আমার ছেলে শ্যামল....।।।।। - অধ্যায় ২

🔗 Original Chapter Link: https://xossipy.com/thread-34584-post-2932933.html#pid2932933

🕰️ Posted on February 9, 2021 by ✍️ AAbbAA (Profile)

🏷️ Tags:
📖 347 words / 2 min read

Parent
শ্যামল যাওয়ার কিছুদিনের মধ্যেই তার জন্য আমার মন খারাপ লাগছিলো। কারণ সে কখনই আমাদের ছেড়ে দূরে থাকেনি। আজ তার সাথে কথা বলে একটু ভালো লাগলো। আমার কাছে ফোন ছিলনা। শ্যামেলর বাবার ফোনে তার সাথে কথা হয়। সে বলল সে ভাল আছে আর সে একটা চাকরি পেয়েছে। শ্যামল গ্রামের কলেজ থেকে ইন্টার পাস করেছিল। এভাবেই মাঝেমধ্যে তার সাথে কথা হতো। কিন্তু ফোনে কথা বলা আর সামনে থাকা আলাদা বিষয়। তাই তাকে নিয়ে সবসময় ভয়ে থাকি। কিন্তু এখন সবচেয়ে ভয়ে থাকি যখন বাসায় একা থাকি। কারণ তাদের বাবা প্রায়ই জমিতে রাতে থাকে। আগে ছেলে-মেয়েরা ছিল। কিন্তু এখন তারাও নেই। এভাবেই ২ মাস কেটে গেলো। এর মাঝে শ্যামলের সাথে ফোনে কথা হতো। কিন্তু তার প্রোমোশন হওয়ায় তার সময়ই হতো না কথা বলার। তাই মাঝে মাঝে তার উপর খুব রাগ হতো। মনে হতো তার জেদের জন্য আজ এমন অবস্থা। মায়ের মন তাই সব সময় সন্তানের জন্য কাঁদে। এভাবে ৩ মাস কেটে গেল। অবশেষে শ্যামল বাসায় আসলো। তাকে দেখে আমি চিনতেই পারলাম না। কারণ তার অনেক পরিবর্কিতন হয়েছে। এসেই আমার পা ধরে সালাম করলো। আমি তাকে দেখে খুশিতে জড়িয়ে ধরে কেঁদে দিলাম আর বললাম। আমিঃ এসেছিস বাবা...!!!! শ্যামলঃ হ্যাঁ মা! তোমার ছেলে তোমার কাছে ফিরে এসেছে। বলে শ্যামল তার বাবার পা ধরে সালাম করলো। তাকে দেখে তার বাবাও খুব খুশি হলো। তারপর সে তার ব্যাগ খুলে আমাকে আর তার বাবার জন্য তখন তিনি তার বাবাকে নতুন কাপড় দিলো আর সবচেয়ে বড় উপহার আমার জন্য একটি মোবাইল ফোন এনেছিলো যাতে আমি তার সাথে প্রতিদিন কথা বলতে পারি। আমি খুব খুশি এই ভেবে যে সে আমার জন্য চিন্তা করে। আমি তাকে খেতে দিলাম। খাওয়া শেষে সে আমাকে মোবাইল চালানো শেখালো আর আমি খুব দ্রুতই তা শিখে গেলাম। শ্যামল ১ সপ্তাহ থেকে চলে গেল। কিন্তু এবার অতোটা খারাপ লাগলো না, কারণ এবার আমার কাছে মোবাইল ছিলো। তাও আবার অ্যান্ডোয়েড। এতে তার সাথে শুধু কথাই না তার সাথে চ্যাটও করতে পারবো। যেদিন সে চলে গেলো সেদিন আমি তাকে ৫ বার কল করেছিলাম। আর প্রতিবার তার সাথে কমপক্ষে আধাঘন্টা কথা বলেছি। এতে করে শ্যামল আমার কাছেই আছে মনে হতে লাগলো। যখন সে কাজে ব্যাস্ত থাকতো তখন তাকে ম্যাসেজ করতাম। তো এভাবেই মোবাইলের মাধ্যমে শুরু হয় আমাদের যাত্রা।
Parent