বিয়ে by Entertainment7 - অধ্যায় ১৬

🔗 Original Chapter Link: https://xossipy.com/thread-4812-post-189474.html#pid189474

🕰️ Posted on February 19, 2019 by ✍️ pcirma (Profile)

🏷️ Tags:
📖 1701 words / 8 min read

Parent
মাসি- চারদিন আগে বিকালে বাবুকে ফোন করার পরই সুপ্তি বাড়ি ছাড়ার সিদ্ধান্ত নেয়। আমার শক্ত মনের মেয়েটা বাড়ি থেকে পালিয়ে গিয়ে নিজেকে শেষ করবে ঠিক করে পাছে বাড়িতে কাজটা সম্পন্ন না হয়। সেদিনই ওর কাকি বুঝতে পেরে আমায় বলে আর জীবনে প্রথমবারের মতো ওকে বকি। তারপরই ও সব কথা বলে। প্রথমটা আমার খারাপ লেগেছিল পুরোপুরি ভেঙ্গে পড়েছিলাম। কিন্তু পরে ওর কথা ভেবে সব মেনে নিই, এখন সবকিছু তোমাদের হাতে। তারপর কান্না ভেজে গলাতেই দিদার দিকে তাকিয়ে- মা তোমার জামাইও মেনে নিয়েছে, তোমার জামাই আসতে চেয়েছিল মেয়ের খুশির জন্য ও পায়ে হাতে ধরে হলেও তোমাদের রাজী করাবে বলে। মাসির কথা শেষ হতে ঘরের নিস্তব্ধতা আমায় গিলতে আসছিল। আমি ছুটে গিয়ে 'মাসি' বলে পায়ে হুমড়ি খেলাম তাই আমার কান্না কারো চোখে পড়ছিলনা। মাসি আমার কাঁধ ধরে তোলার চেষ্টা করছিল কিন্তু আমি এ মুখ কিকরে দেখাব মাসিকে অপরাধ তো আমি করেছি তার জন্য সুপ্তিকে হারাতে বসেছিলাম। হয়ত দেরি হলে হারিয়েও ফেলতাম। মাকে কথা দেবার পর থেকে সুপ্তির সঙ্গে ভালোভাবে কথাও বলিনি। সুপ্তি শুধু একা তো ভালোবাসেনি আমিও তো ওকে ভালোবেসেছি। মাসি আমায় একপ্রকার জোর করেই তুলল, আমি মাসির মুখের দিকে না তাকিয়ে নিচের দিকে তাকিয়েই বললাম আমি- আই এ্যম সরি মাসি; সব আমার জন্য। মাসি- ব্যস ব্যস আর কিছু বলতে হবেনা। কান্না থামিয়ে আমাকে জড়িয়ে নিল। দিদা- কিরে সুমি? মা একটু ম্লান মুখেই বলল- আমি আর কি বলব আমি তো রাজি কিন্তু আমাদের সমাজে যে এ বিয়ে মেনে নেবে না। মামা- এসব আমরা বড়োরা পরে ভাবব। এখন তুমি সুপ্তি আর সুজনের বিয়েতে রাজি তো? মা- সবাই রাজি থাকলে আমি রাজি নাহয়ে পারি! একটা কৃত্রিম হাসি নিয়ে বলল। সবার কথা থামলে আমি মাসিকে কিছু বলব বলে যেই শুরু করেছি আমি- মাসি... মাসি- এখনো মাসি বলবি? গাধা বউয়ের মা শ্বাশুড়িমা হয়, যাকে মা বলতে হয় জানিসনা। আমি তখনো মাসিকে জড়িয়ে মুখটা মাসির ঘাড়ে গোজা, তাই মাসির কথায় সবাই হাসলেও আমার লজ্জা পাওয়াটা কেউ দেখতে পেলনা। মাসির মুখোমুখি দাড়িয়ে বললাম আমি- তুমি আমার কাছে চিরকাল মাসিই থাকবে। আর মাসির শেষেও যে মা কথাটা আছে। মাসি আমি সুপ্তির সাথে একবার দেখা করে আসি। মামা- কেন আর তর সইছেনা বুঝি? সবার হাসির রোলটা একটু বড় হচ্ছিল। ছুটে বেরিয়ে গেলাম ঘর থেকে। এরপরে ওরা ঘরের ভিতর কি আলোচনা করছিল শুনিনি। ঘর থেকে বেরিয়েই আমি ঠিক দরজার পর্দার আড়ালে যে জায়গায় দাড়িয়েছিলাম সে জায়গায় সুপ্তিকে দাড়িয়ে থাকতে দেখে থতমত খেয়ে গেলাম। মুখোমুখি হতেই লজ্জায় মুখ নামিয়ে নিল। তারমানে ভিতরের সব কথা শুনেছে এখান থেকে। সুপ্তি চলে যাবার জন্য পা বাড়াতেই আমি- এই দাড়াও। ভারী গলাতেই বললাম, সুপ্তিও দাড়িয়ে পড়ল ওর হাত ধরে ছাদে নিয়ে চলে গেলাম। ঘরের ভিতর আমাদের একসাথে কথা বলতে দেখলে ঠাট্টার খোরাক হয়ে যাব তাই ছাদে। ছাদে উঠেই সুপ্তিকে জড়িয়ে ধরলাম। ও ভ্যাবাচ্যাকা খেয়ে গেল প্রথমটা। আমি সুপ্তিকে আমার মধ্যে অনুভব করতে চাইছিলাম। আমি- তুমি মরার কথা ভাবার আগে একবারো ভাবলেনা আমাদের সবার কথা, আমার কথা বাদ দিলাম তোমার মা,বাবা,কাকু,কাকিমা এদের কথা। তোমার মধ্যে একটা ঝড় চলছে সেটা কাল তোমায় দেখেই বুঝেছি। সুপ্তি আমার কথা শুনে আরো চেপে আকড়ে ধরল আমায়, আমারও ওকে ছাড়তে ইচ্ছা করছে না।   দুদিন খুব আনন্দ করার পর মাসি চলে গেল সুপ্তি থাকতে চাইছিল কিন্তু সবার কথা শুনে তাকেও যেতে হল। এই দুদিনে সুপ্তিকে কয়েকবার জড়িয়ে ধরেছি মাত্র এছাড়া তেমন কিছুই হয়নি। একবার তো মাসি নিজে আমাদের ঘরের মধ্যে জড়াজড়ি করে শুয়ে থাকা অবস্থায় দেখে গলা খাকরি দিল। যদিও কিছুই করছিলাম না, শুধুই সুপ্তিকে কাছে পাবার অনুভূতিটা গ্রহন করছিলাম। ধিড়মিড় করে উঠে দুজনেই লজ্জায় পড়ে গেছিলাম। আবার একবার মামা আমাদের ছাদে একসাথে দেখে ফেলল তখন সবে সুপ্তি আমায় ওকে কিছু করার কথা বলছে। মামার পিছন থেকে ডাক শুনে ছাড়তে হল একে অপরকে। জানি সুপ্তির রাগ হচ্ছিল মামার উপর আমারও হচ্ছিল। একবার তো মনে হল মামা নিজে কিছু পায়নি তাই সেই রাগটা আমাদের উপর ফলাচ্ছে। সুপ্তি তো একবার বলেই ফেলল - উফ কি জালা রে বাবা! সবার যেন সহ্য হচ্ছেনা আমাদের প্রাইভেসি। ভাবছে কিছু যদি করে ফেলি এখনই। ঝড় তো উঠেছে দুজনের মধ্যেই আরো কাছাকাছি থাকার আরো আকড়ে ধরার। কিন্তু মায়ের স্বপ্নটা আমায় ভালো করে পড়াশোনা করে একটা বড়ো চাকরি করা এটা তো পূরন করতেই হবে। তাই বিয়েটাতে স্থগিতাদেশ মা নিজেই দিল। একটা কথা বারবার মনে হচ্ছিল যখনই সুপ্তির কাছে থাকছিলাম তখনই মনে হচ্ছিল মাকে হারিয়ে ফেলছিনা তো আমি!! এক অজানা আশঙ্কায় মনটা খচখচ করতে লাগল। এই দুদিনে মার সঙ্গে তেমনভাবে কথাই হয়নি। সুপ্তি চলে যাওয়ার দিন একটু বেশি সময় চাইছিল আমার সাথে সময় কাটানোর জন্য। কিন্তু সেটা সম্ভবই হলনা। কেউ না কেউ আমাদের একা থাকায় বাধা দিচ্ছিল। তাতে সুপ্তির রাগটা বাড়ছিলই। তবে একটা জিনিসে বেশ খুশি ছিল তাই রাগটা সহজেই দমন করে নিচ্ছিল আর সেটা হল সবাই আমাদের বিয়েটা মেনে নেওয়া। মাসিদের বাড়ি যাওয়ার পরদিন সকালে স্কুলে যাওয়ার আগে বা স্কুল থেকে ফিরেও মার সাথে তেমন কথা হলইনা। মা শোবার সময়ও আমার ঘরে দেখা করতে এলনা। আমি মায়ের ঘরে দরজা খুলতে গিয়ে দেখি ভিতর থেকে বন্ধ। মনটা বারবার বলছিল কেন এমনটা হল এই তো দুদিন আগেও মা আমার সাথে ভালোভাবেই কথা বলেছে তাহলে আজ কি হল। সুপ্তির কাছে আসার থেকে মায়ের এমনভাবে গুম হয়ে যাওয়াটা আমায় মনোকষ্টে ফেলে দিয়ে ভীষনভাবে ভাবাচ্ছিল। আমি বুঝতে পারছিলামনা আমার কি করা উচিত। যেটা জরুরি ছিল সব থেকে আগে মার সাথে কথা বলা। কিন্তু সেটার সুযোগই হচ্ছিলনা। তাই রাত্রে আমার ঘরে ব্যালকনিতে দাড়িয়ে ভাবছিলাম কি করা যায়! আরো খোলামেলা জায়গা প্রয়োজন হয়ে পড়ছিল ঐরাতে। যেখানে খোলা বাতাসে নিজের মনটা আরো হালকা হয়। তাই ছাদে গিয়ে একটু প্রানভরে বাতাস নিয়ে একটা সিগারেট ধরিয়ে টানতে টানতে ঠিক করলাম মার সাথে কথা বলতে হবে আর মাকে আমার সাথে সহজভাবে কথা বলাতে হবে। মা এভাবে আমার থেকে দূরে যেতে পারেনা। সিগারেট শেষ হতে ঘুমের লেস লাগতে নীচে নেমে মামার ঘরের পাশ থেকে পাশ হবার সময় কিছু আওয়াজ আমায় আকর্ষন করল দাড়িয়ে পড়ার। দরজায় ভালো করে কান লাগালাম এটা মামা আর মামীর কথা বলার আওয়াজ আস্তে আস্তে আসছে মামী- তোমরা কি বলত কেউ ওদের একটু একা থাকতে দিলেনা ,,, মামা- আরে মেজদিই তো বলেছিল ওদের এখন একদম একা যেন না ছাড়ি। মামী- তাই বলে ... মামা- আমি বুঝতে পারছি ওদের দুজনেরই মন খারাপ কিন্তু এখন যদি কিছু হয়ে যায় তাহলে এখনি ওদের বিয়ে দিতে হবে আর যাতে করে দিদির সব স্বপ্ন মাটি হয়ে যাবে। বাবুকে বড় বানানোর স্বপ্নটা পূরন হবে না। মামী- বুঝলাম। মামা- আচ্ছা ছাড় না বলছি আজ তোমায় আদর করতে খুব ইচ্ছা করছে। এই দুদিনে তোমায় একবারো কাছে পাইনি। মামী- আহ ঘাড়ে অমন করোনা শুড়শুড়ি লাগছে। কিহোলে চোখ রেখে দেখি ঘরের নীল আলোয় দেখা যাচ্ছে মামা মামীর শরীরের উপর উঠে নিজের শরীরটাকে ঘসছে। মামী- আহ ছাড়ো না। আমি কিন্তু চেচাবো অমন করলে। (হালকা হাসির শব্দ) মামা- একবার চেচিয়েই দেখো না কে আসে দেখি। আর যদিওবা কেউ আসে তাহলে প্রথম প্রশ্ন হবে তুমি আমার ঘরে কেন? তখন কি উত্তর দেবে বলতো? মামী- উফ.. কি রাক্ষসরে বাবা লাগেনা বুঝি। বুকে কেউ ওভাবে কামড়ায়? মামা- আজ তোমায় চিবিয়ে খেয়ে ফেলতে মন চাচ্ছে। এই একটু ব্লাউজটা খুলে দাওনা। মামী- না, শুধু ঐসব না? মামা- তুমি তো বিয়ের আগে কিছু করতে দেবেনা, ঠিক আছে। বলে মামা বিছানা থেকে নেমে পড়ল মামী- ওকি কোথায় চললে? মামী চট করে উঠে বসে মামার হাতটা ধরল মামীর আচল বুক থেকে পড়ে কোলে তখন। মামা- তুমি এঘরে ঘুমিয়ে পড়ো আমি বাবুর কাছে শুয়ে পড়ছি। মামী- অমনি রাগ না তোমার? আমি কি তোমার সাথে মজা করে কথা বলতে পারিনা? আমায় কষ্ট দিতে তোমার খুব ভাললাগে তাই না? মামা তবুও নিশ্চল হয়েই দাড়িয়ে রইল। মামী- যদি আজ এভাবে চলে যাও তাহলে আর কোনদিন আমার মুখ দেখতে পাবে না। মামা মামীর শেষ কথা শুনে মামীর দিকে ফিরতেই মামী হেচকা টানে মামাকে নিজের বুকে টেনে নিল। মামী- ওফ মেরে ফেলবে নাকি হবু বউয়ের বুকে ঝাপ কাটছ.. (আদুরি সুরে) মামা মামীকে আষ্টেপিষ্টে জড়িয়ে নিয়ে বলল- আমি তোমার সাথে কথা বলব না। (কৃত্তিম রাগের ভান করে) মামী- ঠিক তো? মামা- কথা বলবনা বলেছিনা। ওদের কথাবার্তা শুনে আমার মনেও উথাল পাতাল শুরু হয়ে গেছে। মামী- ও... আমার সোনাটার রাগ হয়েছে বুঝি? মামা- (অভিমানী সুরে) আমি তোমায় শুধু ভালবাসতে চাইছি একটু তাহলে তুমি এমন কথা বললে কেন? আমি কি একটু আবদার করতে পারিনা? আমি তো জানি বিয়ের পর সব দেবে তবুও আমি তোমার সাথে মজা করি একটু। মামী- প্লিজ কষ্ট পেওনা তোমার কষ্ট হলে আমার বুক ফেটে যায়। মামা- আর কোনদিন ওভাবে মরার কথা বা চলে যাওয়ার কথা বলবেনা প্রমিস করো। মামী- হুম বাবা হুম করলাম আমার সোনাটা এবার আর রাগ করেনা। হঠাত ডাইনিংএর আলো জলে ওঠায় আমি চমকে উঠি। আমার তো কোন হুশই ছিলনা আমি কোথায়, কটা বাজে, কেউ আমায় দেখছে কিনা। আমি যেন সিনেমা হলে সিনেমা দেখছি। আলো জলে ওঠায় চমকে ঘুরে দাড়িয়ে এদিক ওদিক তাকিয়ে সুইচ বোর্ডের দিকে দেখি মা সুইচের উপর হাতটা রেখে আমার দিকেই তাকিয়ে দাড়িয়ে আছে। সর্বনাশ এবার কি হবে, মাথা নিচু করেই দাড়িয়ে রইলাম। আমি মাথা না তুলেই বুঝতে পারছি মা একই জায়গায় একইভাবে দাড়িয়ে দৃষ্টি আমার দিকেই। আমি একভাবে দাড়িয়ে থাকলে এখানেই ভষ্ম হয়ে যাব মায়ের দৃষ্টির কবলে পড়ে। সোজা মাথা নিচু করে মাকে পাশ কাটিয়ে নিজের ঘরে ঢুকে পড়লাম। খানিক পর মা ঢুকল আমার ঘরে।   ঘরে ঢুকে বসেছি সবেমাত্র মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে শুধু বুকের মধ্যে ধড়ফড়ানি বুঝতে পারছি প্রচন্ড হারে বেড়েছে। এরপর কি ঘটবে সেটার জন্য অপেক্ষা করা ছাড়া আর কোন কাজ নেই যেন। এমন সময় মা আমার ঘরে হুড়মুড়িয়ে ঢুকে পড়ল। এবার অজানা আশঙ্কায় পুরো শরীর রক্তশূন্য হয়ে যাবে মনে হল। আমিও উঠে দাড়িয়ে পড়লাম। মা ঘরে ঢুকে খোলা দরজার পাশে বুকে হাত বেধে আমার দিকে তাকিয়ে দাড়িয়ে রইল। চোখে রাগ স্পষ্ট। আমার তো আজ মনেহয় জীবনের শেষদিন আজই হয়ত এবাড়ি থেকে বিতাড়িত হব। তবুও মাকে কিছু বলতেতো হবে, বললাম আমি- মা আমি.... এটুকুই বলেছি শুধু মায়ের নড়াচড়ায় আমি স্তব্ধ। মা বুকের উপর থেকে হাত খুলে ঘুরে দাড়িয়ে দরজাটা বন্ধ করল। এবার না জানি কি হবে তবুও বলতে চেষ্টা করলাম আমি- মা আমি আমি... আমার কথা শেষ হবার আগেই মা একপ্রকার ছুটে এল আমার কাছে, এসেই প্রথমে একটা ঠাস করে চড় আমার গালে। আমার গালটা চচ্চড় করতে লাগল। কিছু ভাবার আগেই আরেক গালে আরেকটা। চোখ তুলে তাকাতে আরেকটা, এবার তো অনবরত চলতেই থাকল। বেশ কয়েকটা দেবার পর মা কাঁদছে আর বলছে মা- কেন তুই এমন করলি? না এটা তো মায়ের রাগের কথা নয়। তাহলে মা কেন কাঁদছে। আমি- মা আমায় ক্ষমা ক... আমার কথা শেষ হবার আগেই মা আমার গলার কাছে টিশার্টের অংশটা মুঠো করে ধরে নিজের দিকে টেনে নিয়ে অভিমানী কান্নায় বলল মা- কেন তুই এমন করলি বাবু? না মায়ের কথা আমার বোধগম্য হলনা। আমি- না মা আমি আমি সরি মা। মা হঠাতই আমায় ছেড়ে দিয়ে মেঝেতে বসে পড়ল কান্নায় পুরোপুরিই ভেঙ্গে পড়েছে। আমি হতবুদ্ধি, কি ব্যাপার আমি যা করেছি তার জন্য মায়ের তো কাঁদার কথা নয়। কাঁদার কথা তো আমার। আমিও আস্তে আস্তে মায়ের সামনে বসে পড়লাম মেঝেতে। আমি- মা আমায় ক্ষমা করে দাও প্লিজ। মা ঝাঝিয়ে উঠল- না তুই আমার সঙ্গে কোন কথা বলবিনা।
Parent