অপবিত্র ভালোবাসা - অধ্যায় ৫

🔗 Original Chapter Link: https://xossipy.com/thread-69985-post-6011834.html#pid6011834

🕰️ Posted on August 17, 2025 by ✍️ KK001 (Profile)

🏷️ Tags: None
📖 895 words / 4 min read

Parent
<><><>   নভেম্বর মাস মাত্র শুরু হয়েছে , এরি মাঝে ভালো শীত পড়েছে । যদিও রাত এখন অনেক , প্রায় ১২ ট বাজে । জায়ান একটা সিগারেট ধরায় । আকাশের দিকে ধোঁয়া ছেড়ে অনেকক্ষণ আকাশের দিকেই তাকিয়ে থাকে ।   প্রায় আধ ঘন্টা পর অন্য অতিথিরা বেড়িয়ে আসতে শুরু করে । অভির মা জায়ান কে দেখে কাছে ডেকে কথা বলে । অভির বাবাও সৌজন্য মুলক ভাবে বিদায় নেয় । সব শেষে জায়ান ওর মা কে বলে “ চলো তাহলে অনুষ্ঠান তো শেষ হলো”   “ হ্যা চল” জায়ানের মা বলে , জায়ান খেয়াল করে ওর মায়ের চোখের নিচে আবছা একটা অস্ত্রু ধারা । তুশি ওদের মা কেও পার্লার থেকে সাজতে বাধ্য করেছে ,  কারন অভির মা ফুফুরা  সবাই তাই করবে ।  জায়ান মুচকি হেসে ওর মাকে নিজের দামি শাড়ি সামলাতে হিমশিম খেতে দেখে । তারপর জিজ্ঞাস করে “ কই তোমার মেয়ে যাবে না?”   “ নাহ ওরা আরো কিছুক্ষন এখানে থাকবে , আফটার পার্টি না যেন কি , ওদের বন্ধুরাও সবাই থাকবে”   জায়ানের ঠোঁটে একটা মুচকি  হাসি দেখা দেয় , সেই সাথে মুখের ভেতর টা তেঁতো হয়ে যায় । মা কে নিয়ে একটা উবার ডেকে বাসায় চলে আসে জায়ান । রাতে বিছানায় শুয়েও ঘুম আসে না । অনেক দিন আগের একটা ঘটনা মনে পরে যায় । তুশি আর জায়ান তখন সদ্য কলেজের দ্বিতীয় বর্ষে  উঠেছে । ওদের বাবা তখনো বেঁচে আছে । টাকা পয়সার কোন অভাব নেই ওদের ।   তখন জায়ান আর তুশির মাঝে দারুন বন্ধুত্ব । জায়ান তুশি আর অভি এই তিনজন কে আলাদা করা যায় না । সেদিন  অভির জন্মদিনের পার্টির আফটার পার্টি চলছিলো  । সুধু মাত্র ক্লোজ ফ্রেন্ড রা আছে । ফোয়ারার মত এলকোহল চলছে ।  হাই ভলিউমে মিউজিক , উথাল পাথাল ডান্স । লাইট নিভিয়ে আর জি বি লাইট জালানো হয়েছে ।   জায়ান ও ডান্স করছিলো , তুশি ওর সাথেই ছিলো । কিছুক্ষন পর হঠাত জায়ানের খেয়াল হয় তুশি নেই । জায়ান ভাবে হয়তো বাথরুমে গেছে । তাই জায়ান আবার ও ডান্স করতে শুরু করে । কিছুক্ষন পর আবার চেক করে , তুশি নেই । এবার জায়ানের চিন্তা হয় । এমনিতে তুশির এলকোহল টলারেন্স কম ।   জায়ান তুশি কে খুজতে শুরু করে । ওর চিন্তা হয় কোথাও বমি টমি করে পরে আছে হয়তো । একে ওকে জিজ্ঞাস করে তুশি কে দেখছে কিনা । কিন্তু কেউ কোন উত্তর দিতে পারে না । জায়ান বাথরুমেও কয়েবার টোকা দিয়ে তুশির নাম ধরে ডাকে । কোন সারা না পেয়ে ধাক্কা দিয়ে দেখে ভেতরে কেউ নেই ।   জায়ান একে একে সব গুলো ঘর খুজে দেখে , কিন্তু কোথাও নেই । জায়ান তখন কি ভেবে ছাদে যায় , কিন্তু সেখানে গিয়ে যা দেখতে পায় , তা দেখার জন্য জায়ান একদম তৈরি ছিলো না । অভি আর তুশি একজন আর একজন কে কিস করছে ।   জায়ান কে দেখে অভি আর তুশি দুজনেই উঠে দাড়ায় । দুজনেই বেশ ঘাবড়ে গেছে , দুজনের মুখেই কোন কথা নেই । এদিকে জায়ান অবিশ্বাসের দৃষ্টিতে তাকিয়ে আছে ওদের দিকে , ওর হাত মুষ্টি বদ্ধ ।   “ হেই ব্রো চিল , উই উইল এক্সপ্লেইন” অভি একটা হাত তুলে জায়ানের দিকে এগিয়ে আসে কিছুটা ।   “ ডোন্ট ইউ ডেয়ার কল মি ব্রো এগাইন” জায়ান দৃঢ় কন্ঠে বলে , ওর চোখ দুটো রাগে লাল হয়ে গেছে ।   “ হেই , তুই এমন করছিস কেনো? উই আর নট ডুইং এনিথিং রং” অভি ও এবার ঝাঝের সাথে   “ নাথিং রং ? দ্যাটস মাই সিস্টার ইউ আর টকিং আবউট” জায়ান আরো রাগের সাথে বলে   “ সো হোয়াট? আমরা একে অপর কে ভালোভাসি” অভির গলা উঁচুতে ওঠে   জায়ানের ঠোঁটে একটা তাচ্ছিল্য মেশানো হাসি ফুটে ওঠে , তারপর বলে “ তোর ভালোবাসা , থু” জায়ান মেঝেতে থুতু ফেলে ।   “ জায়ান তুই একটু বেশি বেশি করছিস” অভি খুব দ্রুত রেগে যায় , আজো তাই হলো   “ বেশি বেশি আমি করছি , দ্যাট মাই সিস্টার ইউ আরে ফাকিং উইথ” জায়ান ও প্রায় তেড়ে যায় ।   ঠিক সেই মুহূর্তে তুশি দুজনের মাঝখানে এসে দাড়ায় , এতক্ষণ তুশি চুপ ছিলো । সত্যি বলতে জায়ানের কাছে এই অবস্থায় ধরা খেয়ে একটু লজ্জা পাচ্ছিলো । যদিও ওরা দুজন সব কিছু এক সাথেই করে , কেউ কাউকে বিপরিত লিঙ্গ হিশেবে ট্রিট করে না। তবুও আজকের ব্যাপারটা একটু বেশি ই ছিলো ।   অভির আর ওর রিলেশন প্রায় মাস দুয়েক হবে চলছিলো । কিন্তু অভি ভাবতো জায়ান খুব ভালো ভাবে নেবে না । আর এই কারনেই অভি আর ও মিলে সিদ্ধান্ত নিয়েছিলো জায়ানের কাছে ওদের সম্পর্কের ব্যাপারটা না জানানোর ।   তুশি জায়ানের বুকে ধাক্কা দিয়ে জায়ান কে সরিয়ে দেয়ার চেষ্টা করে ,  তারপর চেঁচিয়ে বলে “ জায়ান স্টপ দিস নাউ”   কিন্তু জায়ান থামে না , অভির দিকে আবারো তেড়ে যায় আর অভির উপর অপবাদ দেয় যে ও  তুশির ড্রাঙ্ক অবস্থার  সুযোগ নিচ্ছিলো। কথাটা শুনে অভিও ভীষণ রেগে যায় । প্রায় হাতাহাতি অবস্থা , এদিকে আরো কিছু লোকজন ছাদে উঠে এসেছে ওদের চেঁচামেচি শুনে । তুশি দিগ্বিদিক শূন্য হয়ে , জায়ানের গালে একটা চড় বসিয়ে দেয় ।    “ ফাক অফ জায়ান , হোয়াট  ইউ আর ডুইং ইস নান ওফ ইয়োর বিজনেস” চিৎকার করে  ওঠে তুশি ।   আচমকা এমন চড় পরায় জায়ান আর অভি দুজনেই অবাক হয়ে থেমে যায় । জায়ান অবিশ্বাসের চোখে তুশির দিকে তাকিয়ে থাকে কিছুক্ষন । তারপর কাউকে কিছু না বলে চুপচাপ বেড়িয়ে পরে । পরে বাসায় এসে তুশি বারবার ক্ষমা চায় জায়ানের কাছে। কিন্তু জায়ান ওই বিষয় নিয়ে একদম কথা বলতে নারাজ । এর পর থেকেই জায়ান আর তুশির সম্পর্কের ফাটল ধরে ।   আজ সেই দিনের ঘটনা জায়ান কে বেশ পীড়া দিচ্ছে , কারন আজকে এঙ্গেজমেন্ট করে অভি আর তুশি ওর চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে সেদিন ও ভুল ছিলো । অভি তুশির ব্যাপারে সত্যি সত্যি সিরিয়াস ছিলো ।   <><><>
Parent