ভালবাসার ঘর - অধ্যায় ১৩

🔗 Original Chapter Link: https://xossipy.com/thread-63000-post-5753454.html#pid5753454

🕰️ Posted on September 29, 2024 by ✍️ AAbbAA (Profile)

🏷️ Tags:
📖 1497 words / 7 min read

Parent
আমি দাঁড়িয়ে মায়ের চলে যাওয়ার দিকে তাকিয়ে ভাবতে লাগলাম যে আর ১৬ দিন, আমার কাছে যেন ১৬ দিন না, ১৬ বছর মনে হচ্ছে। নানা হুজুরের কাছ থেকে বিয়ের জন্য একটা শুভ দিন দেখে এসেছে। সেই শুভ দিনটা ছিল আজ থেকে ১৬ দিন পর। এখন আমার অবস্থা এমন যে এই ১৬ দিনই আমার কাছে ১৬ বছর মনে হচ্ছে? এখন এক মুহূর্তের জন্যও মাকে ছেড়ে থাকতে ভালো লাগছে না। তবে আমি জানতাম না যে এই ১৬ দিনে আমাদের জীবনে এতোকিছু ঘটবে। আমরা অনেক কিছু পাব। যা আমাদের পরবর্তী জীবনকে এতো সহজ করে তুলবে। আর এর সাথে আমি একটা নতুন জিনিসও পাব, যা আজ পর্যন্ত আমার জীবনে ছিলনা। আর তা হলো আমি আমার হবু স্ত্রীর সাথে গোপনে প্রেম করার সুযোগ পাবো। আমি সকালে চট্টগ্রাম পৌঁছে ফ্রেশ হয়ে দ্রুত অফিসে গেলাম। আজ একটু কাজের চাপ থাকায় সন্ধ্যায় বাসা ফিরলাম। বাসায় এসেই বিছানায় শুয়ে পড়লাম। আজ সারাদিনের ক্লান্তির সাথে সাথে গত কয়েকদিন ধরে ঘুমও কম হচ্ছিলো। তাই আজ একই সাথে দুটোর ফল পাচ্ছি। আমি খুব খিদে পেয়েছিল। তখন আমার মনে পড়ল যে খাবার দিয়ে যাওয়া লোকটা আমাকে দুপুরে ফোন করে বলছিল যে সে আজ রাতে খাবার দিতে পারবে না। আমি রান্নাঘরে গিয়ে ফ্রিজে শুধু ডিম পেলাম। দুধ বা রুটি কিছুই ছিল না। সেই ডিম আমি নুডুলস বানাতে লাগলাম। আমি শুধু এটাই রান্না করতে পারি। কারণ মা আমাকে কখনো রান্নাঘরে যেতেই দেয়নি। হঠাৎ আমার মাথায় এল যে এখন তো আমার ব্যাচেলর জীবন শেষ হতে চলেছে। আমার পরিবার হতে যাচ্ছে। কিছুদিনের মধ্যে আমি আবার মায়ের রান্না করা খাবার খেতে পারবো। তবে এখানে আমি আমার মায়ের কাছ থেকে না, আমার স্ত্রীর কাছ থেকে, মানে আমার বিবাহিত স্ত্রীর গাতের রান্না করা খাবার খেতে পারবো। নুডুলস বানাতে বানাতে ভাবছিলাম যে কাল মা জানতো আমি ব্যাগ আনতে রুমে যাবো। তাই সে তাড়াতাড়ি খাবার বানিয়ে নানীর কাছে দিয়ে দ্রুত আমার ঘরে গিয়ে আমার জন্য অপেক্ষা করছিল। এসব ভাবতে ভাবতে মনের মধ্যে একটা সুখের অনুভূতি আসতে লাগল। মা কাল আমাকে বুঝিয়ে দিয়েছিলো যে সে এখন আমাদের নতুন সম্পর্ক নিয়ে কতটা খুশি। সে আমাকে তার সমস্ত হৃদয় দিয়ে ভালবাসে আর সে এখন আমাকে তার স্বামী হিসাবে ভালবাসতে শুরু করেছে। সে তার কাজ আর তার চোখের ভাষায় আমাকে তা বুঝিয়ে দিয়েছে। সে চাচ্ছিলো যে আমার মনে যে দ্বিধা আর যে প্রশ্ন আছে তা এবার এখানে আসার আগেই তা দূর হয়ে যাক। তাই শেষ মুহূর্তে এসে সে নিজেই আমাকে সব বলে গেল। সে আমাকে এটাও বুঝিয়েছিলো যে এখন থেকে তাকে আমার স্ত্রী মনে করা উচিত। কেন জানি না এখন আমার মনে হচ্ছিল তাকে জড়িয়ে ধরে, তার চোখের দিকে তাকিয়ে থাকি। এখন আমি মায়ের স্পর্শ অনুভব করার জন্য, তার মনের ধুকধুক অনুভব করার জন্য আর তার মধুর কণ্ঠ শোনার পাগল হয়ে উঠলাম। আমি মোবাইলটা হাতে নিলাম। এখন রাত প্রায় সাড়ে দশটা বাজে। আমি ভাবলাম যে মা কী এতো রাত অব্দি জেগে আছে কি না। তবু আজ নিজের ভাগ্যকে পরীক্ষা করার জন্য মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করলাম। আমি: আমার এখন তোমার সাথে কথা বলতে খুব ইচ্ছে করছে। এটা লেখার পর আমার খুব লজ্জা লাগলো। তারপর কিছুক্ষণ চিন্তা করে সেটা মুছে ফেললাম আর লিখলাম। আমি: হাই! গত একসপ্তাহ ধরে তার সাথে আমার সরাসরি কোন কথা হয়নি। আর এখন তো পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। তাই আমি এসব ভেবে এটা লিখে পাঠালাম। কাল সে আমার কাছে নিজেকে সমর্পণ করে, আমার প্রতি তার ভালোবাসার কথা জানিয়ে দিয়েছে। তবুও আমার মনের মাঝে সব দ্বিধা দ্বন্দ্ব এখনো পুরোপুরি দূর হয়নি। ধীরে ধীরে আমরা আমাদের পুরনো সম্পর্ক ভুলে গিয়ে নতুন সম্পর্কের মধ্যে জড়াবো। এক সময় আমাদের নতুন সম্পর্কটা মজবুত হয়ে দাঁড়াবে। তবুও আমি জানতাম মা আমার কাছে তাকে সমর্পণ করার পরও আমাদের নতুন সম্পর্কটা মানে নিতে তার কিছুটা সময় লাগবে। এসব ভাবতে ভাবতে আমার খাবার রান্না হয়ে গেল, আর আমার চোখটা বারবার মোবাইলের দিকে যাচ্ছিল। এখনো পর্যন্ত মা কোন উত্তর দিল না। হয়তো সে ঘুমিয়ে পড়েছে। আমি একবার তাকে ফোন করি। আবার ভাবলাম যে সে যদি ঘুম থেকে উঠে ফোনটা ধরতে সময় নেয় তবে নানা-নানী সেই আওয়াজ শুনতে পাবে। তারা শুনলে বুঝবে পারবে যে রাতের এই সময়ে মাকে আমি কল দিয়েছি। কারণ বেশি মাকে কল দেয় না। আমিই তাকে যখন তখন কল দেই। আগে করলে কোন সমস্যা ছিলনা, কিন্তু এখন আমার লজ্জা করতে লাগলো। তাই আমি হতাশ হয়ে পড়লাম। একটা বাটি আর চামচ নিয়ে রান্নাঘরে যাওয়ার জন্য উঠতেই একটা মেসেজ এলো। আমি সাথে সাথে মেসেজটা দেখলাম। মা পাঠিয়েছেন। সেও শুধু 'হুম' লিখে পাঠিয়েছে। এটা দেখে আমার ঠোঁটে হাসি ফুটে উঠল। আমি বুঝতে পারলাম যে সে এখনও জেগে আছে। আর এখন সে আমার সাথে কথা বলতে চায়। আমার মনের ভিতরে সব কথা হারিয়ে যেতে লাগলো। আমি তাকে কী বলবো তা বুঝতে পারছিলাম না। কিছু বুঝতে না পেরে হঠাৎ লিখলাম। আমি: তুমি এখনো জেগে আছো? মেসেজটা পাঠানোর পর আমি মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলাম। এদিকে আমার মনের মধ্যে অন্য কিছু ঘটছিল। এবার আমি চট্টগ্রামে আসার পরেও আমি তাকে মাকে বলে ডাকছিলাম। তবে কালকের পর থেকে আমার মনে হয়েছিল যে আমাকে দ্রুত এই নতুন সম্পর্কটা মেনে নিতে হবে। আমি এসব ভাবছিলাম, ঠিক তখনই বিপ বিপ করে মায়ের মেসেজ আসলো। মা: হুমম। সম্ভবত এই প্রশ্নের উত্তর দিতে তারও লজ্জা করছিলো। কারণ এটুকু লিখতেই সে অনেক সময় নিয়েছে। আমি এটা ভেবে খুবই খুশি হলাম যে, সে এখনো জেগে আছে। আমার দুই হাতের বুড়ো আঙুল এখন আমার মোবাইলের কিপ্যাডের উপর নাচছে। আমার মনে ঝড় আর দ্বিধা দুটোই চলছিল। আমি বুঝতে পারছিলাম না যে আমি এখন কি করব, কিভাবে করব, নাকি তাকে সরাসরি কল করব। তাই আমি মেসেজ করলাম। আমি: আমি কি তোমাকে কল করতে পারি? জীবনের প্রথম আমি মায়ের সাথে এরকমভাবে কথা বলছি। আজ আমরা জীবনের এমন একটা সময়ে দাঁড়িয়ে আছি যে, একে অন্যের সাথে কথা বলতে বা কিছু করতে মনে একটা দ্বিধাবোধ কাজ করছে। মনে হতে লাগলো যেন আমরা দুজন দুজনার অপরিচিত কেউ। হঠাৎ করেই সবকিছু বদলে গেলো। এখন আমরা একে অপরের সাথে খুব বুঝে শুনে কথা বলতে লাগলাম। এখন থেকে আমার একে অপরকে নতুনভাবে জানতে লাগলাম। এখন থেকে আমাদের একে অপরের মনে দরজা, যা শুধুমাত্র একজন জীবনসঙ্গীর জন্যই খোলে, তা খুলতে হবে। অনেক সময় চলে গেল, কিন্তু মায়ের কোন উত্তর আসলো না। হয়তো এখন আমার সাথে সরাসরি ফোনে কথা বলতে মা লজ্জা পাচ্ছে। আমি জানি তার কিছুটা সময় দরকার। এক রূপ থেকে অন্য রূপ পরিবর্তিত হতে, তার দেহ ও মনকে সম্পূর্ণরূপে তার ভবিষ্যত স্বামীর কাছে সমর্পণ করতে। আমি তাকে স্বামীর ভালবাসা দিয়ে তার সাথে সারাটা জীবন কাটাতে চাই। আমি তাকে বিশ্বের সবচেয়ে ভাগ্যবান স্ত্রী বানাতে চাই। কখনও তাকে সামান্যতম কষ্টও দিতে চাই না। আমি চাই সে যে আগামী ৭ জন্ম আমার স্ত্রী হয়ে থাকে। তবে মায়ের কোন উত্তর না আসায় আমি মন খারাপ করে বাটিটা রাখতে রান্নাঘরে গেলাম। রান্নাঘরে পৌঁছতেই মোবাইলের বিপ বিপ শব্দ শুনতে পারলাম। আমি দৌড়ে বেডরুমে গেলাম আর মোবাইলটা চেক করলাম। দেখি মা উত্তর দিয়েছে। মা: আচ্ছা। এটা দেখে আমার শরীরটা আবারও কাঁপতে লাগলো। সাথে সাথে আমি বিছানায় বসে মাকে কল করলাম। তার ফোনে রিং হতে সে কলটা রিসিভ করলো। আমি তার হ্যালোর জন্য অপেক্ষা করতে লাগলাম। কিন্তু সে কিছুই বললো না। কিন্তু আমি তার উপস্থিতি অনুভব করলাম। এমনিতেই রাত, চারিদিকে নিস্তব্ধতা, কোন শব্দ নেই। তাই আনি তার নিঃশ্বাসের শব্দও শুনতে পাচ্ছিলাম। আমি এটা ভেবে কাঁপছিলাম যে ফোনের ওপাশে রয়েছে আমার হবু স্ত্রী।। আমি তার মিষ্টি কন্ঠের কথা শোনার জন্য অপেক্ষা করছিলাম। আসলে আমরা দুজনেই চুপ করে ছিলাম। আর আমরা আমাদের এই নীরবতার ভাষা বোঝার চেষ্টা করছিলাম। কিন্তু কিছুসময় চলে যাওয়ার পরও যখন সে কিছুই বলল না, তখন আমিই বাধ্য হয়ে বললাম। আমি: নানা-নানী কী ঘুমিয়ে পরেছে? কিছুক্ষণ পর সে মৃদুস্বরে বলল। মা: হ্যাঁ। তার মিষ্টি কণ্ঠে আমি স্পষ্ট লজ্জার ছাপ বুঝতে পারলাম। আমার মনটা আনন্দে নেচে উঠলো। আমি তাকে এটা বুঝতে দিলাম না। তাই প্রসঙ্গ ঘুরিয়ে হালকা হেসে বললাম। আমি: আমি এইমাত্র রাতের খাবার খেলাম। সে একথা শুনে একটু চুপ করে থেকে, একটু দুশ্চিন্তা নিয়ে জিজ্ঞেস করল। মা: এতো দেরি কেন? আমি স্বাভাবিকভাবে কথা বলতে থাকলাম। আমি: আসলে আজ অফিসে কাজ থাকায় বাসায় আসতে দেরী হয়ে গেছে। একথা বলে আমি কিছুক্ষণ থেমে গেলাম। তারপর আবার বললাম। আমি: আর আজ খাবার দিয়ে যাওয়া লোকটাও খাবার দিয়ে যায়নি। আমি বুঝতে পারলাম যে লজ্জা আর সংকোচ এখনো মাকে আমার সাথে স্বাভাবিকভাবে কথা বলতে বাঁধা দিচ্ছে। তবে এবার বেশী সময় না নিয়ে তৎক্ষণাৎ মা জিজ্ঞেস করলো। মা: কেন? আমি: জানি না। তার নাকি কি কাজ ছিল তাই সে আজ আসেনি। সে আবার কিছুক্ষণ চুপ করে থাকলো। তারপর একটু চিন্তিত কন্ঠে বলল। মা: তাহলে রাতের খাবার খাওয়া কীভাবে হলো? আমি ফিসফিস করে বললাম। আমি: আমি যা তৈরি করতে জানি তা তৈরি করেছি। নুডুলস আর ডিম। সে কিছু একটা ভেবে বলল। মা: বাইরের হোটেলেও তো খাবার পাওয়া যায়। আমার ভুলটা ধরা পড়ার পরও আমি তাকে বললাম। আমি: পাওয়া তো যায়। কিন্তু এখন এত রাতে আমার বাইরে যেতে আর ভালো লাগছিল না। আমি একটু চিন্তা করে বললাম। আমি: তবে এখন থেকে আমি আর এটা করব না। তারপর কোন কিছু চিন্তা না করেই আমি বললাম। আমি: আর তো মাত্র কয়েকটা দিন, তারপর তো সব সময় তোমার হাতের রান্না..... একথা বলতে গিয়ে থেমে গেলাম। একথা শেষ করতে পারলাম না। এই প্রথম আমার মুখ থেকে এমন কথা বের হলো। আমি এতে লজ্জা পেতে লাগলাম। আজ পর্যন্ত আমরা আমাদের বিয়ে সম্পর্কে একে অপরকে কিছু বলিনি। এদিকে মাও একথায় চুপ হয়ে গেল। এরফলে একটা ব্যাপার হল যে এখন পর্যন্ত আমাদের নতুন সম্পর্কের ব্যাপারে আমার আর মায়ের মধ্যে যে অদৃশ্য প্রাচীরটা ছিল তা ধীরে ধীরে ভেঙে পড়তে লাগল। আমি আমার হৃদয়ের দরজা পুরোপুরি খুলে গেল, আর তার প্রতি আমার ভালবাসা বেরিয়ে আসতে লাগলো। এতে আমি তাকে হালকা কাঁপা কাঁপা কন্ঠ বললাম। আমি: I Love You.
Parent