও ঘুমিয়ে পর যাক একটা ফয়ছালা হল এই চলো আমরা যাই ঘুমাই সকাল থেকে কত কাজ বাড়ি ভাড়া ডেকরেটরস সব ঠিক করতে হবে। আমাকে আগেই ছুটি নিতে হবে বলে দুজনে ঘরে ঢুকে গেল।
আমি দরজা বন্ধ করে রুমে এলাম। জামা প্যান্ট ছেরে ফ্রেস হয়ে বিছানায় বসলাম। প্রথমে তপন কে ফোন করলাম। দেখি বিজি তারমানে দিদির সাথে কথা বলছে র কি। কেটে দিয়ে আমি আমার হবু বউকে ফোন করলাম। এক চান্সেই ধরল।
তনু কি শুয়ে পড়েছ নাকি।
আমি না না সবে এলাম ঘরে দিদি আর আমি বাইরে ছিলাম এতখন। ওরা তো বিজি হয়ে গেছে ফোন করলাম তপনকে বিজি পেলাম। এই আমি কিন্তু আজকে আগেই ফোন করলাম আর রাগ নেই তো।
তনু রাগ আবার নেই কালকে আমার কি কষ্ট হচ্ছিল কি বোলব একটুও ঘুমাতে পারিনি কালকে আমি। আমার মনের মধ্যে একটাই প্রশ্ন ছিল আমি কি দেখতে মোটেও ভালনা যে আমাকে অপছন্দ করল।
আমি এই ওই কথা আর বলবে, তুমি বোঝনা আমার তুমি পছন্দ কিনা, আসলে বেশী পছন্দ বলেই ভয়তে তোমার সাথে কথা বোলব কি তুমি যদি আমাকে না বলে দাও। না বলার ভয় যে অনেক বেশী ছিল।
তনু তাই বলে মোবাইল বন্ধ করে রেখে দেবে তুমি শুনতে আমি কি বলি।
আমি বাদ দাও যা হয়েছে ভালই হয়েছে তখন খুব ইচ্ছে করছিলো তোমাকে জরিয়ে ধরে একটা উম দেই। দিদি না এসে গেলে সত্যি দিয়ে দিতাম।
তনু দাওনি কেন আমি কি না করেছে বাঃ বাঁধা দিয়েছি। আমার বান্ধবী টা খুব পাজি নিজেরা তো চুটিয়ে প্রেম করে যাচ্ছে আর মাঝে মাঝে আমাদের ডিস্টার্ব করবে, খুব বাজে। তুমি জানো ওদের কত কথা হয়।
আমি কি কথা হয় বলনা আমাকে।
তনু আবার কি বিয়ে করে হানিমুনে যাবে তাড়াতাড়ি বাচ্চা নেবে কত প্লান ওদের।
আমি সত্যি আমার বন্ধু তোমার ভাই দিদিকে পেয়ে পাগল হয়ে গেছে শালা আমাকে কিছু বলেনা।
তনু হেঁসে দিয়ে এটা ঠিক তোমার শালা, তবে তোমার মতন না আমার ভাই সুযোগ নিতে জানে হবু বউকে পেয়ে আদরে মাখামাখি। তুমি তো একটা উম দিতে পারলেনা। আর ওদিকে ঠোঁট পাতলা করে দিয়েছে আমাকে দেখিয়েছিল। সুলাতা ঠোটে হাত দিয়ে দেখিয়ে বলেছে দেখ তোর ভাই কি করেছে আমার চামড়া তুলে দিয়েছে।
আমি বাব্বা ওদের সাহস তো কমনা দরজা খোলা সেই অবস্থায়।