গোধূলি আলো'র গল্পগুচ্ছ - অধ্যায় ৮৮

🔗 Original Chapter Link: https://xossipy.com/thread-62343-post-5949140.html#pid5949140

🕰️ Posted on May 18, 2025 by ✍️ Godhuli Alo (Profile)

🏷️ Tags:
📖 316 words / 1 min read

Parent
ভেবেছিলাম মা হয়তো নিজেকে ছাড়িয়ে নিয়ে আবার আমাকে প্রহার করবেন। কিন্তু তেমন কিছুই ঘটলো না। মা নিজেকে শক্ত করে ঠায় দাঁড়িয়ে র‌ইলেন। রাগ করলেন না বা আমার আবেগে সাড়াও দিলেন না। তার নির্লিপ্ততা দেখে কিছুক্ষণ পর আমি তাকে ছেড়ে দিলাম। দুজন মুখোমুখি কিছু সময় দাঁড়িয়ে থাকবার পর মা মৃদুস্বরে বললেন, আমি অনেক ভেবে দেখলাম যে, এটাই হয়তো আমাদের ভাগ্যে ছিল। ন‌ইলে সেদিন রাতে কেনো ওভাবে আমরা মিলিত হবো? ঐ ঘটনায় তো আমাদের কারোরই কোনো হাত ছিল না। ভাগ্য‌ই আমাদের মিলিয়েছিল আর সেই ভাগ্য‌ই তোমাকে এমন পাগল করে তুলেছে। তাই সবকিছু ভুলে গিয়ে এই ভাগ্যের হাতে চোখ বুজে নিজেদের সঁপে দেয়াটাই হয়তো ঠিক হবে। মায়ের কথা শুনে আমার মুখে হাসি ফুটে উঠলো। তাই দেখে মা বললেন, কিন্তু ধর্মকে নারাজ আমি করতে পারবো না কোনোভাবেই। আল্লাহ‌ই যেহেতু আমাদের মিলিয়েছিলেন তাই সেই আল্লাহকে সাক্ষী রেখেই আমাকে তোমার বিয়ে করতে হবে। তারপর আমাদের সম্পর্ক শুরু হবে। আমি উৎফুল্ল হয়ে উঠে বললাম, সেটা কীভাবে হবে? মা বললেন, যাও ওযু করে এসো। কুর‌আন ছুঁয়ে আল্লাহকে সাক্ষী রেখে আমরা একে অপরকে স্বামী স্ত্রী হিসেবে গ্রহণ করবো। আমি বুক ভরা প্রশান্তি নিয়ে বাথরুমে ঢুকে ওযু করে নিয়ে, পাজামা পাঞ্জাবী পরে মায়ের ঘরে গেলাম। দেখলাম তিনিও ওযু করে এসেছেন তবে যে শাড়িটি পরে ছিলেন সেটাই পরে আছেন। শুধু মাথায় আঁচল তুলে দিয়েছেন। তারপর আমরা কুরআন ছুঁয়ে আল্লাহকে সাক্ষী রেখে একে অপরকে স্বামী স্ত্রী হিসেবে গ্রহণ করে নিলাম। তারপর মাকে আমি নিজের বুকে জড়িয়ে ধরলাম। মাও আমার বুকে হাত রেখে ঝরঝর করে কেঁদে দিলেন। আমি তার পিঠে হাত বুলিয়ে দিতে লাগলাম। এক ফাঁকে তিনি নিজেকে ছাড়িয়ে নিয়ে নিচু হয়ে আমাকে কদমবুচি করলেন। আমি সাথে সাথেই তাকে তুলে নিয়ে আবার নিজের বুকে জড়িয়ে ধরলাম। মাও এবার পূর্ণ আবেগে আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। তিনি কিছুটা শান্ত হলে পরে আমরা দু রাকাত নামাজ পড়ে নিলাম একসাথে। তারপর মা বললেন, এখন যাও নিজের ঘরে। আমি রাতের খাবার তৈরি করবো এখন। আজ রাতে আমার ঘরেই শোবে। আমি আস্তে করে তার কপালে একটা চুমু দিয়ে উল্লসিত মনে নিজের ঘরের দিকে গেলাম।
Parent