অপবিত্র ভালোবাসা - অধ্যায় ৮

🔗 Original Chapter Link: https://xossipy.com/thread-69985-post-6011838.html#pid6011838

🕰️ Posted on August 17, 2025 by ✍️ KK001 (Profile)

🏷️ Tags: None
📖 787 words / 4 min read

Parent
রাত প্রায় পৌনে দুটো । তুশি আর জায়ান দাড়িয়ে আছে বারান্দায় , দুজনেই বেশ কিছুক্ষন চাপচাপ আছে , বাইরের নিস্তব্দতার দিকে তাকিয়ে আছে দুজনেই ।   “ জায়ান তোর আফসোস হচ্ছে না?” তুশি হঠাত জিজ্ঞাস করে   “ কেনো?”   “ আমার হচ্ছে “ তুশি জায়ানের হাতের উপর নিজের হাত রেখে বলে   “ কি নিয়ে আফসোস হচ্ছে , অভির সাথে বিয়ে নিয়ে” জায়ান একটু হেসে বলে ।   তুশি ও হাসে , তারপর জায়ানের বাহুতে একটা থাপ্পড় দিয়ে বলে “ নারে গাধা, আমার আফসোস হচ্ছে আমাদের নিয়ে”   জায়ান একটা নিঃশ্বাস ছারে , ও বুঝতে পারে তুশি ওদের লাস্ট কয়েক বছরের সম্পর্ক নিয়ে বলছে , কিন্তু জায়ান কোন উত্তর দেয় না ।   “ কত সুন্দর সময় কাটিয়েছি আমরা , কিন্তু এই লাস্ট কয়েক বছর একটা কালো দাগ হয়ে থাকবে” তুশি ও একটা দীর্ঘশ্বাস ফেলে বলে ।   এবার ও জায়ান কোন উত্তর দেয় না , চুপ করে থাকে । তবে মনে মনে তুশির সাথে একমত প্রকাশ করে । “ সেই জন্মের পর থেকে আমরা এক সাথে আছি , কত আনন্দ দুঃখ একসাথে শেয়ার করেছি , আজকে আমাদের রাস্তা আলাদা হচ্চে , আমার সংসার হবে , নতুন ফ্যামিলিতে জাচ্ছি , হয়তো আর আগের মত প্রতিদিন দেখা হবে না ,এক সময় আমার আর অভির নতুন আরো একটা পরিবার তৈরি হবে আমি ওদের নিয়ে আরো ব্যাস্ত হয়ে যাবো। কদিন পর হয়তো তোর ও নতুন পরিবার হবে , তুই ও ওই পরিবারের দায়িত্ব পালন করতে গিয়ে ব্যাস্ত হয়ে যাবি   ধিরে ধিরে এমন সময় আসবে হয়তো বছরেও একবার দেখা হবেনা, যতই মুখে অন্য কথা বলি না কেনো এটাই বাস্তবতা যে আগামিকাল ই আমাদের রাস্তা আলাদা হচ্ছে ।  তাই আমি চাই আমরা দুজন আমাদের আনন্দের সৃতি গুলোই মনে রাখবো, আজকের পর থেকে যখনি দেখা হবে আমরা সেই আগের মতই আচরন করবো , আয় আমরা দুজনে মিলে এই প্রতিজ্ঞা করি” কথা গুলো বলার সময় তুশির  গলা ধরে আসে ।   জায়ান কিছু বলতে চেষ্টা করেও বলতে পারে না । সুধু তুশির হাত নিজের হাতে নিয়ে হলকা চাপ দেয় ।  জায়ানের হাতের উষ্ণতা টের পায় তুশি । নিজের অন্য হাত ও জায়ানের হাতের উপর রাখে । বেশ কয়েক মুহূর্ত এভাবে কেটে যায় । তারপর হেসে বলে   “ অনেক হয়েছে ইমোশনাল কথা বার্তা , তবে এটা ভাবিস না যে এতো সহজে তোকে মুক্তি দিয়ে জাচ্ছি , প্রতিদিন না পারি সাপ্তায় অন্তত একবার এসে তোকে জ্বালিয়ে যাবো”   জায়ান ও হাসে , নিজের হাত তুশির হাত থেকে ছারিয়ে নিয়ে বলে “ সেটাও বেশিদিন করতে পারবি না “   “ কেনো তুই কোথায় যাচ্ছিস” তুশি অবাক হয়ে জিজ্ঞাস করে   “ ইউ এস , স্কলারশিপ এসেছে” জায়ান নির্লিপ্ত ভাবে বলে   “ ইউ ডগ , এই কথা আমাকে আগে বলিস নি কেনো?” তুশি জায়ানের মাথায় একটা চড় দিয়ে বলে   “ তুই ও জিজ্ঞাস করিস নি কোনদিন , যে আমার লাইফে কি চলছে, তা ছাড়া মা কেও বলিনি এখনো ” জায়ান হেসে বলে ।   “ হুম তাও সত্য” বলে তুশি একটা দীর্ঘ শ্বাস ফেলে তারপর জায়ানের হাত দুহাতে জড়িয়ে ধরে কাধে মাথা রাখে , বলে “ আই উইল মিস ইউ , ট্রাস্ট মি আই এম সেয়েইং ইট ফ্রম ডিপেস্ট পার্ট অফ মাই হার্ট  , আই কুডেন্ট আস্ক ফর এ বেটার ব্রাদার দেন ইউ , উই হ্যাড এ গ্রেট লাইফ টুগেদার , অ্যান্ড  থ্যাংক ইউ ফর দ্যাট” দুই ভাই বোন কিছুক্ষন ওই ভাবেই দাড়িয়ে থাকে     তারপর তুশি বলে  “ এখন আমি ঘুমাতে গেলাম , কাল আমার ব্রাইডাল লুক খারাপ করতে চাই না তোর সাথে সারারাত বক বক করে” তুশি জায়ান কে ছেড়ে দিয়ে বলে ।   “ আমার ও কোন সখ নেই” বলে জায়ান ও হাসে তারপর দুজনে নিজেদের ঘরে চলে যায় ।   রাতে বিছানায়  শুয়ে জায়ানের চোখ ভেঙ্গে জল নামতে শুরু করে , প্রচণ্ড কষ্টে বুক ভেঙ্গে যেতে চায় , মনে হয় চেঁচিয়ে চিৎকার করতে পারলে বুকের জন্ত্রনা কিছুটা কমতো । তুশির বলা একটা কথাই বার বার ওর কানে বাজতে থাকে ‘ কাল থেকে আমাদের পথ আলাদা হচ্ছে’    পথ আলাদা হয়েছিলো আরো তিন বছর আগে , কিন্তু কাল থেকে সেটা অফিসিয়াল হচ্ছে । কাল থেকে এ বাড়িতে তুশি নামে মেয়েটা আর থাকবে না , না ঝগড়া করার জন্য ও না । সত্যি বলতে জায়ান ইউ এস যাওয়ার সিদ্ধান্ত আজকেই নিয়েছে , ওই সময় ই  যখন তুশির সাথে কথা বলছিলো । এমনিতেই এপ্লাই করেছিলো , যাবে কিনা তা নিয়ে সন্দিহান ছিলো , জায়ান ওর মায়ের কথা ভেবে কিছুটা দোমোনা করছিলো । কিন্তু যখন ওর মাথায় এলো , বাড়িতে ফিরে দেখবে তুশি নেই , বা ফেরার কোন চান্স নেই, তুশি নামক মেয়েটা যে এক সময় এই বাড়ির বাসিন্দা ছিলো , এখন সে অন্য বাড়ির বাসিন্দা  । তখন জায়ান সিদ্ধান্ত নিয়ে ফেললো । অন্তত দুটো বছর বাড়ি থেকে দূরে থাকলে হয়তো এই ভয়ঙ্কর ব্যাপারটা মানিয়ে নিতে পারবে ।   হ্যা মায়ের কষ্ট হবে , কিন্তু জায়ানের কিছুই করার নেই , এই বাড়িতে জায়ান আর থাকতে পারবে না । কিছুতেই না । জায়ান চেষ্টা করবে মা কে নিয়ে যেতে নিজের কাছে । অনেক সময় স্কলারশিপ স্টুডেন্ট দের ফেমেলি মেম্বার নিয়ে যাওয়ার অনুমতি দেয়া হয় ।   <><><>
Parent