আমাদের দুই পরিবারের এক হওয়ার গল্প - অধ্যায় ৩২
দিদি আমাকে দেখে ও ভাই তুই এখানে বলে কেমন একটা কাচুমাচু দিয়ে উঠল। কি কথা হচ্ছে নাকি।
আমি তুই এখানে এখন।
দিদি কেন তুই যে করনে আমিও সেই কারনে ফোন করেছিল কথা বলবে তাই। তনু কোথায় এখন।
আমি এইত ছাদে।
দিদি না তবে আর হবেনা। এরমধ্যে দিদির ফোন বেজে উঠল দিদি ধরতে বলল
তপন না হবেনা দিদি ছাদে আছে রাখলাম গিয়ে ঘুমাও।
দিদি আচ্ছা বলে মুখটা গোম্রা করে উঠল।
আমি দিদির দিকে তাকিয়ে আমি যাচ্ছি একটু পরে ফোন করে ছাদে ডেকেনিস কেমন তনু নেমে যাচ্ছে এখন।
দিদি না দরকার নেই তুই দাঁরা কথা আছে।
আমি আবার কি হলো কিছু বলবি কি।
দিদি না কালকে আর কথা বলা যাবেনা তাই ভাবছি যখন পেলাম এখন বলে রাখি।
আমি কি কথা বলনা দিদি।
দিদি কি আবার কোথায় যাবি হানিমুনে কিছু ঠিক করেছিস নাকি। বেশী দূরে এখন যেতে হবেনা কাছাকাছি কোথাও চল সবে তো চাকরি পেলি দূরে গিয়ে তোদের খরচা করে লাভ নেই।
আমি কেন তপন কিছু বলেছে তোকে। আমি তো ভেবেছি গোয়া বাঃ শিমলা না হলে মেঘালয়ে যাবো।
দিদি না না দরকার নেই কাছে মানে দীঘা চল দূরে পরে যাবো আমরা সবাইকে নিয়ে মানে মা বাবা সবাইকে নিয়ে পুজোর ছুটিতে যাবো এখন দীঘা চল আমি তপনকে বলেছি। তনুও তাই বলেছে দূরে এখন যেতে হবেনা তোরা ছুটি তো পাশ নি। আর আমি তনু হিন্দি জানিনা ভাই এখন দূরে যেতে হবেনা। মায়ের সাথে আমার কথা হয়েছে মাও বলেছে দীঘা যেতে।
আমি তবে আর কি তনু রাজি হলে আমার অসবিধা নেই এই কথা আর কিছু না তো। আমার সোনা দিদি কত কিছু ভাবে তার বরের আর ভাইয়ের জন্য যাতে খরচা কম হয়।
দিদি না ভেবে উপায় আছে বাচ্চা ছেলেদের আমরা বিয়ে করছি, বয়সে ছোট কত আর বুঝবে। তনু তো একদিন বলেছিল এই অবুঝ ছেলে দুটো নিয়ে আমরা কি করব বল তো সুলাতা। কি বোঝে ওরা জীবন সমন্ধে।
আমি সেইজন্যই তো বাবা মা আমাদের বুঝদারদের সাথে বিয়ে দিচ্ছে, তোমরা আমাদের গুরুজন তাইনা বুঝিয়ে নেবে।
দিদি তা ঠিক তবে ওদিকে তো ভালই আছে দুজনার। ওটা ঠিক বানিয়েছে তনুর কাছ থেকে শুনলাম তো। বউ কি করে পুষে রাখতে হয় সেটা ঠিক করে ফেলেছ।
আমি ইস কি বলে এই দিদি তোদের কি একটুও লজ্জা সরম নেই নাকি, বরের সাথে বলিস ঠিক আছে আমি তোর ভাইনা।
দিদি ভাই সে তো ঠিক আছে ওদিকে যে আবার ননদ জামাই তাই ইয়ার্কি করা যাবেনা। জানিস তনু কি বলেছে সুলতা বলিস না ভাই তোর ভাইর যা সাইজ সামাল দেওয়া কষ্ট হয়ে যাবে, এই ওকে আবার কষ্ট দিস না আমার ননদ কিন্তু।
আমি সে ঠিক আছে আমার বন্ধু কি দিদিকে সামাল দিতে পারবে।
দিদি খুব পারবে তোর বন্ধু না। দুই বন্ধু তো এক ক্যাটাগরির। তোমাদের কি মজা তাইনা এদিকে দিদি আবার ওদিকে শালাবউ, ম্যানেজ করতে পারবি তো না আবার ভুলে যাবি আমি তোর দিদি।
আমি না সে কি ভোলা যাবে তবে দিদি ভুলে গেলে আমিও ভুলে যাবো কি এটা স্বাভাবিক না।
দিদি তোরা দুই বন্ধু খুব পাজি কত কিছু প্লান করে রেখেছে তবে সে গুরে বালি বুঝলে ভাই।
আমি দিদি সময় ভালো হলে গুর পরিস্কার করেও খাওয়া যায়। এই নিচে জাবিনা এত কথা বলে লাভ নেই আগে বিয়ে হোক যাই হানিমুনে তারপর আগে আমাদের তোরা দুজনে শালাবউ হয়ে যা তখন দেখা যাবে।
দিদি কেন দুই বন্ধু কি প্লান করেছ হানিমুনে গিয়ে শালাবউর সাথে রোমান্স করার ইচ্ছে আছে নাকি।
আমি ধুর তাই হবে নাকি তুই আমার দিদি না তবে বন্ধুর কি ইচ্ছে আমি তো জানিনা। কত সম্পর্ক আমাদের বলতো, একদিকে দিদি অন্যদিকে শালাবউ আবার একটা হলো বন্ধুর বউ।
দিদি হ্যা একে তিন সে তো আমাদেরও তাইনা। বান্ধবীর বর, ননদ জামাই আর ভাই তাইনা। তবে আমরা ভাইবোন এর ব্যাতিক্রম হবেনা কি তাইত।
আমি কি জানি ঐ যে কথায় আছেনা মিয়া বিবি রাজি তো কেয়া করেগা কাজি।
দিদি হয়েছে বুঝেছি দুই বন্ধুর প্লান না চল নিচে যাই আর কথা বাড়িয়ে লাভ নেই। বিয়ের আগেই এত ইয়ার্কি করা ঠিক না কি বলিস ভাই। এই ভাই আমার শাশুড়ি শ্বশুর নিয়ে চলতে পারবো তো কি বলিস তুই। মায়ের সাথে তনুর মানাবে কি বলিস। শাশুড়ি বউমা এক রকম।
আমি কেন সে তো তোরা দুজনেও, তোর শাশুড়ি কম কিসে কাজের আছে তোকে ভালোবাসবে আর আমি তো জামাই আলাদা আদর পাবো। চলো দিদি এবার যাই গিয়ে একটু ঘুমাই সকালে যাবো যাবি আমার সাথে তবে ডেকে নিয়ে যাবো।
দিদি ডাক তো দিস বলা যায়না এমন পাগল জুটেছে আমার কপালে রাতে আবার ফোন করে নাকি ঠিক আছে। না চল ঘরে যাই তবে হ্যা আমারা দীঘা যাচ্ছি তাই তো।
আমি হুম বলে নিচে নামলাম দরজা বন্ধ করে দিদি ঘরে গেল আমিও রুমে গেলাম। গিয়ে ঘুমিয়ে পড়লাম আর ভাবতে লাগলাম দিদি তো ফিট এবার তনুকে লাইনে আনতে হবে। এই ভেবে ঘুমিয়ে পড়লাম।
সকালে তনুর ফোনে ঘুম ভাঙল তাই বেড়িয়ে গেলাম দিদিকে আর ডাকলাম না। রাস্তায় যেতে দেখি আমার প্রান প্রিয় হবু বউ দাড়িয়ে আছে। কাছে গিয়ে হাত ধরে হাটতে হাটতে অনেক দূর গেলাম কথা বলতে বলতে।
তনু জানো রাতে আমার ঘুম হয়নি কি যে একটা গল্প তোমরা দুইভাইবোনে পাঠিয়েছ এই ভাই পড়েছে ওই গল্প।
আমি আরে সব ওর আবিস্কার বুঝলে ঐতা আগে দিদিকে পাঠিয়েছে পরে আমাকে আর আমিও তোমাকে আবার দিদিও তোমাকে পাঠিয়েছে। তবে ওসব বাদ দাও তো ওরা বলেছে দীঘা যাবে তুমি বলেছ দিদিকে।
তনু হ্যা বলেছে সবে তিনমাস চাকরি পেয়েছ বেশী খরচা করে লাভ নেই এখন ওই পুজার সময় সবাই মিলে যাবো দূরে কোথাও এই কথা বলেছি।
আমি ঠিক আছে ছুটি কম তবে দীঘা ঘুরেই আসি কি বলো।
তনু হুম ওই দেখ বাবা বেরিয়েছে আমার ভাই আর তোমার দিদি পরে ঘুমাচ্ছে।
আমি কি আর করবে বলো ওরা অনেক ফিরি আমার জন তো লজ্জা পায় তাই আমাদের রোমান্স হচ্ছে কই।
তনু দূর থেকে আমার ভালো লাগেনা কষ্ট হয় কালকে তো কাছে পাবে নাকি আবার নাও হলতে পারে ওই বারিতেই থাকতে হবে ঘর কই। চারজনকে এক ঘরে থাকতে না হয়।
আমি তো কি হয়েছে থাকবে তো পাশে শালা আর শালাবউ তাইনা।
তনু ইস দিদিকে শালাবউ না না তুমি দিদি ডাকবে। আর তপন আমাকে দিদি ডাকবে ওসব হবেনা শালাবউ বলে দিলাম।