অপবিত্র ভালোবাসা - অধ্যায় ৭

🔗 Original Chapter Link: https://xossipy.com/thread-69985-post-6011836.html#pid6011836

🕰️ Posted on August 17, 2025 by ✍️ KK001 (Profile)

🏷️ Tags: None
📖 533 words / 2 min read

Parent
আজকে তুশির গায়ে হলুদ । বাড়িতেই ছোট্ট করে আয়জন করা হয়েছে । অনেক মেহমান এসেছে , জায়ান তুশির ফুফুরা এসেছে , মামারা এসেছে কাজিন রা এসেছে , তুশির বান্ধবিরা এসেছে । ওদের বড় ফুফু বার বার জায়ানের মা কে খোটা দিচ্ছে কেনো ওদের এঙ্গেজমেন্টে ডাকা হয়নি । সাথে বড় মামি মুখ ভেংচিয়ে বলছে , আমাদের আর কি দরকার বড়োলোক আত্মীয় হচ্ছে , আমরা তো গরিব মানুষ ।     জায়ান নিজের আত্মীয়দের এসব কুট কাচালি দাড়িয়ে দাড়িয়ে দেখছিলো । এমন সময় জায়ানের এক মামাতো বন এগিয়ে এসে বলল “ জায়ান ভাইয়া চলো ডান্স করি”   কিন্তু জায়ান ওকে নিরাশ করে বিদায় করে দিলো । জায়ানের এই মামাতো বোন সদ্য  উচ্চমাধ্যমিক পাশ করেছে । জায়ানের উপর হালকা ক্রাশ আছে । সেটা জায়ান বুঝতে পারে ।   এমন সময় জায়ানের মা এসে জায়ান কে বলে যে খাবারের অর্ডার দেয়া হয়েছিলো সেখান থেকে এখনো খাবার আসেনি । জায়ান যেন একটু চেক করে দেখে । মায়ের করুন অবস্থা দেখে একটু মায়া হলো জায়ানের । তাই মায়ের কথা মত বাইক নিয়ে বেড়িয়ে গেলো, সাথে একজন কাজিন কে নিয়ে নিলো  । সত্যি বলতে বেড়িয়ে যেতে পেরে ভালই লাগছে ওর ।   যতবার তুশির দিকে চোখ যাচ্ছে , কেমন জানি একটা অনুভূতি হচ্ছে ওর । গত তিন বছর যাবত যার সাথে প্রায় কথাই হয় না , কথা হলেও সেটা ঝগড়ায় শেষ হয় , সেই মানুষটি কাল চলে যাবে ভেবে মন খারাপ হওয়াটা জায়ানের কাছে বেশ অধভুত লাগে। যতবার ব্যাপারটা মাথায় আসে ততবার বুকের ভেতর টা মুচড়ে ওঠে । জায়ান ভাবে যা হয় ভালই হয় । আগের মত সম্পর্ক যদি থাকতো তাহলে হয়তো আরো বেশি খারাপ লাগতো । গেলো তিন বছরে প্র্যাকটিস হয়ে গেছে ।   একটা সময় ছিলো সব কাজ দুজনে এক সাথে করতো , কোন নতুন মুভি বেড়িয়েছে , দেখতে যাবে, কার সাথে যাবে , জায়ান আর তুশি এক সাথে যাবে । কোথাও খেতে যাবে , জায়ান আর তুশি এক সাথে যাবে , কোথাও ঘুরতে যাবে জায়ান আর তুশি এক সাথে যাবে । ওদের দুজনের দিনের প্রায় পুরোটা সময় এক সাথে কাটতো । কিন্তু গত তিন বছরে , তুশির সব কিছুর পার্টনার ছিলো অভি , জায়ান নয় । ব্যাপারটা খুব ধিরে ধিরে হয়েছে , তাই জায়ান তেমন একটা ফিল করেনি ।   জায়ান কেটারিং হাউজে এসে দেখে ওদের গাড়ি নষ্ট হয়ে গেছে তাই ডেলিভারি দেরি হচ্ছে । জায়ান দ্রুত একটা গাড়ি ডেকে সাথে আনা কাজিন কে খাবারের সাথে পাঠিয়ে দিলো । আর নিজে বাইক নিয়ে  এদিক সেদিক ঘুরে একটু দেরি করে বাড়ি ফিরলো ।   তবে এখনো অনুষ্ঠান চলছে , জায়ানের কাজিন রা তুশির বান্ধবিরা বিভিন্ন গানের সাথে নাচছে । জায়ান এসব থেকে দূরে দুরেই থাকছে । এক পর্যায়ে তুশির সাথে চোখাচোখি হয়ে গেলো । আর তুশি হাত তুলে জায়ান কে ডাকল । জায়ান প্রথমে হাত নেড়ে জানিয়ে দিলো ও আসবে না । কিন্তু তুশি ওকে ছারলো না , কাছে এসে হাত ধরে নিয়ে গেলো । “ ওয়ান লাস্ট টাইম ব্রো, ফর মি  , আই উইল বি  গন বাই দিস টাইম টুমরো”   জায়ান আর না করতে পারলো না , একটা হাসি ফুটে উঠলো ওর মুখে , তারপর ডান্স করতে শুরু করলো , নিজেকে পুরোপুরি ছেড়ে দিলো জায়ান । কতক্ষণ ডান্স করেছে তার ঠিক নেই । সেই আগের দিনের মত , জায়ান অবাক হয়ে দেখলো এখনো ওদের ভাইব আগের মতই ম্যাচ করে ।  তুশির মুখের হাসি একদিকে ওকে আনন্দিত করছে অন্যদিকে একটা ভোঁতা ব্যাথা অনুভুত হচ্ছে ।   <><><>
Parent