আমাদের দুই পরিবারের এক হওয়ার গল্প - অধ্যায় ২
বাবা হ্যা তাই বলি বলে বাবা ফোন কানে নিয়ে ঠিক আছে দাদা যাবো, বউদির হাতের রান্না খেতে হবে আর একটা কথা পরের রবিবার আপনাদের আসতে হবে আমার গিন্নির হুকুম কি আসবেন তো।
ওদিক থেকে হ্যা কেন যাবনা অবশ্যই যাবো আমার বউর বান্ধবী বৌদি আপনারা আসুন তারপর আমরা যাবো। তবে ওই কথা রইল আপনারা রবিবার আসবেন।
বাবা আচ্ছা ঠিক আছে আমরা যাবো। বলে রেখে দিয়ে বলল না ভালই হয়েছে একটা ভালো বন্ধু পরিবার পেলাম আমরা।
মা হ্যা ওরা ভাইবোন দুটোই ভালো শান্ত ভদ্র। আর হবেনা কেন আমার বান্ধবী কেমন আমি তো জানি।
বাবা কেন আমার দুটো খারাপ নাকি ওদের বদনাম আছে নাকি।
মা তাই আমি বলেছি নাকি বলে আমাদের মিটিং ভেঙ্গে গেল। রাতের খাওয়া দাওয়া করে রুমে গিয়ে তপনকে ফোন করলাম।
তপন বল ভাই সবার পছন্দ হয়েছে তাইনা। আমার মা দিদি তো খুব খুশী। তোর মা দিদি।
আমি না ভাই সবাই খুশী রে। কালকে আমরা ৮.টার ট্রেন ধরব চলে আসিস কেমন। আর রবিবার তোদের বাড়ি যাচ্ছি তো।
তপন হ্যা আয় ভাই সারাদিন দুইভাই গল্প করা যাবে, আমার মা আর তোর মা ওদিকে আমার দিদি আর তোর দিদি ভালই হবে সারাদিন খাওয়া দাওয়া আর গল্প। তুই আগে আসিস ভাই ভালো হবে আমরা দুজনে বাজারে যাবো।
আমি না না ওসব তোর বাবার উপর ছেরে দে।
তপন নারে ভাই বাবা বলেছে আমাকে বাজার করতে তুই আগে আসবি সকালে আমরা দুইজনে বাজারে যাবো।
আমি আচ্ছা সময় আছে চলে আসবো কালকে যে আগে যাবি সিট রাখবি কিন্তু।
তপন আচ্ছা আমি আগে গিয়ে সিট রাখবো। বাই বন্ধু এবার ঘুমাই কেমন ওকে।
আমি আচ্ছা বলে রেখে দিয়ে বাথরুমে যাবো দিদির ঘর থেকে ফোণে কথা বলার শব্দ পেলাম কান পেতে বুঝলাম দুই বান্ধবী কথা বলছে।
দিদি বলল এই জানিস যে কারনে তোকে ফোন করলাম বাবা মায়ের উদ্দেশ্য কিন্তু অন্য কিছু। ওদিকের কথা শুনতে পাচ্ছিনা। দিদি বলল বুঝেছিস তাহলে। আবার বলল জানিস আমার ভালো ঠেকছে না। কারন বাবা মায়ের কথা শুনলাম এইটুকু এবার কথা বলা যায়। ও তুইও শুনেছিস তাহলে। আমাদের বিয়ের কথা বলছে তাইনা।
আমি ধুর যা বলে বলুক আগে তো দিদিদের বিয়ে তারপর আমাদের বলে চলে এলাম।
পরের দিন সকালে দুই বন্ধু পাশাপাশি বসে অফিস যেতে লাগলাম।
তপন বলল ভাই বাড়িতে বিয়ের কথা বাত্রা হচ্ছে।
আমি সে তো আমাদের বাড়িতেও আগে দিদির বিয়ে দেবে। আমার দিদি আর তোর দিদি কথা বলছিল।
তপন হ্যারে বাবা তোর বাবাকে সেইজন্য ডেকেছে বিয়ের কথা বলবে বলে। ওদের জন্য মনে হয় ছেলে দেখবে।
আমি হ্যা দিদিদের বিয়ে হলে পরে আমাদের পালা। কি বলিস ভাই।
তপন মনে আছে তো দুই বন্ধু একসাথে একদিনে বিয়ে করব এর যেন নরচর না হয় যা হবে একদিনে হবে আর হানিমুনে যাবো একসাথে।
আমি আরে বন্ধু সব মনে আছে কিন্তু আমাদের যা ইচ্ছে সে কি কোনদিন পুরন হবে ভাই। কেমন মেয়ে আসবে মানবে কিনা তার ঠিক নেই।
তপন মানাতে হবে ভাই আমার খুব ইচ্ছে বদল করে কিছু হোক।
আমি তুইনা কোথায় পাত্রি তার ঠিক নেই। কেমন হবে জানিনা। দেখা যাক মনের আশা তো পুরন করতে হবে তাইনা।
তপন ঠিক ভাই পরে আবার বেকে না বসিস।
আমি দেখ যদি রাজি হয় আমার আপত্তি নেই ভাই এ কথা তোকে দিতে পারি।
তপন আমার হাত ধরে ঠিক তো। কথা দিলি। দিদির বিয়ে হয়ে গেলেই আমাদের রাস্তা পরিস্কার তাইনা।
আমি হুম ভাই দিলাম। তোর দিদির হলে হবে আমার দিদির ও তো হতে হবে তাই না। এই ভাই তুই প্রেম তেম করিস নাকি কাউকে ভালো লাগেনি এতদিনে।
তপন নারে ভাই আর ভালো লাগলেও বলা হয়নি কোনদিন।
আমি কে সে ভাই আমি চিনি নাকি তাকে।
তপন বাদ দে তো ওইসব কথা বাবা মা দেখে জাকে এনে দেবে তাকে নিয়েই সনশার করব। তোর কেউ আছে নাকি।
আমি না না তেমন কিছু না অনেককেই ভালো লেগেছে কিন্তু কেউ আমাকে বলেনি আর আমিও কাউকে কিছু বলিনি। মনে থেকে গেছে বুঝলি।
তপন সত্যি ভাই আমাদের আরো আগে দেখা হলনা কেন তোর সাথে মন খুলে কথা বলতে পারি, তবে আমার ডিপার্টমেন্টে এক্তি মেয়ে এসেছে বয়স মনে হয় বেশী হবে দারুন দেখতে অবিবাহিত। তোর অফিসে কেউ নেই একদিন গেলাম দেখলাম তো না কাউকে, আমাদের ম্যাডাম দারুন দেখতে। আমার সিনিয়র পোস্টে ঢুকেছে বুঝলি পাত্তা পাওয়া যাবেনা।
আমি ভালই হয়েছে দেখবি আর জ্বলবি, আর না ভাই তেমন কেউ নেই তবে একজন বিবাহিত ম্যাডাম আছে ঐযে ভেতরে বসে অফিসার। দেখতে দারুন আমাকে মাঝে আঝে কল করে সামনে গেলে ভালই লাগে। এক বাচ্চার মা বুঝলি কি মিষ্টি কথা।
এই নামতে হবে এসে গেছি চল উঠে পরি বলে দুজনে নেমে যে জার অফিসে চলে গেলাম। বাকি কয়দিন দুজনে একসাথে যাওয়া আসা করি কত কথা হয় দুজনার।
এরপর প্রতিদিন আমাদের দুই বন্ধুর ওই একই কথা কিন্তু আমিও প্রেম করিনি আর আমার বন্ধু তপন এখনও বলেনি প্রেম করেছে কিনা।
তপন এই দিদি প্রেম করে নাকি জানিস নাকি।
আমি না না আমার দিদি সে সুজগ পায় নাই প্রেম করবে কি করে আমাকে বলত কলেজের ছেলেদের সাথে কে প্রেম করে দিদির পছন্দ অন্য রকম। ভালো ছেলে হতে হবে চাকরি কড়াতে হবে তবে না প্রেম করবে।
তপন তাই সে তো আমার দিদিও বলে চাকরি ছাড়া বিয়ে করবে না, আসলে বাবা মায়ের সম্পর্ক খুব ভালো দিদিও চায় ওইরকম একজন হলে তবেই বিয়ে করবে।
আমি বাঃ ভাবনা সবার একরকম তাইনা বলেই মনে হয় আমাদের মধ্যে এত মিল কি বলিস ভাই।
তপন জানিস একটা কথা বলব ভাবছি তুই আবার কি ভাবিস।
আমি এই গালাগাল দেবো কিন্তু। কি বলবি বল না।
তপন তুই দিতে পারিস গালাগাল। এতদিনে তো শুনিনি একবারেও। এই বলব ভাই ভুল বুঝবি না তো।
আমি আরে বলতো কি বলবি।
তপন না মানে যদি আমাদের দিদি না হয়ে বোন হত তবে আমি বোনকে তোর সাথে বিয়ে দিতাম তাই বলতে চাইছিলাম।
আমি ও শালা হোয়ার ইচ্ছে তাইনা কিন্তু বন্ধু তবে আমাদের তো বোন নেই সে হবেনা কোনদিন। আমারো দিদি আবার তোরও দিদি তাই ওসব ভুলে যাও তাছাড়া এ হলে আমাদের প্লান কোনদিন সফল হবেনা। অদলা বদলি।
তপন একদম ঠিক কথা না আয় তো রবিবার দিদির বিয়ের ব্যাপারে মনে হয় কথা হবে একসাথে দুই দিদির বিয়ের কথা হলে ভালো হয়।
আমি হুম তাই যেন হয় তবে আমাদের সুযোগ ভালো হবে।
এভাবে দেখতে দেখতে রবিবার এল।