লোভী ও ভীতু - অধ্যায় ৪

🔗 Original Chapter Link: https://xossipy.com/thread-47587-post-4835828.html#pid4835828

🕰️ Posted on June 11, 2022 by ✍️ Momscuck (Profile)

🏷️ Tags:
📖 939 words / 4 min read

Parent
যে সময়ের কথা বলছি তখন 1983 কিংবা 1984 সাল। সাধনার দ্বিতীয় বিয়ের ফুলশয্যার রাত। সাধনা বুঝেছিল সে যে ভালোবাসা একদিন পেয়েছিল সেটা থেকে অনেক পর হয়ে গেছে। সাধনার আগের সব কথাই এই বাড়ির সবাই জানে। তাই বিয়েটা খুব ছোট করেই হলো। সাধনা ভাবছিল অন্য কথা। প্রভাত ছিল কমিউনিস্ট। আর আজ যে তার স্বামী সে সেই ব্যবসায়ী। সত্যি শ্রেণীশত্রুর এমন কান্ড। নিজের মনেই একবার হাসলো। আচ্ছা যদি প্রভাত কোনো দিন এর পর সামনে এসে দাঁড়ায়? কি বলবে ও? এসব ভাবতে ভাবতেই সিঁড়িতে একটা চটির আওয়াজ পেলো। এ বাড়িতে ইলেক্ট্রিক লাইন আছে। বাল্ব জ্বলে একটা রেডিও আছে। ফ্যান ও আছে। শীতের রাত তাই ফ্যান বন্ধ। কয়েক মুহূর্ত পর ঘরে ঢোকে প্রণব। সাধনা তাকে একবার ভালো করে দেখেছে মাত্র। সেই যেদিন  দার্জিলিংয়ের ঘটনার পর ফিরে এলো। দরজা লাগানোর আওয়াজে একটু সতর্ক হয়ে ওঠে। মনে পড়ে অনেক বছর আগের এমনি একটা রাত। প্রণব ই কথা শুরু করে। প্রণব: কয়েকটা কথা তোমাকে বলতে চাই। সাধনা: আপনার সব কথা শুনব। আগে আমাকে একটা কথা বলুন কাকাবাবু শুয়েছেন? পিসিমা বললো..... প্রণব: বাবা অনেকক্ষন শুয়ে পড়েছে। আসলে আমার একটু দেরি হয় । সাধনা: বলুন কি বলবেন? প্রণব: আমাকে ক্ষমা করবেন। এখনই আমার পক্ষে আপনাকে স্ত্রী এর সব টুকু ভালোবাসা অধিকার দেওয়া সম্ভব না। তবে আমাকে একটু সময় দিন। আমি আপনার সাথে বেইমানি করবো না। বিয়ে যখন করেছি সব টুকু দায়িত্ব কর্তব্য পালন করব। শুধু একটু সময় চাইছি। কথাগুলো একটু দ্রুত বলে চুপ করে যাই প্রণব। মাটির দিকে তাকিয়ে থাকে। সাধনার মনে একটু যা খটকা ছিল তা নিমেষে শেষ হলো। এত ভালো একজন মানুষকে সে আপন করতে আর দ্বিধা করবে না।  সাধনা: এভাবে বলার কোনো দরকার নেই ছোট বাবু। বৌমনিকে ভুলে আমাকে গ্রহণ করতে আমি বলবো না। আপনি কাকা বাবু দুজনেই যে অবস্থায় ছিলেন । আমি একজন বন্ধু হয়ে শুধু পাশে থাকতে চেয়েছিলাম ।কাকা বাবু যখন আমাকে বললো বিয়ের কথা আমার মনেও দ্বন্দ্ব ছিল। তারপর ভাবলাম বউয়ের মতো বন্ধু আর কেউ হয় না। কোনো অধিকারের জন্য না। পাশে থাকার জন্য আপনার সাথে বিয়ে করেছি। ওসব অধিকার বা কর্তব্যের কোনো কিছুই লাগবে না।  প্রণব : আর ভালোবাসা? সাধনা: যে জীবনটা কাটিয়েছি। যাক সে কথা। আমার ও সুখ দুঃখ হাসি কান্নায় আপনাকে পাশে চাই। ব্যাস।  সেদিন রাতে ওদের মধ্যে হয়েছিল এক অদ্ভুত সমীকরণ। ওরা ভালো বন্ধু হয়েছিল। সুখ দুঃখ হাসি কান্নার সব রকম সাথী হয়েছিল। দুজনে খুনসুটি করতো। ঝগড়া করতো। কিন্তু তখন ও শারীরিক ভাবে মিলিত হয় নি।  এতদিন প্রণবের কারো রান্নায় ঠিক মতো পছন্দ হতো না। তার আগের স্ত্রীর রান্না নিয়ে সেই মজা করতো। কিন্তু সাধনার রান্না তার অদ্ভুত রকম ভালো লাগতে লাগে। পুরুষের মনের রাস্তা পেট দিযে এমনি একটা কি কথা আছে যেন। সেটা হয়তো সাধনা বুঝতে পেরেছিল।  ইতিমধ্যে সাধনা তার অফিসের কাজ ছেড়ে ব্যবসার হিসাবের কাজে লেগে যায়। এতে সাধানও অনেকটা সময় পাই নিজের মতো। আর প্রণবের ও সুবিধাই হয়। তখন গরমকাল। দুপুরবেলায় স্নান করত সাধনা। এমনিতেও উপরে কেউ আসে না। সাধনা প্রণব আর কাজের মাসি মালতী ছাড়া। প্রণব তো দুপুরে ঘরে থাকে না। আর মালতী মাসি সেই সকালে কাজ করে গেছে। তাই স্নান সেরে ভিজে শাড়িটা গায়ে জড়িয়ে বাথরুম থেকে বেরিয়ে আসে সাধনা। ঘরে ঢুকে দরজা লাগিয়ে দিয়ে ঘুরতেই দেখে সামনে কিছুটা দূরে প্রণব। দুজনেই চমকে ওঠে। দুজনেই পূর্ণযৌবন নিয়ে আর দীর্ঘদিন সঙ্গীবিহীন। দুজনের চোখে চোখ পড়তেই প্রণব চোখ সরিয়ে নেওয়ার চেষ্টা করে। কিন্তু ব্যর্থ হয়। এ কোন পরিকে দেখছে সে। এত ফর্সা গায়ের রং। শাড়িটা শুধু লজ্জাস্থান টুকুই ঢেকে রেখেছে। ভিজে সুতির শাড়ির ভেতর থেকে বেশ বড় স্তন গুলোর আকৃতি বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। পেটের মাংস মেদবহুল। কিন্তু কোনো ভাঁজ নেই। পিঠটা যেন কোনো নামকরা শিল্পীর অসামান্য তুলির টান। ফর্সা পা গুলোর হাঁটুর অনেকটা উপর অবধি খোলা। সাবানের সুবাস আর ওই শরীরের স্নিগ্ধতা মিশে তৈরি করেছে এক রহস্যময় পরিবেশ।   সাধনা আর প্রণব এই হটাৎ ঘটে যাওয়া শেষ কিছুটা সময় যেন কয়েক যুগ বলে মনে হয়।  সাধনা একটু সামলায় নিজেকে বলে সাধনা: এভাবে নারী শরীরের দিকে তাকিয়ে থাকতে নেই ছোট বাবু।   কথাটা শুনেই প্রণব খাট থেকে নেমে দাঁড়িয়ে যায়। চোখটা সরাই ঠিকই কিন্তু সাধনাকে অনুসরণ করছে। সাধনা তাকে পাশ কাটিয়ে চলে যায় ঘরের ভেতরের দিকে। ওদিকটায় একটু অন্ধকার।  প্রণব এবার কথা বলে, প্রণব: আসলে কয়েকটা কাগজ দরকার ছিল। সেটাই নিতে এসেছিলাম।  সাধনা: আচ্ছা। আপনি যখন এখন এসেছেনই একটু খেয়ে যান। বেলার সময় আপনি খালি মুখে যাবেন কাজে?  প্রণব: নীচে আছি।  এই বলে দরজা খুলে চলে যায় ।  সাধনা একটা বড় নিঃস্বাস নেই। মনে মনে ভাবে আর বেশিদিন নয়।  সাধনা পোশাক পাল্টে ভেজা শাড়ি মিলে নীচে গিয়ে দেখে প্রণব পাইচলি করছে। প্রণবের মাথায় সাধনার একটু আগের দেখা শরীর ভেসে ওঠে। তার স্ত্রী। কিন্তু এখনও তো ওই শরীরের উপর কোনো জোর নেই তার।  সাধনা ডাক দেয়, আসুন বসুন খেতে। আমি খাবার নিয়ে আসছি।  সাধনা একটু পর প্রণবের জন্য খাবার নিয়ে আসে।  প্রণব: একই একটা থালা কেন? তোমারও তো খাবার সময় হলো।  সাধনা: আপনি খেয়ে নিন আমি তার পর খেয়ে নেব।  প্রণব আর কিছু বলে না। ভাত মাখিয়ে এগিয়ে দেয় সাধনার মুখের দিকে।  সাধনা এতটা আশা করে নি। কেঁদে ফেলে ও।  প্রণব আর সাধনা এর পর খেয়ে নেই। বাইরে যাওয়ার আগে সাধনার মুখের দিকে তাকিয়ে একবার দেখে তারপর চলে যায়।  সেদিন রাতে প্রণব সাধনাকে বলে ভালোবাসার কথা। সাধনা বলে শরীর দেখে প্রেম? প্রণব আমতা আমতা করে। সাধনা আর কিছু বলতে যাবে তার আগেই প্রণব বলে "ভালোবাসাটা আগেই অনুভব করছিলাম। আজ হয়তো তোমাকে ওই ভাবে দেখে আর দূরে সরে থাকতে ইচ্ছায় হচ্ছে না। "  কয়েক মুহূর্ত পর প্রণব এবার হাত দেয় সাধনার হাতে। যেন বিদ্যুতের ঝলক খেলে যায় ওর শরীরে। সাধনাও চমকে ওঠে।  ঠোঁটের সাথে ঠোঁট মিশে যায়। সাধনা একটু জোর করেই সরিয়ে দেয় প্রনবকে বলে সাধনা: আমাকে জোর করে পাওয়ার চেষ্টা করবেন না ছোট বাবু। ভালোবেসে পেতে চেষ্টা করুন।  প্রণব: ভালোবাসি তোমাকে সাধনা।  সাধনা: আপনার ভালোবাসায় সন্দেহ নেই। কিন্তু আমার ভালোবাসা আছে কিনা জেনেছেন? নারী দেহ শুধুই ভোগ্য তাই না? তার মন নেই অনুভূতি নেই। কাল অবধি তো আমাকে ভালোবাসার কথা বলেন নি। যাক সে কথা। আমাকে একটু সময় দিন। কথা দিলাম আপনাকে সব টুকু উজাড় করে দেব।
Parent