দাবার চাল - অধ্যায় ২৫

🔗 Original Chapter Link: https://xossipy.com/thread-10418-post-860060.html#pid860060

🕰️ Posted on September 11, 2019 by ✍️ Premik57 (Profile)

🏷️ Tags:
📖 210 words / 1 min read

Parent
৮.২ আখতারুজ্জামান চৌধুরী তার স্ত্রীকে নিয়ে খাগড়াছড়িতেই থাকেন, তার একমাত্র ছেলে জাবেদ চৌধুরী  মাঝে মাঝে তাকে দেখতে আসেন ৷ কিন্তু গত মাসে জাবেদ আসেনি, যদিও টাকা পাঠিয়েছে কিন্তু টাকাই তো আর সব না! আখতার ছেলেকে বিয়ে দিতে চাচ্ছেন,  কিন্তু ছেলে তার বিয়ে করতে নারাজ! প্রেমটেম করছে বলেই তার সন্দেহ ,আজকালকার ছেলেপুলেরা তো এমনই! তবে বাবার জন্যে তার যথেষ্ট দরদ! মাকে বারবার বলে গিয়েছে যেতো তার দিকে খেয়াল রাখে! সে তো সুস্থই তার দিকে এতো খেয়ালের কি আছে?  তার স্ত্রী নাজনীন তার জন্যে চা নিয়ে এসেছে! আহ নাজনীনের হাতের চাএর কোনো জবাব নেই! —ফোনটা দেওতো জাবেদের সাথে একটু কথা বলবো,  নাজনীন টি-টেবিলের উপর থেকে আখতার সাহেবকে ফোনটা দিলেন,  রিং হচ্ছে ....... —আস্লামুয়ালাইকুম আব্বা — ওয়ালায়কুম, কিরে বাবা, আমাদের কি তোর দেখতে ইচ্ছে করেনা? কিসের এতো কাজ তোর? —না, আব্বা, আসলে আড়তের জালানের হিসেব, সিন্ডিকেটের হিসেব এসব নিয়ে একটু ব্যাস্ত আছি, —তোর সিন্ডিকেট কি নিজের বাবার থেকেও বড়? —না, আব্বা একদম না, —আচ্ছা, আমি কালই আসছি, —হ্যা, অবশ্যই আসবি, —মাকে ,একটু  দেন তো  আখতার ফোনটা নাজনীন কে বাড়িয়ে চায়ে চুমুক দিলো, নাজনীন কথা বলতে বলতে কিচেনের দিকে চলে গেলো ৷ জাবেদ—  বাবার অবস্থা এখন কেমন ? নাজনীন— ভালোই ৷ জাবেদ— দেখুন, উনার দেখভালের যেনো বিন্দু মাত্রও ত্রুটি না হয়,আমাদের চুক্তি মনে আছেতো? নাজনীন নিচু স্বরে উত্তর দিলো —হ্যা আছে,  —মনে রাখবেন !
Parent