আমি,আমার ছেলে ও আমার বাপের বাড়ী - অধ্যায় ৩
এসব পরিস্থিতির সাথে শ্যামলের পরিচয় ছিলনা তাই তার মন খারাপ ছিল কিন্তু আজ ২১ দিন থাকার কথা শুনে তার মন আরো বেশি খারাপ হয়ে গেল সাথে খুর রেগেও ছিল।
শ্যামল গোসল করে নাস্তা শেষ করে আমাদের ঘরে গিয়ে শুয়ে পরলো। তখন মা বলল।
মা: উর্মিলা তুই শ্যামলের কাছে গিয়ে ওর খেয়াল রাখ। আমাদের তো এসবে অভ্যাস আসে কিন্তু তার তো আর অভ্যাস নেই।
আমি উপরের গিয়ে শ্যামলকে দেখলাম সে খুব রেগে আছে।
আমি তার কাছে গিয়ে কিছু বললো তার আগেই সে বলল।
শ্যামল: মা ট্যাক্সি ভাড়া করে চলো চলে যাই।
আমি তাকে আনেক বুঝালাম কিন্তু সে কোনো কথাই শুনচিলনা পরে তার বাবার সাথে কথা বলে কিছুটা শান্ত হলো।
আমি ওর হাত আমার হাতে নিলাম আর বললাম।
আমি: আমার সাথে থাকতে তোর খুব সমস্যা হচ্ছে?
শ্যামল: না মা।
আমি: তাহলে অন্য চিন্তা বাদ দে। আর ভাব এই ঘর তুই আর আমি ২১ দিন থাকবে।
শ্যামল: ঠিক আছে মা! শুধু তুমি আর আমি।
আমি: হ্যাঁ! শুধু তুই আর আমি।চোখের সাক্ষাতের চেয়ে আরও কিছু রয়েছে
শ্যামল এখন স্বাভাবিক।
শ্যামল: মা।
আমি: বল?
শ্যামল: কিন্তু আমার কাপড়!
আমি: ঘরের ভিতরে জাঙ্গিয়া পরে থাকবি আর নিজে গেলে কাপড় পরে নিবি।
শ্যামল: ঠিক আছে মা।
আমি: টাইম পাসের জন্য তো মোবাইল আছেই।
শ্যামল: হ্যাঁ! মা মোবাইল তো আছে কিন্তু কারেন্ট?
আমি: আমারটা ব্যবহার করবি। যখন আমারটা ব্যবহার করবি তখন তোরটা চার্জে দিবি আর যখন তোরটা ব্যবহার করবি তখন আমারটা চার্জে দিবি। আর যাওয়া আসার সময় জানিসই।
শ্যামল: সব ঠিক আছে মা কিন্তু এখানে তো খুব গরম।
আমি: তার জন্যই তোকে জাঙ্গিয়া পরে থাকার কথা বললাম।
আমি তাকে বুঝতে নীচে আসলাম আর মাকে বললাম সব ঠিক আছে। সবাই শুনে খুশি হলো।