আমি,আমার ছেলে ও আমার বাপের বাড়ী - অধ্যায় ২
শনিবার রাতে আমরা ঢাকায় আসার জন্য বেরোলাম কিন্তু বাস না পাওযায় আবার ফিরে আসতে হলো।
শ্যামল খুব রেগে গেলো কিন্তু তার নানা নানী বোঝালে সে শান্ত হয়।
শ্যামলের সবচেয়ে বড় সমস্যা ছিল আমরা দুদিনের জন্য আসার জন্য সে কাপড় নিয়ে আসেনি।
আমার কি আমি রমা বা মায়ের শাড়ি পরতে পারি কিন্তু শ্যামলের কোনো উপায় ছিল না।
তার ৩ সেট কাপড় দিয়ে ২১ দিন কাটাতে হবে।
প্রথম দিন, শ্যামল সকালে ঘুম থেকে উঠে বাথরুমে যেতে লাগলো কিন্তু তার আগে তার মামী বাথরুমে চলে যায়।
আমাদের বাড়িতে মাত্র ১ টি বাথরুম।তাই একজন ঢুকলে আরেকজনকে দাঁড়িয়ে থাকতে হয়।
এই বাথরুমটাও আগে ছিলনা। ভাবী আসার পর তৈরি করা হয়েছিল।
প্রস্রাব আমরা আঙ্গিনার কোনো এক কোণায় করতাম যখন বাসায় কোনো পুরুষ না থাকতো।
আর গোসলখানা ছিল দ্বিতীয় তলায়।
রমা যখন বাথরুম থেকে বেরোলো তখন সে পেটিকোট এবং ব্লাউজ পরাছিল।
এদিকে শ্যামল জাঙ্গিয়া পরা ছিল।
গ্রামে প্রচণ্ড গরম ছিল আর কারেন্ট থাকতো সময় মেপে। দিনে ৮ ঘন্টা ও রাতে ৪ ঘন্টা।
আমি আর শ্যামল যে ঘরে থাকলাম সেখানে একটি বিছানা ছিলা তাই আমরা দুজন একসাথে ঘুমাতাম।