কাকলির শয়তানের পুজো - অধ্যায় ২

🔗 Original Chapter Link: https://xossipy.com/thread-49749-post-4958938.html#pid4958938

🕰️ Posted on September 19, 2022 by ✍️ Momscuck (Profile)

🏷️ Tags:
📖 477 words / 2 min read

Parent
বছর বিয়াল্লিশের কাকলি আহামরি কিছু দেখতে নয়, কিন্তু এক ঝলক দেখলে বেশ ভালোই লাগে। গায়ের রং ধবধবে ফর্সা। মুখে চোখে অদ্ভুত একটা রহস্যময়তা। কিন্তু কাকলি এমন একজন যাকে ছোট বাচ্চা থেকে বুড়ো সবাই সম্মান করে ভালোবাসে। কাকলির স্বামী ধনঞ্জয় চৌধুরী পেশায় উকিল। কিন্তু সেই রকম নাম ডাক নেই। পারিবারিক ভাবে এই ব্যবসা বলে এখনো দুটো চারটে মানুষ তার কাছে এসে। ইদানিং ধনঞ্জয় জমি বাড়ির দালালি করে যা কামাই তাতেই চলে ওদের। কাকলির ছেলে ক্লাস এইটে পড়ে। পড়াশুনায় মাঝারি মাপের। কাকলি বহুবার কাজ করতে চেয়েছে, কমসে কম তার হাতের কাজের সম্ভার দিয়ে একটা দোকান। সোনার গয়না, শাড়ি এসব আর কোন মেয়ে না চায়। তার জন্য টাকা লাগে। কোথায় পাবে টাকা কিছু না করলে। কিন্তু ধনঞ্জয় বাবু সেই পুরোনো ধ্যান ধারণার মানুষ। আজকাল তো আবার কারণে অকারণে কাকলিকে সন্দেহ করে। একেকটা সময় কাকলির আর নিতে পারে না। কিন্তু কোথায় যাবে সে? বড় কোনো যোগ্যতা নেই। বাপের বাড়ি বলেও কিছু নেই। বাবা মা মারা গেছে সেই কবেই। তার এটাই ভাগ্য ভেবে কাকলি মেনে নিয়েছিল তার সংসারকে। ভালোবাসা যে কোনো দিন ছিল এমন টাও মনে পড়ে না কাকলির। কত অশান্তির পর তো একটা বাচ্চা নিলো। ছেলেও একদম বাপের মতোই। মাঝে মাঝে বাবা মার ছবিটার সামনে দাঁড়িয়ে কাঁদে ব্যাস ওই টুকুই ওর সুখ।  কাকলি চাই ছেলে বড় হয়ে এমন একজন হোক যাতে ওর বউকে এই কষ্ট সহ্য করতে না হয়। কিন্তু ছেলে ঠিক ওর মনের মতো না। পড়াশুনা করতে চাই না। এই ছেলের জন্যই তার এখন সব সময় চিন্তা। ছেলের গৃহশিক্ষক হিসাবেই কাকলি ফোন করেছিল সাগরকে।  পরের দিন রাত আটটা নাগাদ সাগর কাকলির সাথে দেখা করতে গেল। সারাদিনের ব্যস্ত রুটিনের মধ্যে এই সময়টায় তার ফাঁকা ছিল। ধনঞ্জয় চৌধুরী কাকলি চৌধুরী নাম দেখে সে দরজায় ডাকলো। কাকলি দরজা খুলতেই সাগর চমকে উঠলো। কে এই ভদ্রমহিলা? তার মায়ের ছবির সাথে এত মিল কি করে এই মহিলার? কিন্তু সে তো মামার বাড়ির সবাইকে চেনে। এ তো তাদের কেউ নয়। তবে ?  পড়ানোর দিন সময় ঠিক করে যখন কাকলি চা বানিয়ে আনলো সাগর অনিচ্ছা সত্ত্বেও চা খেতে বসতেই হলো। সে পছন্দ করে না কারো বাড়িতে কিছু খেতে। কিন্তু এই মহিলার ব্যবহার ও রহস্যময়তা তাকে যেন টানছে। তাই চা নিয়ে বসলো। ঠিক এমন সময় ঘটে গেল একটা ঘটনা। ধনঞ্জয় বাড়িতে ছিল না। ঠিক এই সময় ফিরে এলো। আর হামলে পড়লো সাগরের উপর। হাতের চা ছিটকে গেল। কিছু বুঝে ওঠার আগেই দুটো চড় খেয়ে গেল।  ধনঞ্জয় গরজাচ্ছে।  ধনঞ্জয়: আমি জানতাম তুই নাগর ঘরে নিয়ে  আসিস। আজ হাতে নাতে ধরেছি। মাগী আমার ঘরে এসব চলবে না।  কাকলি: কি যাতা বলছো। ছাড়ো উনাকে।  ধনঞ্জয়: চোপ, বেরো ঘর থেকে।    ততক্ষনে সাগর বুঝেছে কি হচ্ছে। শক্ত হাতে তার জামাটা ছাড়িয়ে জোরে ঠিলে দিলো ধনঞ্জয়কে। ছিটকে পড়ে ধনঞ্জয় তাকিয়ে থাকলো সাগরের দিকে।  কাকলি: আরে কথাটা তো শুনবে আমার। উনি বাবুর নতুন স্যার। কথা বলতে এসেছিল। ছি ছি।  সাগর আর কোনো কথা বললো না। গায়ের জামাটা একবার ঝেড়ে আগুন দৃষ্টিতে তাকালো কাকলির দিকে। তারপর বেরিয়ে গেল। কাকলি আবার বসে পড়লো সোফাটাই। একরাশ হতাশা নিয়ে। মেঝে তে পরে থাকা ধনঞ্জয় কে দেখলো না অবধি ঘৃণায়।
Parent