বন্ধু বন্ধুর মায়ের নাগর। - অধ্যায় ৩৩
আমি যাক বাবা ফিরে এলে তোমাদের দুজনকে আমি আমার টাকায় ঘুরতে পাঠাবো বাবার আসতে এখনও তিনমাস তারমধ্যে আমার চাকরি ও হয়ে যেতে পারে। দুটো তো ভাইবা দিলাম তাইনা রেজাল্ট বের হোক দুই একদিনের মধ্যে রেজাল দেওয়ার কথা। মা আমি মেদিনীপুর জোনে দিয়েছি যদি হয় তো এদিকে চাকরি হবে বুঝলে তখন বাড়ি তো থাকা হবেনা আমার এদিকে থাকতে হবে।
মা বলে কি তুই যদি চলে জাস তো আমি একা থাকবো কি করে। এই রান্নাটা কিন্তু ভালো হয়েছে তাইনা। এখানের রান্না এত ভালো হয়।
আমি হ্যা খুব ভালো হয়েছে আর এখানের জল ভালো যত খাও অসবিধা নেই হজম হয়ে যাবে।
মা তোর চাকরি এদিকে হলে কি করবি আমাকে।
আমি কি আবার আমার কাছে নিয়ে আসবো না হলে বাবাকে কাজ ছারিয়ে নিয়ে আসবো দুইজনে বাড়িতে থাকবে স্বামী স্ত্রী সারাদিন রোমান্স করবে বাড়ি বসে। ভালো মন্ধ বুঝে তো বাবাকে বাড়ি দেখলাম না এখন থাকবে।
মা একটা দীর্ঘ নিঃশ্বাস ছেরে সে ঠিক বাবা দেখ তোর কিছু হলে আমাদের দুশ্চিন্তা কমে।
আমি মা সত্যি ভালো খেলাম তাইনা।
মা নারে খুব ভালো খেলাম চলো এবার গিয়ে একটু বিশ্রাম নেই বলে উপরে উঠতে লাগলাম আর ওদের সাথে দেখা মা ছেলে দুজনে আসছে।
আমি কিরে ডাকছিলাম সারা পেলাম না। কি রুমে ছিলি নাকি।
রফিক হ্যা আমারা গোসোল করিনাই রুমে চলে এসেছিলাম একটু ঘুমিয়ে নিয়েছি বুঝলি খাওয়া হয়ে গেছে তবে যা আমরা খেয়ে আসছি। বিকেলে বের হবি তো।
আমি হ্যা বের হবো।
রফিক আমাদের ডাক দিস একসাথে বের হবো।
আমি আচ্ছা বলে মাকে নিয়ে রুমে চলে এলাম। মা এসেই ছায়া খুলে সোজা বিছানায় উঠল আর বলল একটা ঘুম দেব কয়টা বাজে এখন। আমি বল্লাম এইতো দুটো বাজে বাবাকে ফোন করবে না।
মা আমি ফোন করেই ঘুমাবো বলে বাবাকে ফোন করল আর কথা বলতে লাগল, বলল জানো আমাদের গামছা হারিয়ে গেছে কি বাজে জিনিস একটা অঘটন না ঘটে তাই ভাবছি গামছা হারানো ভালো না।
বাবার গলা পেলাম তুমি না এখনও ওইসব ভাবো বাদ দাও কেমন রুম নিয়েছ ভালো তো।
মা হ্যা সে বিষয়ে তোমার ছেলের পছন্দ আছে খুব ভালো একটা রুম নিয়েছে তুমি খেয়েছ।
বাবা না এইত এলাম খেয়ে আবার যাবো এখন কি করবে।
মা আর কি এখন একটু ঘুমাবো তারপর বিকেলে যাবো বীচে দেখি তোমার ছেলে কি খাওয়ায় বীচে নিয়ে দুপুরে তো খাসীর মাংস ভাত খাওয়ালো।
বাবা ভালো ছেলে তোমার ভালো আমি না পারলেও ছেলে তো তোমাকে ঘুরতে নিয়ে গেল যাক আনন্দ কর আমার সময় কম খেয়ে আবার ডিউটিতে যেতে হবে রাখলাম। রাতে ফোন করব কেমন। এখন রাখো।
মা দেখলি তোর বাবার আমার সাথে কথা বলারো সময় নেই খালি ব্যাস্ত আর ব্যাস্ত।
আমি নাও আর কথা নয় এবার একটু ঘুমাই, জলে অনেক ক্লান্ত হয় কম কষ্ট ওইভাবে স্নান করা।
মা হুম বুঝেছি আমাকে ধরতে হয়েছে বলে তাইনা ঠিক আছে কালকে আর যাবনা।
আমি না কেন যাবো তবে একদম প্রস্তুতি নিয়ে যাবো যাতে কোন অসবিধা না হয়।
মা আমাকে তোর কোলে নিতে কষ্ট হয় তাইনা হবেনা কত ভারী আমি ৮০ কেজি ওজন আমার। আর তোর তো ৬৫ কেজি তাই না।
আমি হুম বলে বিছানায় মাথা দিয়ে শুয়ে পড়লাম। ভালো একটা ঘুম হল আসলে মাল ফেললে একটু ক্লান্ত লাগে তাই ভালো ঘুম হলো। তিন ঘণ্টা ঘুমালাম উঠে মাকে ডাকলাম ওমা চলো এবার বীচে যাই।
মা হ্যা কিরে চুড়িদার পড়ে যাবো বলছিস নাকি আবার কুর্তি পড়ব।
আমি না এবার চুড়িদার পড়ে চলো ওটা তো পরেও দেখনি আমি একটু ওদের ডেকে আসি।
মা হ্যা যা এত ভালো না দেখ কি করে।
আমি দরজায় নক করতেই রফিক দরজা খুলে দিল দেখি চাচী চুড়িদার পড়ে বসে আছে।
রফিক দেখ তোর দেওয়া চুড়িদার কেমন লাগছে আম্মুকে।
আমি চাচী একদম একঘর লাগছে কত ছেলে যে তোমার পেছনে লাগবে দেখ তুমি। দারুন সেক্সি লাগছে তোমাকে। সব ফিট হয়েছে তো এটা তো বাড়িতে পরনাই।
রফিক না আম্মুকে মানিয়ে ভাই তোর পছিন্দ আছে তোর মায়ের আর আমার আম্মুর তো তুই পছন্দ করেছিস। দেখ সত্যি আম্মুকে ভালো লাগছে। আমার একটা ভুলের জন্য কাকি আমাকে এখন চোখে দেখতে পারেনা যাক ভালই হয়েছে না হলে আমি আম্মুর এত কাছে থাকতে পারতাম না। এখন দুইজনে এক ঘরে থাক্তো তাইনা।