বৃত্ত (আপাতত বিরতি) শেষ করবো। তবে দেরী হবে। - অধ্যায় ২

🔗 Original Chapter Link: https://xossipy.com/thread-57857-post-5357237.html#pid5357237

🕰️ Posted on September 18, 2023 by ✍️ মাগিখোর (Profile)

🏷️ Tags:
📖 214 words / 1 min read

Parent
সুধী পাঠকবৃন্দ,  অপরাধ নেবেন না। গল্প লেখা হয় পাঠকদের আনন্দ দেওয়ার খাতিরে। আপনারা পড়ে আনন্দ পেলে, লেখকের সন্তুষ্টি। কিন্তু, এই লেখাটা, সহজ ব্যাপার নয়। আপনাদের মনে হতেই পারে; কীবোর্ডে আঙুল চালালেই তো লেখা বেরিয়ে আসে। হ্যাঁ, সত্যি। কীবোর্ড টিপলেই লেখা বেরোয়। কিন্তু, সমস্যা হচ্ছে, কোন বোতাম টিপবো? পেশাদার লেখকদের কথা আলাদা। তাঁরা, পুজোর সময় তিনটে উপন্যাস, চারটে বড় গল্প, পাঁচটা কবিতা আনায়াসে নাবিয়ে দিতে পারেন। কিন্তু, তার পেছনে, সারা বছরের পরিশ্রম থাকে; যেটা পাঠক দেখতে পান না।  আমাদের মতো সখের লেখকদের সমস্যা অন্য জায়গায়। কাজের ফাঁকে ফাঁকে সময় করে লিখতে হয়। পর্ণ হলে; সেটাও লুকিয়ে।  যেকোনো সুস্বাদু খাবার পরিবেশনের গুণে দেখতে ভালো লাগে। খেতে আরও ভালো। কিন্তু সুধীজন, এটা মাথায় রাখবেন; আগে বাজার থেকে কেনাকাটা করে, তাকে ধুয়ে মুছে কেটেকুটে রেডি করতে হয়। তারপর, কড়াই চাপিয়ে, সঠিক তাপে, সঠিক সময় নিয়ে, যত্ন করে রাঁধতে হয়।  সেরকমই লেখার বেলায় তাই। মনের মধ্যে একটা আইডিয়া ডেভেলপ করা, মনে মনেই বিভিন্ন চরিত্র এনে গল্পের কাঠামো বাঁধা এবং, কাঠামোতে মাটি দিয়ে মূর্তি গড়া, সবটাই সময়সাপেক্ষ। সুতরাং, আপডেট দিন, আপডেট দিন বলে ব্যাস্ত হবেন না। মাটির প্রতিমা রঙ না করে, জামা কাপড়, অলঙ্কার ইত্যাদি না পরিয়ে, আপনাদেরকে পরিবেশন করলে; ভালো লাগবে না। পাতে দেবার মতো আপডেট হলে, নিশ্চয়ই পোস্ট করবো। ইতিমধ্যে, আপনাদের মন্তব্য, কোনো আইডিয়া বা সাজেশন আমাদের কলমকে সচল রাখতে সাহায্য করবে। সঙ্গে থাকুন।   আপনাদের ভালোবাসার কাঙাল লেখক।
Parent