গোধূলি আলো'র গল্পগুচ্ছ - অধ্যায় ৭

🔗 Original Chapter Link: https://xossipy.com/thread-62343-post-5597677.html#pid5597677

🕰️ Posted on May 14, 2024 by ✍️ Godhuli Alo (Profile)

🏷️ Tags:
📖 399 words / 2 min read

Parent
সে রাতে আরো তিনবার মিলিত হলাম আমরা। অবারিত সুখের ঘোরে বাকি সবকিছু ভুলে গেলাম। পরদিন সকালে বাবার বাড়ি গিয়েই অবশ্য বিষয়টি ভুলে যেতে হলো। কারণ সেখানে অসুস্থ মাকে নিয়েই ব্যস্ত থাকতে হয়েছে। ছেলের খোঁজ রাখাই সম্ভব হয় নি। সে তার মামা এবং কাজিনদের নিয়েই ব্যস্ত ছিল। মাঝে মাঝে আমার সাথে দেখা এবং কথা হলেও তা ছিল আগের সেই স্বাভাবিক মা ছেলের মতোই। এক সপ্তাহ সেখানে থাকার পর মা যখন একটু সুস্থ হলেন তখন ছেলেদের নিয়ে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম আমি। এবার‌ও রাতের বেলা লন্চের কেবিনে তিনবার মিলিত হলাম আমরা। নতুন এই সম্পর্ক এবং নতুন পারিপার্শ্বিক সবকিছুতে এতোটাই মগ্ন ছিলাম যে, আর কোনোদিকে খেয়াল‌ই ছিল না। সম্বিৎ ফিরলো তখন যখন বাড়িতে ফেরার কয়েকদিনের ভেতরেই বুঝলাম যে আমি আবার কনসিভ করেছি। স্বামীর সাথে দেখাই হয় না এক মাসের বেশি হয়ে গেছে। এই সন্তান যে বিপুলের সাথে লন্চের কেবিনে রাত্রিযাপনের ফসল তাতে আর কোনো সন্দেহ র‌ইলো না। ভয়ে মুখ শুকিয়ে গেলো। কি করবো না করবো কিছুই বুঝতে পারছিলাম না। বিপুল তখন ভার্সিটিতে। ওর ফেরার জন্য অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় র‌ইলো না। বিকেলবেলা ছাদে গিয়ে বিপুলের ফোনে একটা টেক্সট করে বললাম, শিগগির ছাদে এসো।  একটু পর বিপুল এসে বলল, কি ব্যাপার? এতো জরুরী তলব! আমি শুকনো মুখে বললাম, সর্বনাশ হয়ে গেছে। আমি আবার কনসিভ করে ফেলেছি। তোমার বাবা বাড়িতে আসেন না একমাসের বেশি। লন্চের কেবিনে আমরা ইমোশনাল হয়ে গিয়ে নিরোধকের কথা তো চিন্তাও করি নি। আমি নিশ্চিত এই সন্তান তোমার। এখন কি করবো? বিপুলের মুখ হাসিতে ভরে গেলো এই কথা শুনে। সে বলল, আরে এতে চিন্তার কি আছে? এটা তো খুশির কথা। আমি - কি যে বলো? আমি তো ভাবছি কি করে একে নষ্ট করবো? বিপুল রাগী স্বরে বলল, ছিঃ এমন কথা বলে না। এটা আমার প্রথম সন্তান। তাও আবার আমার জন্য সবচেয়ে বিশেষ মানুষটির পেটে। আমি একে কোনোভাবেই নষ্ট হতে দেবো না। যেভাবেই হোক একে পৃথিবীর আলো দেখাতেই হবে। আমি - সেটা কি করে সম্ভব? বিপুল - আরে কিছুদিন পরেই তো বাবা আসছে বাড়িতে। সে কটা দিন একটু চেপে রাখো। তারপর কোনোভাবে বাবার ঘাড়েই চাপিয়ে দিও দায়টা। মেয়ে মানুষের ছলাকলার অভাব আছে? আমি - কিন্তু আমার যে বড্ড ভয় করছে। যদি কোনোভাবে সত্যিটা প্রকাশ পেয়ে যায়? বিপুল - কিচ্ছু হবে না। ভরসা রাখো আমার ওপর। দরকার হলে আমরা এখান থেকে পালিয়ে যাবো তবু আমার সন্তানকে আমি পৃথিবীর মুখ দেখাতে চাই। আর তোমার ভেতরেও এই সিরিয়াসনেসটা থাকতে হবে। আমার দিব্যি র‌ইলো। আমি কোনোমতে মাথা নিচু করে বললাম, আচ্ছা ঠিক আছে। বিপুল স্নিগ্ধ হাসিতে মুখ ভরিয়ে বলল, এই তো লক্ষ্মী মেয়ে।
Parent